ETV Bharat / city

Sukanya Mondal অনুব্রত কন্যার জোড়া চাকরি, সুকন্যার ফেসবুক প্রোফাইল ঘিরে ঘনীভূত রহস্য

author img

By

Published : Aug 17, 2022, 9:00 PM IST

সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) একসঙ্গে সরকারি ও বেসরকারি চাকরি করেন ৷ তাঁর ফেসবুক প্রোফাইল তাই বলছে ৷ যা ঘিরে তৈরি হয়েছে রহস্য ৷

Question arises on Anubrata Mondal Daughter work life
Sukanya Mondal

কলকাতা, 17 অগস্ট: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে (Sukanya Mondal) নিয়ে ইতিমধ্যেই ঘনীভূত হচ্ছে একের পর এক রহস্য । সুকন্যার ফেসবুক প্রোফাইল হাতে এসেছে সিবিআই গোয়েন্দাদের । সেখান থেকেই তারা অনুমান করছেন, অনুব্রত কন্যা একাধিক চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন । যদিও ফেসবুক আইডিটি এখনও পর্যন্ত সঠিকভাবে যাচাই হয়নি বলে সিবিআইয়ের দাবি ।

তদন্তকারী আধিকারিকদের অভিযোগ, সুকন্যা মণ্ডল একসঙ্গে সরকারি ও একটি বেসরকারি চাকরি করছেন । জানা গিয়েছে, সুকন্যা 2016 সালে বীরভূমের ভোলে বাবা রাইস মিল নামে একটি সংস্থায় যোগ দেন । এরপরে তিনি রাজ্য সরকারের একটি চাকরিও পান । ইতিমধ্যেই এই বিষয়ে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং তার ফলেই আগামিকাল অনুব্রতর মেয়ে সুকন্যাকে ডেকে পাঠানো হয়েছে হাইকোর্টে (Question arises on Anubrata Mondal Daughter work life) ।

গরুপাচার কাণ্ডে ইতিমধ্যেই বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছেন সিবিআই ৷ এবার গোয়েন্দারা জানতে চাইছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সঠিক কত টাকার সম্পত্তি রয়েছে ৷ ইতিমধ্যে অনুব্রত মণ্ডল এবং তাঁর বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়র মোট 17 কোটি টাকা ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । সিবিআইয়ের অনুমান, গরুপাচারের লভ্যাংশের টাকা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাও পেত । ফলে এখন সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় ।

কলকাতা, 17 অগস্ট: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে (Sukanya Mondal) নিয়ে ইতিমধ্যেই ঘনীভূত হচ্ছে একের পর এক রহস্য । সুকন্যার ফেসবুক প্রোফাইল হাতে এসেছে সিবিআই গোয়েন্দাদের । সেখান থেকেই তারা অনুমান করছেন, অনুব্রত কন্যা একাধিক চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন । যদিও ফেসবুক আইডিটি এখনও পর্যন্ত সঠিকভাবে যাচাই হয়নি বলে সিবিআইয়ের দাবি ।

তদন্তকারী আধিকারিকদের অভিযোগ, সুকন্যা মণ্ডল একসঙ্গে সরকারি ও একটি বেসরকারি চাকরি করছেন । জানা গিয়েছে, সুকন্যা 2016 সালে বীরভূমের ভোলে বাবা রাইস মিল নামে একটি সংস্থায় যোগ দেন । এরপরে তিনি রাজ্য সরকারের একটি চাকরিও পান । ইতিমধ্যেই এই বিষয়ে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং তার ফলেই আগামিকাল অনুব্রতর মেয়ে সুকন্যাকে ডেকে পাঠানো হয়েছে হাইকোর্টে (Question arises on Anubrata Mondal Daughter work life) ।

গরুপাচার কাণ্ডে ইতিমধ্যেই বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছেন সিবিআই ৷ এবার গোয়েন্দারা জানতে চাইছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সঠিক কত টাকার সম্পত্তি রয়েছে ৷ ইতিমধ্যে অনুব্রত মণ্ডল এবং তাঁর বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়র মোট 17 কোটি টাকা ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । সিবিআইয়ের অনুমান, গরুপাচারের লভ্যাংশের টাকা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাও পেত । ফলে এখন সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.