ETV Bharat / city

পঞ্জাবের গ্যাংস্টারদের সঙ্গে স্পষ্ট কলকাতা যোগ! - গণেশচন্দ্র অ্যাভিনিউ

মৃত জয়পাল সিং ভুল্লার ও তার সাগরেদ ভরত পঞ্জাবে রাজপুরা এলাকার টোলপ্লাজার কাছে একটি গাড়ি নিয়ে যাতায়াত করেছিল ৷ তার ছবি পঞ্জাব পুলিশের কাছে ইতিমধ্যে এসেছে । গোয়েন্দাদের দাবি, সেই গাড়িটিতে পশ্চিমবঙ্গের নম্বর প্লেট লাগানো ছিল ৷

punjab-gangstar-jaypal-singh-bhullar-had-a-kolkata-link
পঞ্জাবের গ্যাংস্টারদের সঙ্গে এবার কলকাতা যোগ!
author img

By

Published : Jun 10, 2021, 8:45 PM IST

কলকাতা, 10 জুন : পঞ্জাবের গ্যাংস্টারদের সঙ্গে সরাসরি পাকিস্তানি যোগের পর, এবার কলকাতার যোগও স্পষ্ট । আর তাই গোয়েন্দাদের নজর এবার গণেশচন্দ্র অ্যাভিনিউ এলাকার একটি সংস্থার উপর ৷ সূত্রের খবর, গ্যাংস্টারদের ব্যবহৃত গাড়ির রেজিস্ট্রেশন কলকাতার এক সংস্থার নামে রয়েছে ।

জানা গিয়েছে, মৃত জয়পাল সিং ভুল্লার ও তার সাগরেদ ভরত পঞ্জাবে রাজপুরা এলাকার টোলপ্লাজার কাছে একটি গাড়ি নিয়ে যাতায়াত করেছিল ৷ তার ছবি পঞ্জাব পুলিশের কাছে ইতিমধ্যে এসেছে । পাশাপাশি সেই গাড়িতে করেই জয়পাল সিং ভুল্লার ও তার সাগরেদরা কলকাতায় এসেছিল । গোয়েন্দাদের দাবি, সেই গাড়িটিতে পশ্চিমবঙ্গের নম্বর প্লেট লাগানো ছিল ৷ পাশাপাশি গাড়িটি গণেশচন্দ্র অ্যাভিনিউ’র একটি সংস্থার নামে রেজিস্টার রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা । ভবানীভবন সূত্রের খবর, এদিন সংশ্লিষ্ট সংস্থার মালিকের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা ৷ সূত্রের খবর, তদন্তকারীদের ওই সংস্থার তরফে জানানো হয়েছে, কয়েক বছর আগে গাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছিল । কিন্তু, রেজিস্ট্রেশনে নাম পরিবর্তন করা হয়নি ।

আরও পড়ুন : বীরভূম-লিঙ্ক কাজে লাগিয়েই কেল্লাফতে রাজ্য গোয়েন্দাদের

গত বুধবার সকালে পঞ্জাবের রাজপুরা এলাকা থেকে গাড়িটি আটক করা হয় । গাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছিল মৃত জয়পাল সিং ভুল্লার সাগরেদ ভরতকে । তার কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছিল পঞ্জাব পুলিশের গোয়েন্দারা । ফলে এর থেকেই পুলিশ অনুমান করছে গাড়িটি একাধিকবার কলকাতা থেকে ভিনরাজ্যে যাতায়াত করেছিল ৷

কলকাতা, 10 জুন : পঞ্জাবের গ্যাংস্টারদের সঙ্গে সরাসরি পাকিস্তানি যোগের পর, এবার কলকাতার যোগও স্পষ্ট । আর তাই গোয়েন্দাদের নজর এবার গণেশচন্দ্র অ্যাভিনিউ এলাকার একটি সংস্থার উপর ৷ সূত্রের খবর, গ্যাংস্টারদের ব্যবহৃত গাড়ির রেজিস্ট্রেশন কলকাতার এক সংস্থার নামে রয়েছে ।

জানা গিয়েছে, মৃত জয়পাল সিং ভুল্লার ও তার সাগরেদ ভরত পঞ্জাবে রাজপুরা এলাকার টোলপ্লাজার কাছে একটি গাড়ি নিয়ে যাতায়াত করেছিল ৷ তার ছবি পঞ্জাব পুলিশের কাছে ইতিমধ্যে এসেছে । পাশাপাশি সেই গাড়িতে করেই জয়পাল সিং ভুল্লার ও তার সাগরেদরা কলকাতায় এসেছিল । গোয়েন্দাদের দাবি, সেই গাড়িটিতে পশ্চিমবঙ্গের নম্বর প্লেট লাগানো ছিল ৷ পাশাপাশি গাড়িটি গণেশচন্দ্র অ্যাভিনিউ’র একটি সংস্থার নামে রেজিস্টার রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা । ভবানীভবন সূত্রের খবর, এদিন সংশ্লিষ্ট সংস্থার মালিকের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা ৷ সূত্রের খবর, তদন্তকারীদের ওই সংস্থার তরফে জানানো হয়েছে, কয়েক বছর আগে গাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছিল । কিন্তু, রেজিস্ট্রেশনে নাম পরিবর্তন করা হয়নি ।

আরও পড়ুন : বীরভূম-লিঙ্ক কাজে লাগিয়েই কেল্লাফতে রাজ্য গোয়েন্দাদের

গত বুধবার সকালে পঞ্জাবের রাজপুরা এলাকা থেকে গাড়িটি আটক করা হয় । গাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছিল মৃত জয়পাল সিং ভুল্লার সাগরেদ ভরতকে । তার কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছিল পঞ্জাব পুলিশের গোয়েন্দারা । ফলে এর থেকেই পুলিশ অনুমান করছে গাড়িটি একাধিকবার কলকাতা থেকে ভিনরাজ্যে যাতায়াত করেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.