ETV Bharat / city

কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা - CBI

কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা ৷ সিবিআই তদন্তের দাবিতে এই জনস্বার্থ মামলা দায়ের করছেন এক আইনজীবী ৷ যদিও এই মামলার শুনানির দিন ধার্য হয়নি ৷

Public interest litigation in Calcutta High Court over Kasba fake vaccine case
কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
author img

By

Published : Jun 25, 2021, 8:25 PM IST

Updated : Jun 25, 2021, 9:20 PM IST

কলকাতা, 25 জুন : কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । সন্দীপন দাস নামে কলকাতা হাইকোর্টের এক আইনজীবী মামলাটি দায়ের করেছেন । মামলাকারী আদালতে জানিয়েছেন, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, রাজ্যে ভ্যাকসিন দেওয়া নিয়ে চূড়ান্ত অনিয়ম চলছে । এই ঘটনার যথাযথ তদন্তের জন্য রাজ্যের কোনও সংস্থা নয়, বরং সিবিআইকে দায়িত্ব দেওয়া হোক ৷

প্রসঙ্গত, কসবা থেকে দেবাঞ্জন দেব নামে এক ভুয়ো আইএএস-কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ অভিযোগ, করোনার ভ্যাকসিনের নাম করে অন্য ড্রাগ সাধারণের শরীরে দেওয়া হয়েছে ৷ এমনকি একটি ভ্যাকসিন সেন্টারের উদ্বোধন করানো হয়েছিল যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীকে দিয়ে ৷ সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন সন্দীপন দাস নামে ওই আইনজীবী ৷ যেখানে নিরপেক্ষ তদন্তের দাবিতে সিবিআইকে এর তদন্তভার দেওয়ার আবেদন করেছেন তিনি ৷ পাশাপাশি মামলার আর্জিতে জানানো হয়েছে, আদালত ভ্যাকসিনেশনের ব্যাপারে একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিক । মামলাকারীর তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানালেন, ‘‘মামলাটি আমরা দায়ের করেছি । কিন্তু এখনও এই মামলার কোনও নম্বর পাওয়া যায়নি । আগামী সোমবার সকালে মামলার নম্বর পাওয়া যাবে ৷’’

আরও পড়ুন : Fake Vaccination Case: নবান্নের স্ট্যাম্প জাল করে চাকরির বিজ্ঞাপন, 90 লাখ আত্মসাত্ দেবাঞ্জনের !

প্রসঙ্গত কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে গোটা রাজ্য এই মুহূর্তে তোলপাড় । রাজনৈতিক চাপানউতোর চলছে নিরন্তর । ইতিমধ্যেই দেবাঞ্জন দেবের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে হাজারেরও বেশি ব্যক্তিকে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে । যদিও সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । তবে, এই ব্যক্তির জাল কত দূর ছড়িয়ে রয়েছে পুলিশ এখনও তা উদ্ধার করতে পারেনি ৷ সেই কারণেই মামলাকারীর দাবি, সিবিআই তদন্ত হোক এই ঘটনার । কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা । আগামী সপ্তাহে এর শুনানির সম্ভাবনা রয়েছে ৷

কলকাতা, 25 জুন : কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । সন্দীপন দাস নামে কলকাতা হাইকোর্টের এক আইনজীবী মামলাটি দায়ের করেছেন । মামলাকারী আদালতে জানিয়েছেন, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, রাজ্যে ভ্যাকসিন দেওয়া নিয়ে চূড়ান্ত অনিয়ম চলছে । এই ঘটনার যথাযথ তদন্তের জন্য রাজ্যের কোনও সংস্থা নয়, বরং সিবিআইকে দায়িত্ব দেওয়া হোক ৷

প্রসঙ্গত, কসবা থেকে দেবাঞ্জন দেব নামে এক ভুয়ো আইএএস-কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ অভিযোগ, করোনার ভ্যাকসিনের নাম করে অন্য ড্রাগ সাধারণের শরীরে দেওয়া হয়েছে ৷ এমনকি একটি ভ্যাকসিন সেন্টারের উদ্বোধন করানো হয়েছিল যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীকে দিয়ে ৷ সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন সন্দীপন দাস নামে ওই আইনজীবী ৷ যেখানে নিরপেক্ষ তদন্তের দাবিতে সিবিআইকে এর তদন্তভার দেওয়ার আবেদন করেছেন তিনি ৷ পাশাপাশি মামলার আর্জিতে জানানো হয়েছে, আদালত ভ্যাকসিনেশনের ব্যাপারে একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিক । মামলাকারীর তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানালেন, ‘‘মামলাটি আমরা দায়ের করেছি । কিন্তু এখনও এই মামলার কোনও নম্বর পাওয়া যায়নি । আগামী সোমবার সকালে মামলার নম্বর পাওয়া যাবে ৷’’

আরও পড়ুন : Fake Vaccination Case: নবান্নের স্ট্যাম্প জাল করে চাকরির বিজ্ঞাপন, 90 লাখ আত্মসাত্ দেবাঞ্জনের !

প্রসঙ্গত কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে গোটা রাজ্য এই মুহূর্তে তোলপাড় । রাজনৈতিক চাপানউতোর চলছে নিরন্তর । ইতিমধ্যেই দেবাঞ্জন দেবের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে হাজারেরও বেশি ব্যক্তিকে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে । যদিও সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । তবে, এই ব্যক্তির জাল কত দূর ছড়িয়ে রয়েছে পুলিশ এখনও তা উদ্ধার করতে পারেনি ৷ সেই কারণেই মামলাকারীর দাবি, সিবিআই তদন্ত হোক এই ঘটনার । কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা । আগামী সপ্তাহে এর শুনানির সম্ভাবনা রয়েছে ৷

Last Updated : Jun 25, 2021, 9:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.