ETV Bharat / city

আইএসিএস-এর সামনে অব‍্যাহত 'হিন্দি সাম্রাজ্যবাদ' বিরোধী বিক্ষোভ

দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে প্রথম থেকে শেষ পর্যন্ত বিজেপি তথা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান বিক্ষোভকারীরা ।

Protests against 'Hindi imperialism' continue in front of IACS
Protests against 'Hindi imperialism' continue in front of IACS
author img

By

Published : Mar 25, 2021, 11:05 PM IST

কলকাতা, 25 মার্চ: গত 19 মার্চ কলকাতার যাদবপুরে অবস্থিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ‍্য কাল্টিভেশন অফ সায়েন্সে হিন্দি ব‍্যবহারের নির্দেশিকা ঘিরে চরম বিতর্ক সৃষ্টি হয়েছিল । সেই নির্দেশিকা বাতিল করে নতুন নির্দেশিকা জারির পরেও অব‍্যহত প্রতিবাদ-বিক্ষোভ । আজও বাংলা ভাষার পক্ষে থাকা বিভিন্ন সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হল আইএসিএস-এর সামনে । বিতর্কিত নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি এদিন বিক্ষোভে বিজেপি বিরোধী আওয়াজ উঠল ।

আইএসিএস-এর সামনে বৃহস্পতিবারের বিক্ষোভে 'বাংলা মঞ্চ', যারা 'নো ভোট টু বিজেপি'র ডাক দিয়েছে আসন্ন নির্বাচনের আগেভাগে তাঁরা সহ জাতীয় বাংলা সম্মেলন, ভাষা ও চেতনা সমিতির মতো একাধিক সংগঠন অংশগ্রহণ করে । উপস্থিত না থাকতে পারলেও সাক্ষর সম্বলিত প্ল‍্যাকার্ড পাঠান এসএন বোস ন‍্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের ছাত্র-ছাত্রীরা । দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে প্রথম থেকে শেষ পর্যন্ত বিজেপি তথা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান বিক্ষোভকারীরা । বিজেপির হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রবণতা ও তার ভবিষ্যৎ পরিণতি নিয়ে সতর্ক বার্তা দেওয়া হয় বিক্ষোভে । 19 মার্চের বিতর্কিত নির্দেশিকার প্রতিলিপিও পোড়ানো হয় এদিনের কর্মসূচিতে ।

আইএসিএস-এর সামনে বিক্ষোভ অব‍্যাহত

আরও পড়ুন: আইএসিএস-এ হিন্দি ভাষা ব্যবহারের নির্দেশ, বিতর্ক বাড়তে নির্দেশিকা বদল

'বাংলা মঞ্চে'র তরফে ঋক ধর্মপাল বলেন, যে নির্দেশ দেওয়া হয়েছে তা বাঙালি হিসেবে আমাদের কাছে খুব অপমানজনক । আমরা দেখছি, কেন্দ্রের হাতে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে সংবিধানের অপব‍্যবহার করে হিন্দি সাম্রাজ্যবাদকে চাপিয়ে দেওয়া হচ্ছে । এভাবে বর্তমান বিজেপি সরকার বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে ধ্বংস করছে পরিকল্পিতভাবে ৷ 'হিন্দি, হিন্দু, হিন্দুস্তান' চাপিয়ে দেওয়া হচ্ছে অহিন্দি ভাষিদের উপর ৷ এর বিরুদ্ধে আমরা সরব হচ্ছি । বাঙালি হিন্দি চাপিয়ে দেওয়া পার্টিকে মানছে না ।

সদ্ভাবনা মঞ্চের তরফে সুখনন্দন সিং আলুওয়ালিয়া বলেন, প্রাণ দেব, কিন্তু বাংলা ভাষাকে বাংলা থেকে বিচ্ছিন্ন করতে দেব না । ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ইমানুল হকের কথায়, আমরা হিন্দি ভাষার বিপক্ষে নই ৷ আমরা হিন্দি সাম্রাজ্যবাদের বিপক্ষে । এভাবে যদি হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানুষ লড়বে, যেভাবে উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছিল বাংলাদেশ ।

কলকাতা, 25 মার্চ: গত 19 মার্চ কলকাতার যাদবপুরে অবস্থিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ‍্য কাল্টিভেশন অফ সায়েন্সে হিন্দি ব‍্যবহারের নির্দেশিকা ঘিরে চরম বিতর্ক সৃষ্টি হয়েছিল । সেই নির্দেশিকা বাতিল করে নতুন নির্দেশিকা জারির পরেও অব‍্যহত প্রতিবাদ-বিক্ষোভ । আজও বাংলা ভাষার পক্ষে থাকা বিভিন্ন সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হল আইএসিএস-এর সামনে । বিতর্কিত নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি এদিন বিক্ষোভে বিজেপি বিরোধী আওয়াজ উঠল ।

আইএসিএস-এর সামনে বৃহস্পতিবারের বিক্ষোভে 'বাংলা মঞ্চ', যারা 'নো ভোট টু বিজেপি'র ডাক দিয়েছে আসন্ন নির্বাচনের আগেভাগে তাঁরা সহ জাতীয় বাংলা সম্মেলন, ভাষা ও চেতনা সমিতির মতো একাধিক সংগঠন অংশগ্রহণ করে । উপস্থিত না থাকতে পারলেও সাক্ষর সম্বলিত প্ল‍্যাকার্ড পাঠান এসএন বোস ন‍্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের ছাত্র-ছাত্রীরা । দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে প্রথম থেকে শেষ পর্যন্ত বিজেপি তথা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান বিক্ষোভকারীরা । বিজেপির হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রবণতা ও তার ভবিষ্যৎ পরিণতি নিয়ে সতর্ক বার্তা দেওয়া হয় বিক্ষোভে । 19 মার্চের বিতর্কিত নির্দেশিকার প্রতিলিপিও পোড়ানো হয় এদিনের কর্মসূচিতে ।

আইএসিএস-এর সামনে বিক্ষোভ অব‍্যাহত

আরও পড়ুন: আইএসিএস-এ হিন্দি ভাষা ব্যবহারের নির্দেশ, বিতর্ক বাড়তে নির্দেশিকা বদল

'বাংলা মঞ্চে'র তরফে ঋক ধর্মপাল বলেন, যে নির্দেশ দেওয়া হয়েছে তা বাঙালি হিসেবে আমাদের কাছে খুব অপমানজনক । আমরা দেখছি, কেন্দ্রের হাতে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে সংবিধানের অপব‍্যবহার করে হিন্দি সাম্রাজ্যবাদকে চাপিয়ে দেওয়া হচ্ছে । এভাবে বর্তমান বিজেপি সরকার বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে ধ্বংস করছে পরিকল্পিতভাবে ৷ 'হিন্দি, হিন্দু, হিন্দুস্তান' চাপিয়ে দেওয়া হচ্ছে অহিন্দি ভাষিদের উপর ৷ এর বিরুদ্ধে আমরা সরব হচ্ছি । বাঙালি হিন্দি চাপিয়ে দেওয়া পার্টিকে মানছে না ।

সদ্ভাবনা মঞ্চের তরফে সুখনন্দন সিং আলুওয়ালিয়া বলেন, প্রাণ দেব, কিন্তু বাংলা ভাষাকে বাংলা থেকে বিচ্ছিন্ন করতে দেব না । ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ইমানুল হকের কথায়, আমরা হিন্দি ভাষার বিপক্ষে নই ৷ আমরা হিন্দি সাম্রাজ্যবাদের বিপক্ষে । এভাবে যদি হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানুষ লড়বে, যেভাবে উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছিল বাংলাদেশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.