ETV Bharat / city

মোদি শহরে পা রাখতেই গো ব্যাক স্লোগান - Modi in Kolkata

প্রধানমন্ত্রীর কলকাতা সফরকে ঘিরে বিক্ষোভ কৈখালির মোড়ে । বিক্ষোভকারীরা VIP রোড অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন । উঠল গো ব্যাক স্লোগান ।

Modi in Kolkata
মোদির সফর ঘিরে প্রতিবাদ
author img

By

Published : Jan 11, 2020, 4:10 PM IST

Updated : Jan 11, 2020, 6:09 PM IST

কলকাতা, 11 জানুয়ারি : প্রধানমন্ত্রী বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গেই গো ব্যাক স্লোগান উঠল বিমানবন্দর সংলগ্ন কৈখালি মোড়ে । VIP রোড অবরোধ করে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে । পড়ুয়াদের বিক্ষোভে সামিল হয়েছিলেন CPI(ML) রেডস্টার নেতা অলীক চক্রবর্তীসহ সাধারণ মানুষও ।

আজ দুপুর 3.45 নাগাদ বিমানবন্দরে পা রাখেন প্রধানমন্ত্রী । দু'দিনের সফরে আজ সন্ধ্যায় মিলেনিয়াম পার্কের এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । এদিকে মোদির কলকাতা সফরকে ঘিরে শহর জুড়ে বিক্ষোভ চলছে ।

CAA, NRC-র বিরুদ্ধে স্লোগান

সকাল থেকে ধর্মতলা চত্বরে SFI -এর সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বাধে । ধর্মতলা চত্বরে জারি হয় 144 ধারা । রাসমণি অ্যাভিনিউতে গতরাত থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেছে রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন । প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রীরও সেই মঞ্চে যোগ দেওয়ার কথা ।

কলকাতা, 11 জানুয়ারি : প্রধানমন্ত্রী বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গেই গো ব্যাক স্লোগান উঠল বিমানবন্দর সংলগ্ন কৈখালি মোড়ে । VIP রোড অবরোধ করে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে । পড়ুয়াদের বিক্ষোভে সামিল হয়েছিলেন CPI(ML) রেডস্টার নেতা অলীক চক্রবর্তীসহ সাধারণ মানুষও ।

আজ দুপুর 3.45 নাগাদ বিমানবন্দরে পা রাখেন প্রধানমন্ত্রী । দু'দিনের সফরে আজ সন্ধ্যায় মিলেনিয়াম পার্কের এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । এদিকে মোদির কলকাতা সফরকে ঘিরে শহর জুড়ে বিক্ষোভ চলছে ।

CAA, NRC-র বিরুদ্ধে স্লোগান

সকাল থেকে ধর্মতলা চত্বরে SFI -এর সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বাধে । ধর্মতলা চত্বরে জারি হয় 144 ধারা । রাসমণি অ্যাভিনিউতে গতরাত থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেছে রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন । প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রীরও সেই মঞ্চে যোগ দেওয়ার কথা ।

Intro:ভি,আই, পি,রোড এর উপর কৈখালীর মোড়ে বিক্ষোভ প্রতিরোধ মঞ্চ এর পক্ষ থেকে।Body:কৈখালি মোড়ে ভিআইপি রোড অবরোধ করল বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। আজাদী আজাদী স্লোগান ও গো ব্যাক স্লোগান দিচ্ছে। কালো পতাকা হাতেConclusion:
Last Updated : Jan 11, 2020, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.