ETV Bharat / city

শঙ্খ ঘোষকে সাম্মানিক D.Litt প্রদানের প্রস্তাব - convocation of Jadavpur University

চলতি বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কবি শঙ্খ ঘোষকে সাম্মানিক D.Litt প্রদানের প্রস্তাব ৷ আজ এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে ৷

ফাইল ছবি
author img

By

Published : Sep 30, 2019, 11:42 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর : চলতি বছরের 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ৷ আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, সাম্মানিক D.Litt- এর জন্য কবি শঙ্খ ঘোষ ও প্রাক্তন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি সলমান হায়দারের নাম প্রস্তাবিত হয়েছে ৷

গত বছর চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাম্মানিক উপাধি প্রাপকদের নাম হিসেবে বহু খ্যাতনামা ব্যক্তিদের নাম উঠে এসেছিল । তাঁদের মধ্যে ছিল সচিন তেণ্ডুলকর থেকে মেরি কমের মতো ক্রীড়া জগতের বিশিষ্টজনদের নাম ৷ যদিও শেষ পর্যন্ত তাঁদের কাউকেই D.Litt দিতে পারেনি বিশ্ববিদ্যালয় । এ বছর D.Litt, D.Sc প্রাপক হিসেবে বেশ কয়েকজন বিশিষ্টজনের নাম প্রস্তাবিত হয়েছে । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, সাম্মানিক D.Sc-এর জন্য বিশিষ্ট বিজ্ঞানী ও ভারতরত্ন সি এন আর রাও ও ISI-এর ডিরেক্টর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবিত হয়েছে । সেই প্রস্তাব আজ এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে গৃহীত হয়েছে । তিনি বলেন, "চারজন ডিনদের কমিটি থেকে এই চারজনের নামই প্রস্তাবিত হয়েছিল । এগজ়িকিউটিভ কাউন্সিলে এই নামগুলো গৃহীত হয়েছে । এটা এবার কোর্টে যাবে । কোর্ট বৈঠকে রাজ্যপাল এই নামগুলিতে সম্মতি জানালে আমাদের সমাবর্তন অনুষ্ঠানে তাঁদের D.Litt, D.Sc উপাধি দেওয়া হবে ।"

দেখুন ভিডিয়ো...

কলকাতা, 30 সেপ্টেম্বর : চলতি বছরের 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ৷ আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, সাম্মানিক D.Litt- এর জন্য কবি শঙ্খ ঘোষ ও প্রাক্তন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি সলমান হায়দারের নাম প্রস্তাবিত হয়েছে ৷

গত বছর চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাম্মানিক উপাধি প্রাপকদের নাম হিসেবে বহু খ্যাতনামা ব্যক্তিদের নাম উঠে এসেছিল । তাঁদের মধ্যে ছিল সচিন তেণ্ডুলকর থেকে মেরি কমের মতো ক্রীড়া জগতের বিশিষ্টজনদের নাম ৷ যদিও শেষ পর্যন্ত তাঁদের কাউকেই D.Litt দিতে পারেনি বিশ্ববিদ্যালয় । এ বছর D.Litt, D.Sc প্রাপক হিসেবে বেশ কয়েকজন বিশিষ্টজনের নাম প্রস্তাবিত হয়েছে । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, সাম্মানিক D.Sc-এর জন্য বিশিষ্ট বিজ্ঞানী ও ভারতরত্ন সি এন আর রাও ও ISI-এর ডিরেক্টর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবিত হয়েছে । সেই প্রস্তাব আজ এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে গৃহীত হয়েছে । তিনি বলেন, "চারজন ডিনদের কমিটি থেকে এই চারজনের নামই প্রস্তাবিত হয়েছিল । এগজ়িকিউটিভ কাউন্সিলে এই নামগুলো গৃহীত হয়েছে । এটা এবার কোর্টে যাবে । কোর্ট বৈঠকে রাজ্যপাল এই নামগুলিতে সম্মতি জানালে আমাদের সমাবর্তন অনুষ্ঠানে তাঁদের D.Litt, D.Sc উপাধি দেওয়া হবে ।"

দেখুন ভিডিয়ো...
Intro:কলকাতা, ৩০ সেপ্টেম্বর: গত বছর চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাম্মানিক উপাধি প্রাপকদের নাম হিসেবে বহু খ্যাতনামা ব্যক্তিদের নাম উঠে এসেছিল। শচিন তেণ্ডুলকর থেকে মেরি কমের মতো খেলার জগতের বিশিষ্ট জনদের ডি.লিট দেওয়ার ভাবনাচিন্তা করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। যদিও শেষ পর্যন্ত তাঁদের কাউকেই ডিলিট দিতে পারেনি বিশ্ববিদ্যালয়। এই বছর সেই ধরনের কোনও চমকদার নাম না থাকলেও ডি.লিট, ডি.এসসি প্রাপক হিসেবে বেশ কয়েকজন বিশিষ্ট মানুষের নাম প্রস্তাবিত হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, কবি শঙ্খ ঘোষকে সাম্মানিক ডি.লিট, সাম্মানিক ডি.এসসির জন্য বিশিষ্ট বিজ্ঞানী ও ভারতরত্ন সিএনআর রাওয়ের নাম সহ আরও কয়েকজনের নামের প্রস্তাব আজ এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে গৃহীত হয়ে গেছে।
Body:প্রতি বছরের মতো এই বছরও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হতে চলেছে ২৪ ডিসেম্বর। তার আগেই সমাবর্তনে কোন কোন ব্যক্তিদের সাম্মানিক ডি.লিট ও ডি.এসসি উপাধি দেওয়া হবে তা নিয়ে আজ বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে আলোচনা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, সাম্মানিক ডি.লিটের জন্য কবি শঙ্খ ঘোষ ও প্রাক্তন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি সালমান হায়দারের নাম প্রস্তাবিত হয়েছে। ডি.এসসির জন্য বিশিষ্ট বিজ্ঞানী ও ভারতরত্ন সিএনআর রাও এবং ISI-এ্য ডাইরেক্টর সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবিত হয়েছে। সবকটি নামই এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে গৃহীত হয়েছে বলে জানান স্নেহমঞ্জু বসু।

স্নেহমঞ্জু বসু বলেন, "চারজন ডিনদের কমিটি থেকে এই চারজনের নামই প্রস্তাবিত হয়েছিল। ইসিতে এই নামগুলো গৃহীত হয়েছে। এটা এবার কোর্টে যাবে। কোর্ট বৈঠকে রাজ্যপাল এই নামগুলিতে সম্মতি জানালে আমাদের সমাবর্তন অনুষ্ঠানে তাঁদের ডি.লিট, ডি.এসসি উপাধি দেওয়া হবে।"


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.