ETV Bharat / city

মণীশ শুক্লা খুনে যথাযথ তদন্ত হওয়া জরুরি : কলকাতা হাইকোর্ট - titagarh bjp leader murder

ডিভিশন বেঞ্চের বক্তব্য, "মণীশ শুক্লা যে রাজনৈতিক দলের সদস্য হোন না কেন এটা একটা নৃশংস খুন । এর যথাযথ তদন্ত হওয়া দরকার । CID যে তদন্ত করছে তার গতিবিধির উপর আমরা নজর রাখছি।"

ggg
মণীশ শুক্লা খুনের যথাযথ তদন্ত হওয়া জরুরি, বলল কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Oct 16, 2020, 7:20 PM IST

কলকাতা 16 অক্টোবর: তিনি যে রাজনৈতিক দলের সদস্য হোন না কেন এটা একটা নৃশংস খুন। এর যথাযথ তদন্ত হওয়া দরকার । BJP নেতা মণীশ শুক্লা খুনের মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ৷

8 অক্টোবর টিটাগড়ের BJP নেতা মণীশ শুক্লা খুনে CBI তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল । এরপর 13 অক্টোবর বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই খুনের কী তদন্ত কীভাবে হচ্ছে সেই নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করে ৷ রাজ্য সরকারের তরফে সেই রিপোর্ট আজ কলকাতা হাইকোর্টে পেশ করা হয় ।

মামলার শুনানিতে রাজ্যের তরফে বলা হয়, আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। তিনি জনস্বার্থের নামে যে মামলা করেছেন, সেটা আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত । তাতে ডিভিশন বেঞ্চের বক্তব্য, "মণীশ শুক্লা যে রাজনৈতিক দলের সদস্য হোন না কেন এটা একটা নৃশংস খুন । এর যথাযথ তদন্ত হওয়া দরকার । CID যে তদন্ত করছে তার গতিবিধির উপর আমরা নজর রাখছি।" এই মামলার পরবর্তী শুনানি 10 নভেম্বর ৷

4 অক্টোবর রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হন মণীশ শুক্লা । এই খুনের তদন্ত করতে নেমে CID ইতিমধ্যেই খুররম খান, গোলাব শেখ এবং নাজির নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। এই ইশুতে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে সরব হয়েছে BJP ৷ CBI তদন্তের দাবি করেছে তারা ৷

কলকাতা 16 অক্টোবর: তিনি যে রাজনৈতিক দলের সদস্য হোন না কেন এটা একটা নৃশংস খুন। এর যথাযথ তদন্ত হওয়া দরকার । BJP নেতা মণীশ শুক্লা খুনের মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ৷

8 অক্টোবর টিটাগড়ের BJP নেতা মণীশ শুক্লা খুনে CBI তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল । এরপর 13 অক্টোবর বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই খুনের কী তদন্ত কীভাবে হচ্ছে সেই নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করে ৷ রাজ্য সরকারের তরফে সেই রিপোর্ট আজ কলকাতা হাইকোর্টে পেশ করা হয় ।

মামলার শুনানিতে রাজ্যের তরফে বলা হয়, আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। তিনি জনস্বার্থের নামে যে মামলা করেছেন, সেটা আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত । তাতে ডিভিশন বেঞ্চের বক্তব্য, "মণীশ শুক্লা যে রাজনৈতিক দলের সদস্য হোন না কেন এটা একটা নৃশংস খুন । এর যথাযথ তদন্ত হওয়া দরকার । CID যে তদন্ত করছে তার গতিবিধির উপর আমরা নজর রাখছি।" এই মামলার পরবর্তী শুনানি 10 নভেম্বর ৷

4 অক্টোবর রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হন মণীশ শুক্লা । এই খুনের তদন্ত করতে নেমে CID ইতিমধ্যেই খুররম খান, গোলাব শেখ এবং নাজির নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। এই ইশুতে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে সরব হয়েছে BJP ৷ CBI তদন্তের দাবি করেছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.