ETV Bharat / city

বর্ধিত বেতন ক্রমে সিনিয়রিটির সুবিধা হারানোর আশঙ্কা প্রাথমিক শিক্ষকদের

বেতন বৃদ্ধির জন্য প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও অনশনের পর গত 26 জুলাই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । প্রকাশিত হয়েছিল সরকারি নির্দেশিকাও ।

ছবি
author img

By

Published : Sep 14, 2019, 4:24 AM IST

Updated : Sep 14, 2019, 7:32 AM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : বর্ধিত বেতন ক্রম কার্যকর হওয়ার পরে সিনিয়রিটির সুযোগ-সুবিধা হারাতে পারেন প্রাথমিক শিক্ষকরা । এমনই আশঙ্কা মাথাচাড়া দিয়েছে বেতন ক্রম বৃদ্ধির পরে পে-ফিক্সেশন নিয়ে ৷ যাতে দেখা যাচ্ছে, প্রধান শিক্ষক বা শিক্ষক যাঁরা 18 বছর চাকরি সম্পূর্ণ করে ফেলেছেন তাঁরা তাঁদের সিনিয়রিটির জন্য যে সুযোগ-সুবিধা ভোগ করতেন, গ্রেড-পে বৃদ্ধির পরও সেই সুযোগ-সুবিধা পাবেন কিনা সেই সম্পর্কে কোনও স্পষ্ট উত্তর দেয়নি স্কুল শিক্ষা দপ্তর । উল্টে এই প্রশ্ন বর্তমান সময়ে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করা রয়েছে । আর এখান থেকেই প্রাথমিক শিক্ষকদের আশঙ্কা, সিনিয়রিটির সুবিধা হারাতে পারেন তাঁরা ।

বেতন বৃদ্ধির জন্য প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও অনশনের পর গত 26 জুলাই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । প্রকাশিত হয়েছিল সরকারি নির্দেশিকাও । সেই অনুযায়ী প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2600 থেকে বেড়ে হয়েছিল 3600 টাকা । আর অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2300 থেকে বেড়ে হয়েছিল 2900 টাকা । কিন্তু শুধু গ্রেড পে বৃদ্ধি বাদ দিয়ে প্রাথমিক শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে কোন কিছু স্পষ্ট করে বলা ছিল না ওই নির্দেশিকায় । স্বাভাবিকভাবেই বেতন বাড়ার পরে পে-ফিক্সেশন কী হবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল । যার কোনও উত্তর এত দিন পাওয়া যায়নি । অবশেষে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির পরে পে-ফিক্সেশন নিয়ে জেলা থেকে আসা একাধিক প্রশ্নের উত্তর দিল স্কুল শিক্ষা দপ্তর ।

স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, গ্রেড পে বাড়িয়ে 2600 থেকে 2600 টাকা ও 2300 থেকে 2900 টাকা করা হলে ROPA-2009 অনুযায়ী ন্যূনতম ব্যান্ড-পেও বাড়াতে হবে । সরকারি নির্দেশে এই বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ নেই । এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, ROPA-2009 অনুযায়ী প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের ইনিশিয়াল ব্যান্ড-পে 6240 থেকে বেড়ে হবে 7440 টাকা এবং অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের ইনিশিয়াল ব্যান্ড-পে 5860 থেকে বেড়ে হবে 6700 টাকা । পুরোনো শিক্ষকদের তুলনায় নতুন শিক্ষকদের বেসিক-পে বেশি হলে সে ক্ষেত্রে 1994 সালের 27 জানুয়ারির অর্থ দপ্তরের মেমো অনুযায়ী ইন্ডিভিজুয়াল কেস পে-প্রোটেকশনের জন্য বিবেচনা করা হবে । যে সকল প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2100 টাকা তাঁদের গ্রেড-পে বৃদ্ধির বিষয়ে সরকারি নির্দেশিকায় কিছু বলা নেই । সেই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে প্রশ্নটিই অপ্রাসঙ্গিক । কারণ, গ্রেড-পে বৃদ্ধি নিয়ে 2019 সালের 27 জুলাই সরকারি নির্দেশিকায় 2100 টাকা গ্রেড-পে বৃদ্ধি নিয়ে কিছু বলা নেই ।

কিছু অপ্রশিক্ষিত শিক্ষক যাঁদের কাজে যোগদান করার সময় গ্রেড-পে 2300 ছিল । 18 বছর সার্ভিস সম্পূর্ণ করার পরে তাঁদের গ্রেড-পে বেড়ে হয় 2600 । পরে তাঁরা প্রশিক্ষণ নিলেও তাঁদের গ্রেড-পেতে কোনও সংযুক্তি হয়নি । এই পরিস্থিতিতে যদি তাঁদের গ্রেড-পে বাড়িয়ে 3600 টাকা করা তাহলে সে ক্ষেত্রে তাঁদের 18 বছরের সুযোগ-সুবিধা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে । এই প্রশ্নের উত্তরে স্কুল শিক্ষা দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, ওই ধরনের শিক্ষক-শিক্ষিকারা 3600 টাকা গ্রেড-পে উপভোগ করবেন । একই প্রশ্ন ঘুরিয়ে করা হয় । বলা হয়, প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক ও অপ্রশিক্ষিত প্রাইমারি শিক্ষক-শিক্ষিকা যাঁরা 18 বছর সার্ভিস সম্পূর্ণ করে 2600 টাকা গ্রেড-পে উপভোগ করেন তাঁদের গ্রেড-পে বৃদ্ধি হবে কি না । এই প্রশ্নের উত্তরেও স্কুল শিক্ষা দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাঁদের 3600 টাকা গ্রেড-পে দেওয়া হবে । প্রাথমিকের প্রধান শিক্ষক-শিক্ষিকারা যাঁদের সার্ভিসের 18 বছর হয়নি তাঁরাও বর্ধিত গ্রেড-পের সঙ্গে প্রধান শিক্ষকের অতিরিক্ত সুবিধা উপভোগ করবেন । বলা হয়েছে, ওই প্রাথমিক শিক্ষকরা যদি প্রশিক্ষিত হন তাহলে তাঁরা 3600 টাকা গ্রেড-পে এবং 200 টাকা বিশেষ ভাতা পাবেন আগের মতোই । অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2300 টাকা থেকে বেড়ে 2900 টাকা হবে তা আবারও স্পষ্ট করে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর ।

তবে, প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক, অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক বা প্রাথমিকের প্রধান শিক্ষক যাঁরা 18 বছর সার্ভিস সম্পূর্ণ করার পর সিনিয়রিটির সুযোগ-সুবিধা ভোগ করছেন তাঁরা বর্ধিত বেতন বৃদ্ধির পরেও সেই সুযোগ-সুবিধা পাবেন কি না তা নিয়ে স্পষ্ট করে কোনও উত্তর দেয়নি স্কুল শিক্ষা দপ্তর । প্রাথমিক শিক্ষক যাঁরা 18 বছর সার্ভিস সম্পূর্ণ করার পর 2600+300 অর্থাৎ 2900 টাকা গ্রেড-পে পান তাঁদের নতুন গ্রেড-পে কি 3600+300 অর্থাৎ 3900 হবে? একই প্রশ্ন করা হয় প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও । 18 বছর সার্ভিস সম্পূর্ণ করা প্রধান শিক্ষকদের গ্রেড-পে ছিল 2600+300+200 অর্থাৎ 3100 টাকা । তাঁদের গ্রেড-পে কি বেড়ে 3600+300+200 অর্থাৎ 4100 টাকা হবে? দুটি প্রশ্নই বর্তমানে অপ্রাসঙ্গিক বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর । আর এখানেই মাথাচাড়া দিয়েছে আশঙ্কা, সিনিয়রিটির সুযোগ-সুবিধা হারাতে পারেন তাঁরা ।

এই আশঙ্কা যে পুরোপুরি ভিত্তিহীন নয়, এমনই জানাচ্ছেন স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক । তিনি সিনিয়রিটির সুযোগ-সুবিধা অর্থাৎ CAS বেনিফিট নিয়ে বলেন, "1990 থেকেই আছে এটা । 2009-এর ROPA-য় এটা 10 বছর ও 18 বছর করা হয় । 18 বছর সম্পূর্ণ হলে CAS (কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম) বেনিফিট দেওয়া হয় । 18 বছর হলে নেক্সট পে-স্কেল দেওয়া হয় । এটা এই নির্দেশের মধ্যেই আসছে না । তাই ওই প্রশ্নগুলোকে অপ্রাসঙ্গিক বলা হয়েছে । কিন্তু, যাঁদের আগেই 18 বছর সম্পূর্ণ হয়ে CAS বেনিফিটটা পেতেন তাঁরা আর পাবেন না । তাঁরা 3600 টাকাই পাবেন । সিনিয়ররা লুজার হচ্ছে । এটা সব সময়ই হয় । নতুনরা 18 বছর বাদে গিয়ে এই সুবিধা পাবেন । নতুনরা লাভবান, পুরোনোরা লাভবান নন, এটা ঠিক । অর্থাৎ গত বছর পর্যন্ত যদি কারও 18 বছর সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে, তিনি বর্তমান সময়ে যদি 2900 টাকা পেয়ে থাকেন, বেতন বৃদ্ধির পর তাঁর গ্রেড-পে 3600 টাকাই হবে । এই অর্ডারের পরে যাঁদের 18 বছর সম্পূর্ণ হবে সে আবার 3900 টাকা পেয়ে যাবে । কিন্তু, আগে যাঁদের 18 বছর সম্পূর্ণ হয়েছে তাঁরা পাবেন না ।"

কলকাতা, 14 সেপ্টেম্বর : বর্ধিত বেতন ক্রম কার্যকর হওয়ার পরে সিনিয়রিটির সুযোগ-সুবিধা হারাতে পারেন প্রাথমিক শিক্ষকরা । এমনই আশঙ্কা মাথাচাড়া দিয়েছে বেতন ক্রম বৃদ্ধির পরে পে-ফিক্সেশন নিয়ে ৷ যাতে দেখা যাচ্ছে, প্রধান শিক্ষক বা শিক্ষক যাঁরা 18 বছর চাকরি সম্পূর্ণ করে ফেলেছেন তাঁরা তাঁদের সিনিয়রিটির জন্য যে সুযোগ-সুবিধা ভোগ করতেন, গ্রেড-পে বৃদ্ধির পরও সেই সুযোগ-সুবিধা পাবেন কিনা সেই সম্পর্কে কোনও স্পষ্ট উত্তর দেয়নি স্কুল শিক্ষা দপ্তর । উল্টে এই প্রশ্ন বর্তমান সময়ে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করা রয়েছে । আর এখান থেকেই প্রাথমিক শিক্ষকদের আশঙ্কা, সিনিয়রিটির সুবিধা হারাতে পারেন তাঁরা ।

বেতন বৃদ্ধির জন্য প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও অনশনের পর গত 26 জুলাই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । প্রকাশিত হয়েছিল সরকারি নির্দেশিকাও । সেই অনুযায়ী প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2600 থেকে বেড়ে হয়েছিল 3600 টাকা । আর অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2300 থেকে বেড়ে হয়েছিল 2900 টাকা । কিন্তু শুধু গ্রেড পে বৃদ্ধি বাদ দিয়ে প্রাথমিক শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে কোন কিছু স্পষ্ট করে বলা ছিল না ওই নির্দেশিকায় । স্বাভাবিকভাবেই বেতন বাড়ার পরে পে-ফিক্সেশন কী হবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল । যার কোনও উত্তর এত দিন পাওয়া যায়নি । অবশেষে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির পরে পে-ফিক্সেশন নিয়ে জেলা থেকে আসা একাধিক প্রশ্নের উত্তর দিল স্কুল শিক্ষা দপ্তর ।

স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, গ্রেড পে বাড়িয়ে 2600 থেকে 2600 টাকা ও 2300 থেকে 2900 টাকা করা হলে ROPA-2009 অনুযায়ী ন্যূনতম ব্যান্ড-পেও বাড়াতে হবে । সরকারি নির্দেশে এই বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ নেই । এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, ROPA-2009 অনুযায়ী প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের ইনিশিয়াল ব্যান্ড-পে 6240 থেকে বেড়ে হবে 7440 টাকা এবং অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের ইনিশিয়াল ব্যান্ড-পে 5860 থেকে বেড়ে হবে 6700 টাকা । পুরোনো শিক্ষকদের তুলনায় নতুন শিক্ষকদের বেসিক-পে বেশি হলে সে ক্ষেত্রে 1994 সালের 27 জানুয়ারির অর্থ দপ্তরের মেমো অনুযায়ী ইন্ডিভিজুয়াল কেস পে-প্রোটেকশনের জন্য বিবেচনা করা হবে । যে সকল প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2100 টাকা তাঁদের গ্রেড-পে বৃদ্ধির বিষয়ে সরকারি নির্দেশিকায় কিছু বলা নেই । সেই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে প্রশ্নটিই অপ্রাসঙ্গিক । কারণ, গ্রেড-পে বৃদ্ধি নিয়ে 2019 সালের 27 জুলাই সরকারি নির্দেশিকায় 2100 টাকা গ্রেড-পে বৃদ্ধি নিয়ে কিছু বলা নেই ।

কিছু অপ্রশিক্ষিত শিক্ষক যাঁদের কাজে যোগদান করার সময় গ্রেড-পে 2300 ছিল । 18 বছর সার্ভিস সম্পূর্ণ করার পরে তাঁদের গ্রেড-পে বেড়ে হয় 2600 । পরে তাঁরা প্রশিক্ষণ নিলেও তাঁদের গ্রেড-পেতে কোনও সংযুক্তি হয়নি । এই পরিস্থিতিতে যদি তাঁদের গ্রেড-পে বাড়িয়ে 3600 টাকা করা তাহলে সে ক্ষেত্রে তাঁদের 18 বছরের সুযোগ-সুবিধা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে । এই প্রশ্নের উত্তরে স্কুল শিক্ষা দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, ওই ধরনের শিক্ষক-শিক্ষিকারা 3600 টাকা গ্রেড-পে উপভোগ করবেন । একই প্রশ্ন ঘুরিয়ে করা হয় । বলা হয়, প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক ও অপ্রশিক্ষিত প্রাইমারি শিক্ষক-শিক্ষিকা যাঁরা 18 বছর সার্ভিস সম্পূর্ণ করে 2600 টাকা গ্রেড-পে উপভোগ করেন তাঁদের গ্রেড-পে বৃদ্ধি হবে কি না । এই প্রশ্নের উত্তরেও স্কুল শিক্ষা দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাঁদের 3600 টাকা গ্রেড-পে দেওয়া হবে । প্রাথমিকের প্রধান শিক্ষক-শিক্ষিকারা যাঁদের সার্ভিসের 18 বছর হয়নি তাঁরাও বর্ধিত গ্রেড-পের সঙ্গে প্রধান শিক্ষকের অতিরিক্ত সুবিধা উপভোগ করবেন । বলা হয়েছে, ওই প্রাথমিক শিক্ষকরা যদি প্রশিক্ষিত হন তাহলে তাঁরা 3600 টাকা গ্রেড-পে এবং 200 টাকা বিশেষ ভাতা পাবেন আগের মতোই । অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে 2300 টাকা থেকে বেড়ে 2900 টাকা হবে তা আবারও স্পষ্ট করে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর ।

তবে, প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক, অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক বা প্রাথমিকের প্রধান শিক্ষক যাঁরা 18 বছর সার্ভিস সম্পূর্ণ করার পর সিনিয়রিটির সুযোগ-সুবিধা ভোগ করছেন তাঁরা বর্ধিত বেতন বৃদ্ধির পরেও সেই সুযোগ-সুবিধা পাবেন কি না তা নিয়ে স্পষ্ট করে কোনও উত্তর দেয়নি স্কুল শিক্ষা দপ্তর । প্রাথমিক শিক্ষক যাঁরা 18 বছর সার্ভিস সম্পূর্ণ করার পর 2600+300 অর্থাৎ 2900 টাকা গ্রেড-পে পান তাঁদের নতুন গ্রেড-পে কি 3600+300 অর্থাৎ 3900 হবে? একই প্রশ্ন করা হয় প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও । 18 বছর সার্ভিস সম্পূর্ণ করা প্রধান শিক্ষকদের গ্রেড-পে ছিল 2600+300+200 অর্থাৎ 3100 টাকা । তাঁদের গ্রেড-পে কি বেড়ে 3600+300+200 অর্থাৎ 4100 টাকা হবে? দুটি প্রশ্নই বর্তমানে অপ্রাসঙ্গিক বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর । আর এখানেই মাথাচাড়া দিয়েছে আশঙ্কা, সিনিয়রিটির সুযোগ-সুবিধা হারাতে পারেন তাঁরা ।

এই আশঙ্কা যে পুরোপুরি ভিত্তিহীন নয়, এমনই জানাচ্ছেন স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক । তিনি সিনিয়রিটির সুযোগ-সুবিধা অর্থাৎ CAS বেনিফিট নিয়ে বলেন, "1990 থেকেই আছে এটা । 2009-এর ROPA-য় এটা 10 বছর ও 18 বছর করা হয় । 18 বছর সম্পূর্ণ হলে CAS (কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম) বেনিফিট দেওয়া হয় । 18 বছর হলে নেক্সট পে-স্কেল দেওয়া হয় । এটা এই নির্দেশের মধ্যেই আসছে না । তাই ওই প্রশ্নগুলোকে অপ্রাসঙ্গিক বলা হয়েছে । কিন্তু, যাঁদের আগেই 18 বছর সম্পূর্ণ হয়ে CAS বেনিফিটটা পেতেন তাঁরা আর পাবেন না । তাঁরা 3600 টাকাই পাবেন । সিনিয়ররা লুজার হচ্ছে । এটা সব সময়ই হয় । নতুনরা 18 বছর বাদে গিয়ে এই সুবিধা পাবেন । নতুনরা লাভবান, পুরোনোরা লাভবান নন, এটা ঠিক । অর্থাৎ গত বছর পর্যন্ত যদি কারও 18 বছর সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে, তিনি বর্তমান সময়ে যদি 2900 টাকা পেয়ে থাকেন, বেতন বৃদ্ধির পর তাঁর গ্রেড-পে 3600 টাকাই হবে । এই অর্ডারের পরে যাঁদের 18 বছর সম্পূর্ণ হবে সে আবার 3900 টাকা পেয়ে যাবে । কিন্তু, আগে যাঁদের 18 বছর সম্পূর্ণ হয়েছে তাঁরা পাবেন না ।"

Intro:কলকাতা, ১৩ সেপ্টেম্বর: বর্ধিত বেতন ক্রম লাঘু হওয়ার পরে সিনিয়রিটির সুযোগ-সুবিধা হারাতে পারেন প্রাথমিক শিক্ষকরা। এমনই আশঙ্কা মাথাচাড়া দিয়েছে বেতন ক্রম বৃদ্ধির পরে পে-ফিক্সেশন নিয়ে একাধিক প্রশ্নে স্কুল শিক্ষা দপ্তরের উত্তরে। যাতে দেখা যাচ্ছে, প্রধান শিক্ষক বা শিক্ষক যাঁরা ১৮ বছর সার্ভিস সম্পূর্ণ করে ফেলেছেন তাঁরা তাদের সিনিয়রিটির জন্য যে সুযোগ-সুবিধা ভোগ করতেন, তাঁরা গ্রেড-পে বৃদ্ধি পরও সেই সুযোগ-সুবিধা পাবেন কিনা সেই সম্পর্কে প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর দেয়নি স্কুল শিক্ষা দপ্তর। উল্টে এই প্রশ্ন বর্তমান সময়ে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করা রয়েছে। আর এখান থেকেই প্রাথমিক শিক্ষকদের আশঙ্কা, সিনিয়রিটি সুযোগ-সুবিধা হারাতে পারেন তাঁরা।
Body:বেতন বৃদ্ধির জন্য প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও অনশনের পর গত ২৬ জুলাই বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বের করা হয়েছিল সরকারি নির্দেশিকাও। সেই অনুযায়ী প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে ২৬০০ থেকে বেড়ে হয়েছিল ৩৬০০ টাকা। আর অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে ২৩০০ থেকে বেড়ে হয়েছিল ২৯০০ টাকা। কিন্তু শুধু গ্রেড পে বৃদ্ধি বাদ দিয়ে প্রাথমিক শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে কোন কিছু স্পষ্ট করে বলা ছিল না ওই নির্দেশিকায়। স্বাভাবিকভাবেই বেতন বাড়ার পরে পে-ফিক্সেশন কী হবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। যার কোনও উত্তর এতদিন পাওয়া যায়নি। অবশেষে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির পরে পে-ফিক্সেশন নিয়ে জেলা থেকে আসা একাধিক প্রশ্নের উত্তর দিল স্কুল শিক্ষা দপ্তর।

বর্ধিত বেতন কর্মের পর প্রাথমিক শিক্ষকদের পে-ফিক্সেশন নিয়ে জেলা থেকে একাধিক প্রশ্নের উত্তর স্কুল শিক্ষা যা দিয়েছে তা অনুযায়ী, গ্রেড পে বাড়িয়ে ২৬০০ থেকে ৩৬০০ টাকা ও ২৩০০ থেকে ২৯০০ টাকা করা হলে ROPA-২০০৯ অনুযায়ী ন্যূনতম ব্যান্ড-পেও বাড়াতে হবে। সরকারি নির্দেশে এই বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করা নেই। এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, ROPA-২০০৯ অনুযায়ী প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের ইনিশিয়াল ব্যান্ড-পে ৬২৪০ থেকে বেড়ে হবে ৭৪৪০ টাকা এবং অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের ইনিশিয়াল ব্যান্ড-পে ৫৮৬০ থেকে বেড়ে হবে ৬৭০০ টাকা। পুরনো শিক্ষকদের তুলনায় নতুন শিক্ষকদের বেসিক-পে বেশি হলে সেক্ষেত্রে ১৯৯৪ সালের ২৭ জানুয়ারির অর্থ দপ্তরের মেমো অনুযায়ী ইন্ডিভিজুয়াল কেস পে-প্রোটেকশনের জন্য বিবেচনা করা হবে। যে সকল প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে ২১০০ টাকা তাঁদের গ্রেড-পে বৃদ্ধির বিষয়ে সরকারি নির্দেশিকায় কিছু বলা নেই। সেই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে প্রশ্নটিই অপ্রাসঙ্গিক। কারণ, গ্রেড-পে বৃদ্ধি নিয়ে ২০১৯ সালের ২৭ জুলাই সরকারি নির্দেশিকায় ২১০০ টাকা গ্রেড-পে বৃদ্ধি নিয়ে কিছু বলা নেই।

কিছু অপ্রশিক্ষিত শিক্ষক যাঁদের কাজে যোগদান করার সময় গ্রেড-পে ২৩০০ ছিল। ১৮ বছর সার্ভিস সম্পূর্ণ করার পরে তাঁদের গ্রেড-পে বেড়ে হয় ২৬০০। পরে তাঁরা প্রশিক্ষণ নিলেও তাঁদের গ্রেড-পেতে কোনও সংযুক্তি হয়নি। এই পরিস্থিতিতে যদি তাঁদের গ্রেড-পে বাড়িয়ে ৩৬০০ টাকা করা তাহলে সেক্ষেত্রে তাঁদের ১৮ বছরের সুযোগ-সুবিধা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নের উত্তরে স্কুল শিক্ষা দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, ওই ধরনের শিক্ষক-শিক্ষিকারা ৩৬০০ টাকা গ্রেড-পে উপভোগ করবেন। একই প্রশ্ন ঘুরিয়ে করা হয়। বলা হয়, প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক ও অপ্রশিক্ষিত প্রাইমারি শিক্ষক-শিক্ষিকা যাঁরা ১৮ বছর সার্ভিস সম্পূর্ণ করে ২৬০০ টাকা গ্রেড-পে উপভোগ করেন তাদের গ্রেড-পে বৃদ্ধি হবে কিনা। এই প্রশ্নের উত্তরেও স্কুল শিক্ষা দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাঁদের ৩৬০০ টাকা গ্রেড-পে দেওয়া হবে। প্রাথমিকের প্রধান শিক্ষক-শিক্ষিকারা যাদের সার্ভিসের ১৮ বছর হয়নি তাঁরাও বর্ধিত গ্রেড-পের সঙ্গে প্রধান শিক্ষকের অতিরিক্ত সুবিধা উপভোগ করবেন। বলা হয়েছে, ওই প্রাথমিক শিক্ষকরা যদি প্রশিক্ষিত হন তাহলে তাঁরা ৩৬০০ টাকা গ্রেড-পে এবং ২০০ টাকা স্পেশাল অ্যালাওয়েন্স পাবেন আগের মতোই। অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে ২৩০০ টাকা থেকে বেড়ে ২৯০০ টাকা হবে তা আবারও স্পষ্ট করে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।

তবে, প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক, অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষক বা প্রাথমিকের প্রধান শিক্ষক যারা ১৮ বছর সার্ভিস সম্পূর্ণ করার পর সিনিয়রিটির সুযোগ-সুবিধা ভোগ করছেন তাঁরা বর্ধিত বেতন বৃদ্ধির পরেও সেই সুযোগ-সুবিধা পাবেন কিনা তা নিয়ে স্পষ্ট করে কোনও উত্তর দেয়নি স্কুল শিক্ষা দপ্তর। প্রাথমিক শিক্ষক যারা ১৮ বছর সার্ভিস সম্পূর্ণ করার পর ২৬০০+৩০০ অর্থাৎ ২৯০০ টাকা গ্রেড-পে পান তাঁদের নতুন গ্রেড-পে কি ৩৬০০+৩০০ অর্থাৎ ৩৯০০ হবে? একই প্রশ্ন করা হয় প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও। ১৮ বছর সার্ভিস সম্পূর্ণ করা প্রধান শিক্ষকদের গ্রেড-পে সে ছিল ২৬০০+৩০০+২০০ অর্থাৎ ৩১০০ টাকা। তাঁদের গ্রেড-পে কি বেড়ে ৩৬০০+৩০০+২০০ অর্থাৎ ৪১০০ টাকা হবে? দুটি প্রশ্নই বর্তমানে অপ্রাসঙ্গিক বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। আর এখানেই মাথাচাড়া দিয়েছে আশঙ্কা যে, সিনিয়রিটির সুযোগ-সুবিধা হারাতে পারেন তাঁরা।

Conclusion:এই আশঙ্কা পুরোপুরি ভিত্তিহীন নয় বলেই জানাচ্ছেন স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক। তিনি সিনিয়রিটির সুযোগ-সুবিধা অর্থাৎ CAS বেনিফিট নিয়ে বলেন, "১৯৯০ থেকেই আছে এটা। ২০০৯-এর ROPA-য় এটা ১০ বছর ও ১৮ বছর করা হয়। ১৮ বছর সম্পূর্ণ হলে CAS (কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম) বেনিফিট দেওয়া হয়। ১৮ বছর হলে নেক্সট পে-স্কেল দেওয়া হয়। এটা এই নির্দেশের মধ্যেই আসছে না। তাই ওই প্রশ্নগুলোকে অপ্রাসঙ্গিক বলা হয়েছে। কিন্তু, যাদের আগেই ১৮ বছর সম্পূর্ণ হয়ে CAS বেনিফিটটা পেতেন তাঁরা আর পাবেন না। তাঁরা ৩৬০০ টাকাই পাবেন। সিনিয়ররা লুজার হচ্ছে। এটা সবসময়ই হয়। নতুন যারা তাঁরা ১৮ বছর বাদে গিয়ে এই সুবিধা পাবে। লজিক্যালি দেখলে, নতুনরা লাভবান, পুরোনোরা লাভবান নয়, এটা ঠিক। অর্থাৎ গত বছর পর্যন্ত যদি কারো ১৮ বছর সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে, তিনি বর্তমান সময়ে যদি ২৯০০ টাকা পেয়ে থাকেন, বেতন বৃদ্ধির পর তার গ্রেড-পে ৩৬০০ টাকাই হবে। এই অর্ডার বেরোনোর পরে যাদের ১৮ বছর সম্পূর্ণ হবে সে আবার ৩৯০০ টাকা পেয়ে যাবে। কিন্তু, এই অর্ডার বেড়ানোর আগে যাদের ১৮ বছর সম্পূর্ণ হয়েছে তাঁরা কিন্তু পাবে না। এক কথায় বলতে গেলে, সিনিয়রিটির যে ভ্যালু সেটা এক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে।"

Last Updated : Sep 14, 2019, 7:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.