ETV Bharat / city

প্রকাশিত হল পৌর নির্বাচনের আসন সংরক্ষণের তালিকা

পৌরভোটের আসন সংরক্ষণের প্রাথমিক তালিকা প্রকাশ পেয়েছে ৷ সংরক্ষণের ফলে নিজেদের বর্তমান ওয়ার্ড থেকে বাদ পড়েছে একাধিক মেয়র পারিষদের নাম ৷

Kolkata Municipal Corporation
ফিরহাদ হাকিম
author img

By

Published : Jan 17, 2020, 11:55 PM IST

Updated : Jan 18, 2020, 11:51 PM IST

কলকাতা, 17 জানুয়ারি : পৌর নির্বাচনের আসন সংরক্ষণের প্রাথমিক তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে । নিয়ম অনুযায়ী, নামের প্রাথমিক তালিকা নিয়ে আগামী দশ দিনের মধ্যে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে । 10 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে । প্রাথমিক তালিকাতে তৃণমূল পরিচালিত কয়েকজন মেয়র পারিষদের বোর্ড রয়েছে সংরক্ষণের তালিকায় । এই তালিকা অনুযায়ী স্বপন সমাদ্দারের 5 নম্বর ওয়ার্ড, বৈশ্বানর চট্টোপাধ্যায়ের 90 নম্বর ওয়ার্ড, রতন দের 93 নম্বর ওয়ার্ড, সন্দীপন সাহার 53 নম্বর ওয়ার্ড ও দেবব্রত মজুমদারের 96 নম্বর ওয়ার্ড সংরক্ষণের আওতায় পড়েছে । পাশাপাশি ইন্দ্রজিৎ ভট্টাচার্যের 16 নম্বর বোরো ও সুশান্ত ঘোষের 12 নম্বর বোরো সংরক্ষণের আওতায় রয়েছেন ।

বিষয়টি নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলে তিনি বলেন, "দল ঠিক করবে কে কোথায় দাঁড়াবে । এই তালিকা দল ঠিক করেনি, ঠিক করেছে প্রশাসন । আমরা দল সামলাতে এসেছি, যেখানে বলবে দাঁড়াতে আমরা সেখানে গিয়ে দাঁড়াবো । দল চেয়েছে আমি মেয়র পদে বসেছি ,আগামী দিন যদি দল চায় আমি তৃণমূল ভবনে বসব । দলের লোক, রাজনীতি করতে এসেছি, কাউন্সিলর অথবা সাংসদ হতে আসিনি । আমরা BJP নয় যে আসন নিয়ে মারপিট করব ।"

পৌরভোটের আসন সংরক্ষণের প্রাথমিক তালিকা প্রকাশ

মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানিয়েছেন, "দল যা সিদ্ধান্ত নেবে, তাই হাসিমুখে মেনে নেব । দলের হয়ে কাজ করতে এসেছি, দল যেখানে দায়িত্ব দেবে সেই দায়িত্বই সামলাব ৷ মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, "দলের সিদ্ধান্ত সবার উপরে । তবে খারাপ লাগছে তার কারণ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করতে করতে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে । ফোনেও অনেকে খারাপ লাগার কথা জানিয়েছেন।" 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা কলকাতা পৌরনিগমের বর্তমান IT উপদেষ্টা । তিনিও একই কথাই জানিয়েছেন ।

কলকাতা, 17 জানুয়ারি : পৌর নির্বাচনের আসন সংরক্ষণের প্রাথমিক তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে । নিয়ম অনুযায়ী, নামের প্রাথমিক তালিকা নিয়ে আগামী দশ দিনের মধ্যে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে । 10 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে । প্রাথমিক তালিকাতে তৃণমূল পরিচালিত কয়েকজন মেয়র পারিষদের বোর্ড রয়েছে সংরক্ষণের তালিকায় । এই তালিকা অনুযায়ী স্বপন সমাদ্দারের 5 নম্বর ওয়ার্ড, বৈশ্বানর চট্টোপাধ্যায়ের 90 নম্বর ওয়ার্ড, রতন দের 93 নম্বর ওয়ার্ড, সন্দীপন সাহার 53 নম্বর ওয়ার্ড ও দেবব্রত মজুমদারের 96 নম্বর ওয়ার্ড সংরক্ষণের আওতায় পড়েছে । পাশাপাশি ইন্দ্রজিৎ ভট্টাচার্যের 16 নম্বর বোরো ও সুশান্ত ঘোষের 12 নম্বর বোরো সংরক্ষণের আওতায় রয়েছেন ।

বিষয়টি নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলে তিনি বলেন, "দল ঠিক করবে কে কোথায় দাঁড়াবে । এই তালিকা দল ঠিক করেনি, ঠিক করেছে প্রশাসন । আমরা দল সামলাতে এসেছি, যেখানে বলবে দাঁড়াতে আমরা সেখানে গিয়ে দাঁড়াবো । দল চেয়েছে আমি মেয়র পদে বসেছি ,আগামী দিন যদি দল চায় আমি তৃণমূল ভবনে বসব । দলের লোক, রাজনীতি করতে এসেছি, কাউন্সিলর অথবা সাংসদ হতে আসিনি । আমরা BJP নয় যে আসন নিয়ে মারপিট করব ।"

পৌরভোটের আসন সংরক্ষণের প্রাথমিক তালিকা প্রকাশ

মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানিয়েছেন, "দল যা সিদ্ধান্ত নেবে, তাই হাসিমুখে মেনে নেব । দলের হয়ে কাজ করতে এসেছি, দল যেখানে দায়িত্ব দেবে সেই দায়িত্বই সামলাব ৷ মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, "দলের সিদ্ধান্ত সবার উপরে । তবে খারাপ লাগছে তার কারণ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করতে করতে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে । ফোনেও অনেকে খারাপ লাগার কথা জানিয়েছেন।" 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা কলকাতা পৌরনিগমের বর্তমান IT উপদেষ্টা । তিনিও একই কথাই জানিয়েছেন ।

Intro:পুরনির্বাচনের আসন সংরক্ষণের প্রাথমিক তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নিয়ম অনুযায়ী নামের প্রাথমিক তালিকা নিয়ে আগামী দশ দিনের মধ্যে অভাব-অভিযোগ জানাবার সুযোগ রয়েছে। 10 ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবার পরে অর্থাৎ 10 সপ্তাহ নির্বাচন হতে পারে নির্বাচন কমিশনের নিয়ম মেনে। এই তালিকাতে কয়েকজন বর্তমান তৃণমূল পরিচালিত এই বোর্ডের মেয়র পারিষদ সংরক্ষণের তালিকায় রয়েছেন। এই তালিকা অনুযায়ী স্বপন সমাদ্দার 58 ওয়ার্ড, বৈশ্বানর চট্টোপাধ্যায় 90 নম্বর ওয়ার্ড, রতন দে 93 নম্বর ওয়ার্ড সন্দীপন সাহা 53 নম্বর ওয়ার্ড ও দেবব্রত মজুমদার নম্বর 96 নম্বর ওয়ার্ড সংরক্ষণের আওতায় পড়েছে। বোরো চেয়ারম্যান ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য 16 নম্বর বোরো, সুশান্ত ঘোষ 12 বোরো সংরক্ষণের আওতায় রয়েছেন।


Body:এই বিষয়টি মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন দল ঠিক করবে কে কোথায় দাঁড়াবে। এই তালিকা দল ঠিক করেনি ঠিক করেছে প্রশাসন। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন আমরা দল সামলাতে এসেছি যেখানে বলবে দাঁড়াতে আমরা সেখানে গিয়ে দাঁড়াবো। দল চেয়েছে আমি মেয়র পদে বসেছি ,আগামী দিন যদি দল চায় আমি তৃণমূল ভবনে বসবো। দলের লোক রাজনীতি করতে এসেছি কাউন্সিলার অথবা সাংসদ হতে আসিনি। আমরা বিজেপি নয় যে আসন নিয়ে মারপিট করব। মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানিয়েছেন দল যা সিদ্ধান্ত নেবেন তাই হাসিমুখে মেনে নেবেন। দলের হয়ে কাজ করতে এসেছি দল যেখানে দায়িত্ব দেবে সেই দায়িত্বই সামলাবো প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন। মেয়াদ পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন দলের সিদ্ধান্ত সবার উপরে। তবে খারাপ লাগছে তার কারণ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করতে করতে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে। ফোনেও অনেকে খারাপ লাগার কথা জানিয়েছে। তবে দলের সিদ্ধান্তকে থেকে বেশি গুরুত্ব বলে জানিয়েছেন স্বপন সমাদ্দার।


Conclusion:53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা কলকাতা পৌরনিগমের বর্তমান আই টি উপদেষ্টা। তিনি জানিয়েছেন দলের ওপর বিশ্বাস আছে আস্থা আছে। তাই দলের সিদ্ধান্তকে মেনে নেব । দরজা দায়িত্ব দেবে সেই দায়িত্বই পালন করব প্রতিক্রিয়ায় জানিয়েছেন সন্দীপন সাহা।
Last Updated : Jan 18, 2020, 11:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.