কলকাতা, 17 জানুয়ারি : পৌর নির্বাচনের আসন সংরক্ষণের প্রাথমিক তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে । নিয়ম অনুযায়ী, নামের প্রাথমিক তালিকা নিয়ে আগামী দশ দিনের মধ্যে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে । 10 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে । প্রাথমিক তালিকাতে তৃণমূল পরিচালিত কয়েকজন মেয়র পারিষদের বোর্ড রয়েছে সংরক্ষণের তালিকায় । এই তালিকা অনুযায়ী স্বপন সমাদ্দারের 5 নম্বর ওয়ার্ড, বৈশ্বানর চট্টোপাধ্যায়ের 90 নম্বর ওয়ার্ড, রতন দের 93 নম্বর ওয়ার্ড, সন্দীপন সাহার 53 নম্বর ওয়ার্ড ও দেবব্রত মজুমদারের 96 নম্বর ওয়ার্ড সংরক্ষণের আওতায় পড়েছে । পাশাপাশি ইন্দ্রজিৎ ভট্টাচার্যের 16 নম্বর বোরো ও সুশান্ত ঘোষের 12 নম্বর বোরো সংরক্ষণের আওতায় রয়েছেন ।
বিষয়টি নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলে তিনি বলেন, "দল ঠিক করবে কে কোথায় দাঁড়াবে । এই তালিকা দল ঠিক করেনি, ঠিক করেছে প্রশাসন । আমরা দল সামলাতে এসেছি, যেখানে বলবে দাঁড়াতে আমরা সেখানে গিয়ে দাঁড়াবো । দল চেয়েছে আমি মেয়র পদে বসেছি ,আগামী দিন যদি দল চায় আমি তৃণমূল ভবনে বসব । দলের লোক, রাজনীতি করতে এসেছি, কাউন্সিলর অথবা সাংসদ হতে আসিনি । আমরা BJP নয় যে আসন নিয়ে মারপিট করব ।"
মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানিয়েছেন, "দল যা সিদ্ধান্ত নেবে, তাই হাসিমুখে মেনে নেব । দলের হয়ে কাজ করতে এসেছি, দল যেখানে দায়িত্ব দেবে সেই দায়িত্বই সামলাব ৷ মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, "দলের সিদ্ধান্ত সবার উপরে । তবে খারাপ লাগছে তার কারণ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করতে করতে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে । ফোনেও অনেকে খারাপ লাগার কথা জানিয়েছেন।" 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা কলকাতা পৌরনিগমের বর্তমান IT উপদেষ্টা । তিনিও একই কথাই জানিয়েছেন ।