কলকাতা, 26 অগস্ট: শিক্ষা দুর্নীতি কাণ্ডে প্রদীপ সিং নামে এক ব্যবসায়ীকে ইতিমধ্যেই আটক করেছে সিবিআই (SSC Recruitment Scam)৷ ‘মিডিল ম্যান’ হিসেবে কাজ করার অভিযোগ তাঁর বিরুদ্ধে । গতকাল প্রদীপ সিংয়ের নিউটনের অফিসে ঘণ্টাখানেক ধরে তল্লাশি চালায় সিবিআই এবং সেখান থেকে উদ্ধার হয় একাধিক নথিপত্র ৷ যেগুলি নিয়োগ দুর্নীতি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অভিযোগ, নিউটাউনে এই তথ্য প্রযুক্তি অফিসে স্কুল শিক্ষা দুর্নীতি কাণ্ডের একাধিক জাল মার্কশীট, ডিজিটাল সই এবং নথিপত্র জাল করার কাজ চলছিল । এই সমস্ত তথ্য জানতেই প্রদীপ সিং-কে জেরা করা অত্যন্ত প্রয়োজন বলেই মনে করেছে সিবিআই । মূলত, এসএসসি দুর্নীতি কাণ্ডে অশোক সাহা এবং এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে এই সংক্রান্ত তথ্য পেয়েছেন সিবিআই ৷ দুর্নীতি কাণ্ডে প্রদীপ সিং-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি তদন্তকারী আধিকারিকদের । সম্প্রতি এসএসসির-প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সার্ভে পার্কের বাড়িতে তল্লাশি চালিয়েও বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছিল সিবিআই ৷ সেই নথিপত্রে একাধিক জায়গায় প্রদীপ সিং-এর নাম উল্লেখ করা আছে ৷
আরও পড়ুন: এসএসসি’র দুই প্রাক্তন উপদেষ্টাকে গ্রেফতার করল সিবিআই
বর্তমানে প্রদীপ সিং সিবিআই হেফাজতে রয়েছে । তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিবিআইয়ের গোয়েন্দাদের অনুমান, প্রদীপ সিংয়ের একটি আইটির ব্যবসা ছিল। এই ব্যবসাকে শিক্ষক দুর্নীতি কাণ্ডে কাজে লাগিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা।