ETV Bharat / city

রাজ্যের একাধিক জেলায় বজ্রপাতের সম্ভাবনা - lightening

পুরুলিয়া, বীরভূম মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা ।

kolkata
বিহারের ঘটনার প্রেক্ষিত টেনে উত্তরবঙ্গকে সর্তকবানী আবহাওয়া দপ্তেরর
author img

By

Published : Jun 26, 2020, 11:56 AM IST

Updated : Jun 26, 2020, 1:30 PM IST

কলকাতা, 26 জুন : আগামী 2-3 ঘণ্টার মধ্যে পুরুলিয়া, বীরভূম, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ঝড়-বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে ৷ বিহারে বজ্রপাতে 93 জনের মৃত্যু হয়েছে । সেই সূত্র ধরেই এই জেলাগুলিকে সর্তক থাকতে বলা হচ্ছে ৷

ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল ওড়িশায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ । নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে রাজ্যে । ফলে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে ৷ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা । সেই সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনাও প্রবল । রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গের জেলাগুলিতে 200 মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, গতকাল বাজ পড়ে বিহারে 83 জনের মৃত্যু হয় । আর আজ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 93 ৷ তাদের মধ্যে বেশিরভাগই বিহারের গোপালগঞ্জের বাসিন্দা ।

কলকাতা, 26 জুন : আগামী 2-3 ঘণ্টার মধ্যে পুরুলিয়া, বীরভূম, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ঝড়-বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে ৷ বিহারে বজ্রপাতে 93 জনের মৃত্যু হয়েছে । সেই সূত্র ধরেই এই জেলাগুলিকে সর্তক থাকতে বলা হচ্ছে ৷

ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল ওড়িশায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ । নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে রাজ্যে । ফলে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে ৷ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা । সেই সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনাও প্রবল । রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গের জেলাগুলিতে 200 মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, গতকাল বাজ পড়ে বিহারে 83 জনের মৃত্যু হয় । আর আজ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 93 ৷ তাদের মধ্যে বেশিরভাগই বিহারের গোপালগঞ্জের বাসিন্দা ।

Last Updated : Jun 26, 2020, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.