কলকাতা, 9 মে: সোমবার রবীন্দ্রনাথের 161তম জন্মজয়ন্তী । রাজ্য তথা দেশজুড়ে এই দিনটিকে পালন করা হচ্ছে । এই বিশেষ দিনে রাজনৈতিক দ্বৈরথের বিষয় হয়ে দাঁড়িয়েছে রবীন্দ্রনাথের নোবেল চুরি (Tagore's Nobel Prize theft)। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই বিষয় নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে কাঠগড়ায় তুলেছে ৷ অপরদিকে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আবার এই ঘটনার জন্য সরাসরি তৃণমুলকেই দায়ী করেছে (Political war of words between TMC BJP)।
তথ্য বলছে, 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর । এরপর 2004 সালের 25 মার্চ বিশ্বভারতীর সংগ্রহশালা থেকে চুরি হয়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারটি । তার ঠিক ছয় দিন পর সিবিআই এই চুরির তদন্তভার গ্রহণ করে । এরপর একাধিকবার কখনও সেই তদন্ত প্রক্রিয়ার গতি স্লথ হয়েছে, আবার কখনও আদালতের নির্দেশে তদন্ত এগিয়েছে । কিন্তু এতে কাজের কাজ কিছু হয়নি । এই অবস্থায় রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারের তরফ থেকে দাবি জানানো হয়েছিল, যদি এ বিষয়ে সিবিআই তাদের অপারগতার কথা স্বীকার করে, তবে পুলিশ তদন্তভার নিতে রাজি আছে । এই বিষয়টিকে সামনে রেখে সিবিআইকে আক্রমণ করতেও ছাড়েনি রাজ্যের শাসক দল । যে কোনও সময় সিবিআইয়ের ব্যর্থতার কথা বলতে গিয়ে রাজ্যের নেতারা তুলে আনেন কিভাবে এই কেন্দ্রীয় সংস্থা রবীন্দ্রনাথের নোবেল উদ্ধার করতে ব্যর্থ হয়েছে ।
সোমবার এই নোবেল বিতর্ক আরও একধাপ এগিয়ে দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা । এ দিন তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলায় লেখা হয়েছে, নোবেল কোথায় ? রাজ্য সরকার প্রতি পদে পদে যে রকম ভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একের পর এক তদন্তে অসহযোগিতা করে এসেছে, বাধা সৃষ্টি করেছে, ঠিক তেমনই নোবেল চুরির তদন্তের ক্ষেত্রেও একই ভূমিকা নিয়েছে । আসলে তৃণমূল কংগ্রেসই এই নোবেল চুরির সঙ্গে জড়িত । মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে দিক নোবেল । সমস্ত চুরির সঙ্গে তৃণমূল কর্মীরাই জড়িত ।
এর পাল্টা জবাব আসতে অবশ্য দেরি হয়নি । এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "রাহুল সিনহা একজন ভ্রাম্যমাণ পরাজিত । বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ভোটে দাঁড়িয়েছেন আর পরাজিত হয়েছেন । তাঁর এই ধরনের ছেলেমানুষি কথাবার্তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে বা একটি শব্দও খরচ করা উচিত বলে মনে করি না ।" তার আরও বক্তব্য,অকারণ মিথ্যাচার করছে বিজেপি । তৃণমূল কংগ্রেস যদি কোনওরকম অসহযোগিতা করত, তবে সিবিআই তাদের দায়ের করা পিটিশনে তা উল্লেখ করতে পারত । যেহেতু সেখানে এ ধরনের কোনও বক্তব্য নেই, তাই রাহুল সিনহার দাবি ভিত্তিহীন ।
রবীন্দ্রনাথ বাঙালির প্রাণের কবি । বাঙালি জীবনের এমন কোনও অংশ নেই যেখানে রবীন্দ্রনাথের গান বা সাহিত্য পৌঁছয়নি ৷ খুব স্বাভাবিক ভাবেই তাঁর মৃত্যুর এত বছর পর রাজনীতির অলিন্দেও শুধু রবীন্দ্রনাথ নামটাই যথেষ্ট প্রাসঙ্গিক । আর এই প্রাসঙ্গিকতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক বাকযুদ্ধ অতীতেও হয়েছে, আগামীতেও দেখা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।
এ দিকে আরেক তৃণমূল বিধায়কের মন্তব্য এ সবের মধ্যেই নোবেল চুরির বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে । ভাতারের বিধায়ক মনগোবিন্দ অধিকারী এ দিন দাবি করেছেন, রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল । তাই বাংলার ছেলেরা সেটা চুরি করে নিয়েছে । বিজেপি এত সিবিআই সিবিআই করে লাফায় । কিন্তু সেই সিবিআই তো নোবেলটা খুঁজে বার করতে পারেনি । এ বার বাংলার পুলিশকে সেই নোবেল খোঁজার কাজে লাগানো হচ্ছে । মোটের উপর এ সব নিয়েই দিনভর চলছে আলোচনা । চড়ছে রাজনীতির পারদ ।