কলকাতা, 28 নভেম্বর : এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনও হননি দুঁদে গোয়েন্দারা । গেছিলেন মাদক কারবারির বাড়িতে অভিযান চালাতে । বহুতলের চারতলার জানালা দিয়ে বেরোতে দেখেন ধোঁয়া । চারপাশ গাঁজার গন্ধে ম ম করছে । বুঝতে পারেন প্রমাণ লোপাটের চেষ্টা চলছে । কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিক সেলের দলটি দ্রুত পায়ে উঠে যায় চারতলায় । সেখানে আর এক বিপত্তি । পুলিশ আটকাতে কুকুর লেলিয়ে দেয় মাদক কারবারির পরিবার । কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি । উদ্ধার করা হয়েছে প্রচুর চরস এবং গাঁজা ।
গতসন্ধ্যায় বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কলকাতা পুলিশের নারকোটিক সেল । খবর ছিল শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকায় চলছে চরসের কারবার । চালাচ্ছে কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়দেব দাস । বয়স 31 । গোয়েন্দারা এক নম্বর বেলেঘাটা রোডে দত্ত নার্সারির সামনে থেকে গ্রেপ্তার করে জয়দেবকে । তার কাছে উদ্ধার হয় এক কেজি একশো গ্রাম চরস । যার বাজারদর লক্ষাধিক টাকা । এরপর জয়দেবকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ ।
ট্যাংরার ৪/১ মথুরবাবু লেনে তার ফ্ল্যাট দেখে চোখ কপালে ওঠে গোয়েন্দাদের। বৈশাখি সিনেমার কাছে রীতিমতো অভিজাত বহুতল । সেখানে চারতলা জানালা দিয়ে গোল গোল করে তখন বেরোচ্ছে ধোঁয়া । চারপাশে গাঁজার গন্ধ । ভিড় জমে গেছে ওই বহুতলের সামনে । গোয়েন্দাদের বুঝতে অসুবিধে হয়নি জয়দেবের সাগরেদরা খবর পাঠিয়ে দিয়েছে বাড়িতে । জয়দেবকে সঙ্গে নিয়ে তাঁরা দ্রুত পায়ে উঠে যান চারতলায় । দরজা খুলতেই কলাপসিবল গেটের ফাঁক দিয়ে গোয়েন্দাদের দিকে ঝাঁপিয়ে পড়ে দুটি কুকুর । একটি ডোভারম্যান, অন্যটি রটউইলার । গোয়েন্দারা বুঝতে পারেন রীতিমতো মাথা খাটিয়ে এই কাজ করা হয়েছে । একদিকে চলছে প্রমাণ লোপাট ৷ তার জন্য আরও সময় পেতে লেলিয়ে দেওয়া হচ্ছে কুকুর । এবার বাঘা তেঁতুলের কাজ করে গোয়েন্দা দল । তলব করা হয় কলকাতা পুলিশের ডগ স্কয়্যাডের হ্যান্ডেলারদের । তাঁরা দ্রুত এসে কাবু করে ফেলেন দুই কুকুরকে । কিন্তু তার আগে কুকুর কামড়ে দেয় ডগ স্কয়্যাডের অমিত মণ্ডলকে । কার্যত রক্তারক্তি অবস্থা হয় । পরে জয়দেবের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২১ কেজি ৮০০ গ্রাম গাঁজা । পুলিশ জয়দেবের স্ত্রী এবং পরিবারের অন্যদের বিরুদ্ধে মামলা রুজু করেছে ট্যাংরা থানায় ।