ETV Bharat / city

COVID 19 : 'পালিয়ে যাওয়া' মক্কা ফেরত প্রৌঢ়াকে হাসপাতালে নিয়ে এল পুলিশ - বেলেঘাটা ID

কলকাতায় ফেরার পর অসুস্থ বোধ করেন তিনি । তাঁকে ভর্তি করা হয় পার্ক সার্কাসের একটি বেসরকারি নার্সিংহোমে । সেখান থেকে রবিবার তাঁকে পাঠিয়ে দেওয়া হয় ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে । কিন্তু, হাসপাতাল থেকে চলে যায় রোগী ।

Beleghata ID
বেলেঘাটা ID
author img

By

Published : Mar 16, 2020, 3:52 AM IST

কলকাতা, 16 মার্চ : মক্কা গিয়েছিলেন পার্ক সার্কাসের বাসিন্দা বছর বাষট্টির প্রৌঢ়া । কলকাতায় ফেরার পর অসুস্থ বোধ করেন তিনি । তাঁকে ভরতি করা হয় পার্ক সার্কাসের একটি বেসরকারি নার্সিংহোমে । সেখান থেকে রবিবার তাঁকে পাঠিয়ে দেওয়া হয় ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে । কিন্তু, হাসপাতাল থেকে জোর করে প্রৌঢ়াকে তাঁর পরিজনরা নিয়ে যান বলে জানা গিয়েছে । রোগীর এ'ভাবে চলে যাওয়ায় স্বাস্থ্য দপ্তরের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয় । অবশেষে, বেনিয়াপুকুর থানা এলাকায় প্রৌঢ়ার বাড়ি থেকে তাঁকে নিয়ে রবিবার রাত আটটা নাগাদ হাসপাতালে পৌঁছে দেয় পুলিশ ।

শেষ পাওয়া খবর অনুযায়ী, নভেল কোরোনা ভাইরাস (COVID-19)-এর সংক্রমণ সন্দেহে বেনিয়াপুকুরের এই প্রৌঢ়া সহ 13 জন ভরতি রয়েছেন বেলেঘাটা ID হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ।

বেলেঘাটা ID হাসপাতাল সূত্রে খবর, বেনিয়াপুকুরের বাসিন্দা ওই প্রৌঢ়াকে হাসপাতালে ভরতি হওয়ার কথা বললে, তিনি এবং তাঁর পরিজনরা ভয় পেয়ে যান। এরপরই তাঁকে হাসপাতালে ভরতি না করিয়ে বাড়িতে নিয়ে যান তাঁর পরিজনরা । তাঁকে ফের হাসপাতালে পাঠানোর বিষয়ে স্থানীয় কাউন্সিলর, প্রৌঢ়া ও তাঁর পরিজনদের বোঝানোর পর ফের ওই প্রৌঢ়াকে হাসপাতালে নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ ।

আইসোলেশনে থাকা অন্য 12 জনের মধ্যে 63 বছরের এক প্রৌঢ়া রয়েছেন, তিনি নেপালে গিয়েছিলেন । বনগাঁর বাসিন্দা 74 বছরের এক প্রৌঢ় রয়েছেন, তিনি দিল্লি গিয়েছিলেন‌ । তবে, বনগাঁর বাসিন্দা এই প্রৌঢ়ের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে কি না, সে'বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেননি । আজ এই বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গিয়েছে ।

যদিও, স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই প্রৌঢ়ের ক্ষেত্রে সোয়াবের নমুনা পরীক্ষার প্রয়োজন পড়বে না । তাঁর COVID-19-এর সংক্রমণ ঘটে থাকতে পারে, এমন সন্দেহ করা হচ্ছে না । শনিবার, পরিস্থিতির কারণে এই প্রৌঢ়কে বনগাঁ থেকে এই হাসপাতালে নিয়ে আসতে হয়েছে ।

বেলেঘাটার এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে অন্য যাঁরা ভরতি রয়েছেন, তাঁদের মধ্যে হাওড়ার বাসিন্দা 55 বছরের এক প্রৌঢ়া রয়েছেন । তিনি দিল্লি এবং রাজস্থানে বেড়াতে গিয়েছিলেন । অফিসের কাজে 10-15 দিন সুইজ়ারল্যান্ডে ছিলেন, কলকাতার বাসিন্দা এক যুবকও রয়েছেন । দুবাই ফেরত দুই যুবককেও এ'দিন ভরতি করা হয়েছে । বাকিদের মধ্যে কেউ দিল্লি, কেউ উত্তরপ্রদেশে গিয়েছিলেন । কেউ রাজস্থান, কেউ আবার দার্জিলিঙেও গিয়েছিলেন । আইসোলেশন ওয়ার্ডে ভরতি থাকা বাকি এই সব রোগীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 16 মার্চ : মক্কা গিয়েছিলেন পার্ক সার্কাসের বাসিন্দা বছর বাষট্টির প্রৌঢ়া । কলকাতায় ফেরার পর অসুস্থ বোধ করেন তিনি । তাঁকে ভরতি করা হয় পার্ক সার্কাসের একটি বেসরকারি নার্সিংহোমে । সেখান থেকে রবিবার তাঁকে পাঠিয়ে দেওয়া হয় ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে । কিন্তু, হাসপাতাল থেকে জোর করে প্রৌঢ়াকে তাঁর পরিজনরা নিয়ে যান বলে জানা গিয়েছে । রোগীর এ'ভাবে চলে যাওয়ায় স্বাস্থ্য দপ্তরের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয় । অবশেষে, বেনিয়াপুকুর থানা এলাকায় প্রৌঢ়ার বাড়ি থেকে তাঁকে নিয়ে রবিবার রাত আটটা নাগাদ হাসপাতালে পৌঁছে দেয় পুলিশ ।

শেষ পাওয়া খবর অনুযায়ী, নভেল কোরোনা ভাইরাস (COVID-19)-এর সংক্রমণ সন্দেহে বেনিয়াপুকুরের এই প্রৌঢ়া সহ 13 জন ভরতি রয়েছেন বেলেঘাটা ID হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ।

বেলেঘাটা ID হাসপাতাল সূত্রে খবর, বেনিয়াপুকুরের বাসিন্দা ওই প্রৌঢ়াকে হাসপাতালে ভরতি হওয়ার কথা বললে, তিনি এবং তাঁর পরিজনরা ভয় পেয়ে যান। এরপরই তাঁকে হাসপাতালে ভরতি না করিয়ে বাড়িতে নিয়ে যান তাঁর পরিজনরা । তাঁকে ফের হাসপাতালে পাঠানোর বিষয়ে স্থানীয় কাউন্সিলর, প্রৌঢ়া ও তাঁর পরিজনদের বোঝানোর পর ফের ওই প্রৌঢ়াকে হাসপাতালে নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ ।

আইসোলেশনে থাকা অন্য 12 জনের মধ্যে 63 বছরের এক প্রৌঢ়া রয়েছেন, তিনি নেপালে গিয়েছিলেন । বনগাঁর বাসিন্দা 74 বছরের এক প্রৌঢ় রয়েছেন, তিনি দিল্লি গিয়েছিলেন‌ । তবে, বনগাঁর বাসিন্দা এই প্রৌঢ়ের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে কি না, সে'বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেননি । আজ এই বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গিয়েছে ।

যদিও, স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই প্রৌঢ়ের ক্ষেত্রে সোয়াবের নমুনা পরীক্ষার প্রয়োজন পড়বে না । তাঁর COVID-19-এর সংক্রমণ ঘটে থাকতে পারে, এমন সন্দেহ করা হচ্ছে না । শনিবার, পরিস্থিতির কারণে এই প্রৌঢ়কে বনগাঁ থেকে এই হাসপাতালে নিয়ে আসতে হয়েছে ।

বেলেঘাটার এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে অন্য যাঁরা ভরতি রয়েছেন, তাঁদের মধ্যে হাওড়ার বাসিন্দা 55 বছরের এক প্রৌঢ়া রয়েছেন । তিনি দিল্লি এবং রাজস্থানে বেড়াতে গিয়েছিলেন । অফিসের কাজে 10-15 দিন সুইজ়ারল্যান্ডে ছিলেন, কলকাতার বাসিন্দা এক যুবকও রয়েছেন । দুবাই ফেরত দুই যুবককেও এ'দিন ভরতি করা হয়েছে । বাকিদের মধ্যে কেউ দিল্লি, কেউ উত্তরপ্রদেশে গিয়েছিলেন । কেউ রাজস্থান, কেউ আবার দার্জিলিঙেও গিয়েছিলেন । আইসোলেশন ওয়ার্ডে ভরতি থাকা বাকি এই সব রোগীর বয়স 21 থেকে 35 বছরের মধ্যে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.