ETV Bharat / city

Four Arrested : 30 লক্ষ টাকা-সহ শহরে গ্রেফতার চার সন্দেহভাজন - লালবাজার

সোর্স থেকে এই খবর পেয়েই তড়িঘড়ি সাদা পোশাকে ঠাকুরপুকুর থানা এলাকায় হানা দেয় ওয়াচ সেকশনের গোয়েন্দারা। চার ব্যক্তি টাকার ব্যাগ নিয়ে উদ্দেশ্যহীন অবস্থায় রাস্তায় ঘুরছিল। সন্দেহ হওয়াতে তাদের জিজ্ঞাসাবাদ করতেই ব্যাগ থেকে উদ্ধার হয় টাকা। তাদের ঠাকুরপুকুর থানায় নিয়ে গিয়ে মামলা রুজু করা হয় ৷

Four Arrested
চার সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
author img

By

Published : Oct 27, 2021, 6:41 PM IST

কলকাতা, 27 অক্টোবর : শহরে লক্ষাধিক টাকা নিয়ে ঘোরাফেরা ৷ সন্দেহ হওয়াতে জিজ্ঞাসাবাদ ৷ কোনও সদত্তর দিতে না-পাড়ায় চারজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের ওয়াচ সেকশনের গোয়েন্দারা। চারজনকে ঠাকুরপুকুর থানা এলাকা থেকে গ্রেফতার করে লালবাজারে আনা হয়েছে ৷ তাদের বৃহস্পতিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, চার ব্যক্তির নাম, সাহিদ আলি, আব্দুল নাসির, ইমতেয়াজ খান, আব্দুল সাহবাজ ওরফে রিংকু। তারা কোথাকার বাসিন্দা তা এখনও জানতে পারেননি গোয়েন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ওয়াচ সেকশনের এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, আমাদের কাছে আগাম তথ্য না-থাকলেও এক সোর্স থেকে এই খবর পেয়েই তড়িঘড়ি সাদা পোশাকে ঠাকুরপুকুর থানা এলাকায় হানা দেন ওয়াচ সেকশনের গোয়েন্দারা। ওই চার ব্যক্তি উদ্দেশ্যহীন অবস্থায় রাস্তায় ঘুরছিল। সন্দেহ হওয়াতে তাদের জিজ্ঞাসাবাদ করতেই ব্যাগ থেকে 30 লক্ষ টাকা উদ্ধার হয় ৷

আরও পড়ুন : হাওড়ায় আইনজীবীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার 2

চারজনকে প্রথমে ঠাকুরপুকুর থানায় নিয়ে গিয়ে মামলা রুজু করা হয় ৷ পরে তাদের লালবাজারে আনা হয় ৷ তবে তাদের কারোর পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে গোয়েন্দারে অনুমান, অসাধু ব্যবসার সঙ্গে যুক্তে কোনও ব্যক্তিকে এই চার জন টাকা দিতে শহরে এসেছিল ৷

কলকাতা, 27 অক্টোবর : শহরে লক্ষাধিক টাকা নিয়ে ঘোরাফেরা ৷ সন্দেহ হওয়াতে জিজ্ঞাসাবাদ ৷ কোনও সদত্তর দিতে না-পাড়ায় চারজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের ওয়াচ সেকশনের গোয়েন্দারা। চারজনকে ঠাকুরপুকুর থানা এলাকা থেকে গ্রেফতার করে লালবাজারে আনা হয়েছে ৷ তাদের বৃহস্পতিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, চার ব্যক্তির নাম, সাহিদ আলি, আব্দুল নাসির, ইমতেয়াজ খান, আব্দুল সাহবাজ ওরফে রিংকু। তারা কোথাকার বাসিন্দা তা এখনও জানতে পারেননি গোয়েন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ওয়াচ সেকশনের এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, আমাদের কাছে আগাম তথ্য না-থাকলেও এক সোর্স থেকে এই খবর পেয়েই তড়িঘড়ি সাদা পোশাকে ঠাকুরপুকুর থানা এলাকায় হানা দেন ওয়াচ সেকশনের গোয়েন্দারা। ওই চার ব্যক্তি উদ্দেশ্যহীন অবস্থায় রাস্তায় ঘুরছিল। সন্দেহ হওয়াতে তাদের জিজ্ঞাসাবাদ করতেই ব্যাগ থেকে 30 লক্ষ টাকা উদ্ধার হয় ৷

আরও পড়ুন : হাওড়ায় আইনজীবীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার 2

চারজনকে প্রথমে ঠাকুরপুকুর থানায় নিয়ে গিয়ে মামলা রুজু করা হয় ৷ পরে তাদের লালবাজারে আনা হয় ৷ তবে তাদের কারোর পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে গোয়েন্দারে অনুমান, অসাধু ব্যবসার সঙ্গে যুক্তে কোনও ব্যক্তিকে এই চার জন টাকা দিতে শহরে এসেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.