ETV Bharat / city

কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মোদি-মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

PM narendra Modi, bengal cm Mamata Banerjee Pay Tribute To Rabindranath Tagore On His Birth Anniversary
কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মোদি-মমতার
author img

By

Published : May 9, 2021, 12:45 PM IST

কলকাতা, 9 মে: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বিশেষ দিনে বিশ্বকবিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সকাল সকাল টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, "ঠাকুরের জয়ন্তীতে আমি গুরুদেবের সামনে মাথা নত করছি ৷ তাঁর দৃষ্টান্তমূলক ভাবনাগুলি আমাদের যেন শক্তি ও অনুপ্রেরণা জোগায়, যাতে আমরা তাঁর স্বপ্নের মতো করে ভারতকে গড়ে তুলতে পারি ৷"

  • চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ…

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম। ওনার আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি

    Homage to Kobiguru Rabindranath Tagore on his 160th birth anniversary. May his ideals be the guiding force in all our endeavours

    — Mamata Banerjee (@MamataOfficial) May 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কবিগুরুর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷ তিনি টুইটে লিখেছেন, "চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ…বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম । ওনার আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি ৷" বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই টুইট করেছেন মমতা ৷

  • On Tagore Jayanti, I bow to the great Gurudev Tagore. May his exemplary ideals keep giving us strength and inspiration to build the India he dreamt of.

    — Narendra Modi (@narendramodi) May 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 1921 সালের হিউস্টন সফরের শতবর্ষ পালন, রবীন্দ্র আলোয় ভাসল অ্যামেরিকা

এদিন স্বাধীনতা সংগ্রামী গোপালকৃষ্ণ গোখেল ও রাজা মহারাণা প্রতাপের জন্মদিন উপলক্ষে তাঁদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

কলকাতা, 9 মে: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বিশেষ দিনে বিশ্বকবিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সকাল সকাল টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, "ঠাকুরের জয়ন্তীতে আমি গুরুদেবের সামনে মাথা নত করছি ৷ তাঁর দৃষ্টান্তমূলক ভাবনাগুলি আমাদের যেন শক্তি ও অনুপ্রেরণা জোগায়, যাতে আমরা তাঁর স্বপ্নের মতো করে ভারতকে গড়ে তুলতে পারি ৷"

  • চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ…

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম। ওনার আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি

    Homage to Kobiguru Rabindranath Tagore on his 160th birth anniversary. May his ideals be the guiding force in all our endeavours

    — Mamata Banerjee (@MamataOfficial) May 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কবিগুরুর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷ তিনি টুইটে লিখেছেন, "চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ…বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম । ওনার আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি ৷" বাংলা ও ইংরেজি দুটি ভাষাতেই টুইট করেছেন মমতা ৷

  • On Tagore Jayanti, I bow to the great Gurudev Tagore. May his exemplary ideals keep giving us strength and inspiration to build the India he dreamt of.

    — Narendra Modi (@narendramodi) May 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 1921 সালের হিউস্টন সফরের শতবর্ষ পালন, রবীন্দ্র আলোয় ভাসল অ্যামেরিকা

এদিন স্বাধীনতা সংগ্রামী গোপালকৃষ্ণ গোখেল ও রাজা মহারাণা প্রতাপের জন্মদিন উপলক্ষে তাঁদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.