কলকাতা, 16 জুলাই : রাষ্ট্রপতি নির্বাচনে (President Election 2022) একজন আদিবাসীকে প্রার্থী করে আগেই চমক দিয়েছিল বিজেপি (BJP) ৷ কিন্তু গেরুয়া শিবির সবচেয়ে বড় চমক দিল উপ-রাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election 2022) নিয়ে ৷ তাই ওই পদে প্রার্থী হিসেবে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) নাম ঘোষণা হওয়ার পর থেকেই দেশজুড়ে এই নিয়ে চর্চা শুরু হয়েছে ৷
বাংলার রাজ্যপাল হিসেবে ধনকড়ের নাম গত তিন বছরে বারবার আলোচনায় এসেছে ৷ বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারের সমালোচনা তাঁকে বারবার সংবাদ শিরোনামে তুলে এনেছে ৷ ফলে তাঁর নাম ঘোষণা হতেই রাজনৈতিক দলের নেতারা এক এক করে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন ৷
-
Shri Jagdeep Dhankhar Ji has excellent knowledge of our Constitution. He is also well-versed with legislative affairs. I am sure that he will be an outstanding Chair in the Rajya Sabha & guide the proceedings of the House with the aim of furthering national progress. @jdhankhar1 pic.twitter.com/Ibfsp1fgDt
— Narendra Modi (@narendramodi) July 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shri Jagdeep Dhankhar Ji has excellent knowledge of our Constitution. He is also well-versed with legislative affairs. I am sure that he will be an outstanding Chair in the Rajya Sabha & guide the proceedings of the House with the aim of furthering national progress. @jdhankhar1 pic.twitter.com/Ibfsp1fgDt
— Narendra Modi (@narendramodi) July 16, 2022Shri Jagdeep Dhankhar Ji has excellent knowledge of our Constitution. He is also well-versed with legislative affairs. I am sure that he will be an outstanding Chair in the Rajya Sabha & guide the proceedings of the House with the aim of furthering national progress. @jdhankhar1 pic.twitter.com/Ibfsp1fgDt
— Narendra Modi (@narendramodi) July 16, 2022
টুইট করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ প্রথম টুইটে তিনি ধনকড়কে কৃষক পুত্র হিসেবে উল্লেখ করেছেন ৷ ধনকড়ের আইনি জ্ঞান নিয়েই প্রশংসা করেছেন ৷ দ্বিতীয় টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেনে এনেছেন রাজ্যসভার প্রসঙ্গ ৷ কারণ, উপ রাষ্ট্রপতিই রাজ্যসভায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ৷ মোদি লিখেছেন, সংবিধান নিয়ে জ্ঞান থাকায় ধনকড় নিশ্চয় সেই দায়িত্বও ভালো ভাবে পালন করবেন ৷
অন্যদিকে ধনকড়কে এনডিএ-র উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী করায় বিজেপির সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ দলের মহিলা শাখার রাজ্য সভানেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘উনি এতদিন ধরে বিজেপির জন্য এত কিছু করলেন, তার পুরস্কার এবার পেতে চলেছেন।’’
-
Kisan Putra Jagdeep Dhankhar Ji is known for his humility. He brings with him an illustrious legal, legislative and gubernatorial career. He has always worked for the well-being of farmers, youth, women and the marginalised. Glad that he will be our VP candidate. @jdhankhar1 pic.twitter.com/TJ0d05gAa8
— Narendra Modi (@narendramodi) July 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Kisan Putra Jagdeep Dhankhar Ji is known for his humility. He brings with him an illustrious legal, legislative and gubernatorial career. He has always worked for the well-being of farmers, youth, women and the marginalised. Glad that he will be our VP candidate. @jdhankhar1 pic.twitter.com/TJ0d05gAa8
— Narendra Modi (@narendramodi) July 16, 2022Kisan Putra Jagdeep Dhankhar Ji is known for his humility. He brings with him an illustrious legal, legislative and gubernatorial career. He has always worked for the well-being of farmers, youth, women and the marginalised. Glad that he will be our VP candidate. @jdhankhar1 pic.twitter.com/TJ0d05gAa8
— Narendra Modi (@narendramodi) July 16, 2022
তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে যদি জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি হন, তাতে কি বাংলার জন্য এক দিক থেকে ভালো হবে ? জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘এমনিতেই বাংলার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল হাত রয়েছে । যা ভালো করার তিনিই করবেন । অতএব জগদীপ ধনকর এলেন না গেলেন, না উপরাষ্ট্রপতি হলেন তাতে কিছু যায় আসে না । শুধু এটুকুই বলতে পারি বিজেপির হয়ে তাঁবেদারি করার জন্য ওঁকে পুরস্কার দেওয়া হল ।’’
প্রসঙ্গত, আগামী 6 অগস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন ৷ ইতিমধ্যে 5 জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে ৷ আগামী মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ এখনও পর্যন্ত বিরোধীদের তরফে কারও নাম ঘোষণা করা হয়নি ৷ বিরোধীরা যদি কারও নাম ঘোষণা না করে, তাহলে মঙ্গলবারই নিশ্চিত হয়ে যাবে যে ধনকড়ই দেশের পরবর্তী উপ-রাষ্ট্রপতি ৷
আরও পড়ুন : Vice President Election 2022: উপ-রাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী জগদীপ ধনকড়