ETV Bharat / city

21 July TMC rally: বাড়ছে করোনা, তৃণমূলের 21 জুলাই সমাবেশ ভার্চুয়ালি করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা - 21 জুলাই সমাবেশ

21 জুলাই তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট 'শহিদ দিবস'-এর অনুষ্ঠান (plea in Calcutta HC Demanding virtual TMC Rally on 21 July) ভার্চুয়ালি করার দাবিতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে ৷ ডাক্তার সঞ্জীবকুমার মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন ৷

21 July TMC rally
তৃণমূলের 21 জুলাই সমাবেশ ভার্চুয়ালি করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা
author img

By

Published : Jul 16, 2022, 3:56 PM IST

Updated : Jul 16, 2022, 4:36 PM IST

কলকাতা, 16 জুলাই: রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা আবার ঊর্ধ্বমুখী ৷ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 3 হাজার ছাড়িয়েছে ৷ বাড়ছে সংক্রমণের হার ৷ এই অবস্থায় আগামী 21 জুলাই তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট 'শহিদ দিবস'-এর অনুষ্ঠান (21 July TMC rally) ভার্চুয়ালি করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (plea in Calcutta HC Demanding virtual TMC Rally on 21 July) ৷

জানা গিয়েছে, ডাক্তার সঞ্জীবকুমার মুখোপাধ্যায় নামে কলকাতার এক বাসিন্দা হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন ৷ তাঁর দাবি, যদি একান্তই তৃণমূলের ওই কর্মসূচি ভার্চুয়ালি না-করা যায়, তবে সমস্তরকম করোনাবিধি মেনে করতে হবে করতে হবে ওই সমাবেশ ৷ মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, সব গেটে স্যানিটাইজার চ্যানেল বসানো, শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখতে হবে সমাবেশস্থলে ৷

আরও পড়ুন: শহিদ দিবসে অন্য রাজ্যেও মমতার বক্তৃতা দেখানোর পরিকল্পনা তৃণমূলের

যদি কেউ কোভিড আক্রান্ত হন তাঁকে নিভৃতবাসে রাখার ব্যবস্থা ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা, সমর্থকদের নিয়ে যত বাস-গাড়ি আসবে জেলা ও শহরতলি থেকে সব আগে থেকে স্যানিটাইজ করা, এক বা দু'দিন আগে যাঁরা দূর থেকে এসে থাকবেন তাঁদের থাকার জায়গা স্যানিটাইজ করা, সম্ভব হলে জেলা ভিত্তিক পার্টি অফিস থেকে ভ্যাকসিন ও বুসটার ডোজ নেওয়ার তালিকা বানানোর প্রস্তাবও এই আবেদনে জানিয়েছেন সঞ্জীবকুমার মুখোপাধ্যায় ৷ মামলাকারীর আইনজীবী শমীক বাগচী ও নুর ইসলাম শেখ জানিয়েছেন, মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগামী মঙ্গলবার শুনানি হওয়ার সম্ভাবনা আছে ।

কলকাতা, 16 জুলাই: রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা আবার ঊর্ধ্বমুখী ৷ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 3 হাজার ছাড়িয়েছে ৷ বাড়ছে সংক্রমণের হার ৷ এই অবস্থায় আগামী 21 জুলাই তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট 'শহিদ দিবস'-এর অনুষ্ঠান (21 July TMC rally) ভার্চুয়ালি করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (plea in Calcutta HC Demanding virtual TMC Rally on 21 July) ৷

জানা গিয়েছে, ডাক্তার সঞ্জীবকুমার মুখোপাধ্যায় নামে কলকাতার এক বাসিন্দা হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন ৷ তাঁর দাবি, যদি একান্তই তৃণমূলের ওই কর্মসূচি ভার্চুয়ালি না-করা যায়, তবে সমস্তরকম করোনাবিধি মেনে করতে হবে করতে হবে ওই সমাবেশ ৷ মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, সব গেটে স্যানিটাইজার চ্যানেল বসানো, শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখতে হবে সমাবেশস্থলে ৷

আরও পড়ুন: শহিদ দিবসে অন্য রাজ্যেও মমতার বক্তৃতা দেখানোর পরিকল্পনা তৃণমূলের

যদি কেউ কোভিড আক্রান্ত হন তাঁকে নিভৃতবাসে রাখার ব্যবস্থা ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা, সমর্থকদের নিয়ে যত বাস-গাড়ি আসবে জেলা ও শহরতলি থেকে সব আগে থেকে স্যানিটাইজ করা, এক বা দু'দিন আগে যাঁরা দূর থেকে এসে থাকবেন তাঁদের থাকার জায়গা স্যানিটাইজ করা, সম্ভব হলে জেলা ভিত্তিক পার্টি অফিস থেকে ভ্যাকসিন ও বুসটার ডোজ নেওয়ার তালিকা বানানোর প্রস্তাবও এই আবেদনে জানিয়েছেন সঞ্জীবকুমার মুখোপাধ্যায় ৷ মামলাকারীর আইনজীবী শমীক বাগচী ও নুর ইসলাম শেখ জানিয়েছেন, মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগামী মঙ্গলবার শুনানি হওয়ার সম্ভাবনা আছে ।

Last Updated : Jul 16, 2022, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.