ETV Bharat / city

PIL against GD Birla School : শর্ত সাপেক্ষে জিডি বিড়লা স্কুল চালু করার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা - Calcutta High Court

গত শুক্রবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানায়, ফি বকেয়া থাকলেও কোনও পড়ুয়ার পড়াশানোয় যাতে কোনও ব্য়াঘাত না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে ৷ অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে জিডি বিড়লা স্কুল ফি বকেয়া থাকা পড়ুয়াদের স্কুলে আসতে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ এই নিয়েই দায়ের হল জনস্বার্থ মামলা ৷

pil-files-in-calcutta-hc-against-gd-birla-school
PIL against GD Birla School : শর্ত সাপেক্ষে জিডি বিড়লা স্কুল চালু করার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
author img

By

Published : Apr 11, 2022, 5:31 PM IST

কলকাতা, 11 এপ্রিল : শর্ত সাপেক্ষে জিডি বিড়লা স্কুল চালুর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে (PIL Files in Calcutta HC against GD Birla School) । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান অভিভাবকরা । মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আগামিকাল শুনানির সম্ভাবনা মামলাটির ।

উল্লেখ্য, গত শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানায়, ফি বকেয়া থাকার অভিযোগে কোনও ছাত্র-ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়া যাবে না । পাশাপাশি নতুন ক্লাসে উত্তীর্ণ করা এবং পড়াশোনার ক্ষেত্রে কোনও বাধা সৃষ্টি করা যাবে না । ছাত্র-ছাত্রীদের মার্কশিট আটকে রাখা যাবে না ।

আদালত আরও জানায়, যারা এখনও ফি মেটায়নি, তাদের বিষয়টি দেখার জন্য হাইকোর্ট দুই জনের সদস্যকে নিযুক্ত করেছে ৷ আদালত নিযুক্ত দুই সদস্য খতিয়ে দেখার পর দুই সপ্তাহের মধ্যে বকেয়া ফি দিয়ে দেওয়ারও নির্দেশ দেয় হাইকোর্ট । কিন্তু তারপরও কলকাতার অন্যতম নামী জিডি বিড়লা স্কুল (GD Birla School) যে সমস্ত ছাত্র ছাত্রীদের ফি বকেয়া রয়েছে, তারা ক্লাসে আসতে পারবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে বলে অভিভাবকদের অভিযোগ । যা আদালতের নির্দেশের বিরোধী । এই মর্মেই দায়ের হয়েছে জনস্বার্থ মামলা ।

আরও পড়ুন : HC to Private Schools : ফি-সংক্রান্ত ইস্যুতে আটকে রাখা যাবে না ভর্তি প্রক্রিয়া, বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 11 এপ্রিল : শর্ত সাপেক্ষে জিডি বিড়লা স্কুল চালুর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে (PIL Files in Calcutta HC against GD Birla School) । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান অভিভাবকরা । মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আগামিকাল শুনানির সম্ভাবনা মামলাটির ।

উল্লেখ্য, গত শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানায়, ফি বকেয়া থাকার অভিযোগে কোনও ছাত্র-ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়া যাবে না । পাশাপাশি নতুন ক্লাসে উত্তীর্ণ করা এবং পড়াশোনার ক্ষেত্রে কোনও বাধা সৃষ্টি করা যাবে না । ছাত্র-ছাত্রীদের মার্কশিট আটকে রাখা যাবে না ।

আদালত আরও জানায়, যারা এখনও ফি মেটায়নি, তাদের বিষয়টি দেখার জন্য হাইকোর্ট দুই জনের সদস্যকে নিযুক্ত করেছে ৷ আদালত নিযুক্ত দুই সদস্য খতিয়ে দেখার পর দুই সপ্তাহের মধ্যে বকেয়া ফি দিয়ে দেওয়ারও নির্দেশ দেয় হাইকোর্ট । কিন্তু তারপরও কলকাতার অন্যতম নামী জিডি বিড়লা স্কুল (GD Birla School) যে সমস্ত ছাত্র ছাত্রীদের ফি বকেয়া রয়েছে, তারা ক্লাসে আসতে পারবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে বলে অভিভাবকদের অভিযোগ । যা আদালতের নির্দেশের বিরোধী । এই মর্মেই দায়ের হয়েছে জনস্বার্থ মামলা ।

আরও পড়ুন : HC to Private Schools : ফি-সংক্রান্ত ইস্যুতে আটকে রাখা যাবে না ভর্তি প্রক্রিয়া, বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.