ETV Bharat / city

মইদুলের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মামলা হাইকোর্টে

নবান্ন অভিযানে মৃত মইদুল ইসলামের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করা হল। বামেরা মামলা দায়ের করেছে। হয়েছে জনস্বার্থ মামলাও।

pil-filed-on-calcutta-high-court-in-demand-of-judicial-inquiry-of-moidul-islams-death
মইদুলের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মামলা হাইকোর্টে
author img

By

Published : Feb 18, 2021, 2:29 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি:বামেদের নবান্ন অভিযানে মৃত মইদুল ইসলামের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে । জনস্বার্থ মামলার পাশাপাশি মামলা করেছে বামেরাও ।
বামেদের নবান্ন অভিযানে মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বামেরাও । আজ হাইকোর্টের বিচারপতি রাজেশ বিনদাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, গত 11 ফেব্রুয়ারি বামেদের ছাত্র সংগঠনের নবান্ন অভিযানে নির্বিচারে পুলিশের লাঠি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের কোতুলপুরের সমর্থক মইদুল ইসলামের এবং এখনও পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন । তাঁর কোনও হদিস পাওয়া যায়নি । পুলিশের এই লাঠি চালানো মানবাধিকার লঙ্ঘনের শামিল । তাই এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানানো হচ্ছে ।

আরও পড়ুন: আপাতত স্বস্তি, নিকিতাকে তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ বম্বে হাইকোর্টের

গত 11 ফেব্রুয়ারি কলকাতায় দশটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযান কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়া কোতুলপুর থেকে কলকাতায় এসেছিলেন মইদুল । ''লাঠিচার্জে আহত'' হওয়ার পর প্রথমে তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে অপর নার্সিংহোমে ভর্তি করা হয় । সেখানে 15 ফেব্রুয়ারি সোমবার সকালে তাঁর মৃত্যু হয় । জনস্বার্থ মামলাকারী আতাউর রহমানের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ও ইন্দ্রজিৎ দে জানালেন, "আমরা চাইছি এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত, আমাদের আশা যে নিরপেক্ষ তদন্ত হবে । রাজ্য সরকার সিট গঠন করেছে। তাতে ভরসা রাখতে পারছি না আমরা । একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকলে এই তদন্ত অন্তত নিরপেক্ষ হবে এই ভরসা করা যায় ।"

কলকাতা, 18 ফেব্রুয়ারি:বামেদের নবান্ন অভিযানে মৃত মইদুল ইসলামের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে । জনস্বার্থ মামলার পাশাপাশি মামলা করেছে বামেরাও ।
বামেদের নবান্ন অভিযানে মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বামেরাও । আজ হাইকোর্টের বিচারপতি রাজেশ বিনদাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, গত 11 ফেব্রুয়ারি বামেদের ছাত্র সংগঠনের নবান্ন অভিযানে নির্বিচারে পুলিশের লাঠি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের কোতুলপুরের সমর্থক মইদুল ইসলামের এবং এখনও পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন । তাঁর কোনও হদিস পাওয়া যায়নি । পুলিশের এই লাঠি চালানো মানবাধিকার লঙ্ঘনের শামিল । তাই এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানানো হচ্ছে ।

আরও পড়ুন: আপাতত স্বস্তি, নিকিতাকে তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ বম্বে হাইকোর্টের

গত 11 ফেব্রুয়ারি কলকাতায় দশটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযান কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়া কোতুলপুর থেকে কলকাতায় এসেছিলেন মইদুল । ''লাঠিচার্জে আহত'' হওয়ার পর প্রথমে তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে অপর নার্সিংহোমে ভর্তি করা হয় । সেখানে 15 ফেব্রুয়ারি সোমবার সকালে তাঁর মৃত্যু হয় । জনস্বার্থ মামলাকারী আতাউর রহমানের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ও ইন্দ্রজিৎ দে জানালেন, "আমরা চাইছি এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত, আমাদের আশা যে নিরপেক্ষ তদন্ত হবে । রাজ্য সরকার সিট গঠন করেছে। তাতে ভরসা রাখতে পারছি না আমরা । একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকলে এই তদন্ত অন্তত নিরপেক্ষ হবে এই ভরসা করা যায় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.