ETV Bharat / city

School Reopening : পুনরায় স্কুল-কলেজ খোলার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা - School Reopening

পুনরায় স্কুল-কলেজ খোলার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL in Calcutta High Court seeks School College reopening) ৷

COVID cases in Bengal
পুনরায় স্কুল-কলেজ খোলার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
author img

By

Published : Jan 18, 2022, 7:53 PM IST

Updated : Jan 18, 2022, 10:03 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : পুনরায় স্কুল কলেজ খোলার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL in Calcutta High Court seeks School College reopening) । মামলাটি করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি । করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ তথা ওমিক্রণ সংক্রমণ শুরু হওয়ায় ডিসেম্বরের শেষ থেকেই পুনরায় স্কুল-কলেজ বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা ।

মামলার বয়ান অনুযায়ী, করোনা অতিমারি শুরুর পর থেকেই রাজ্যে লকডাউনের জন্য দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল । গতবছর করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ায় স্কুল-কলেজ খোলা হয়েছিল । কিন্তু ফের ওমিক্রনের চক্রে স্কুল-কলেজগুলি আবার বন্ধ করা হয়েছে । এর ফলে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে ।

মামলাকারীর বক্তব্য, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে অন্যান্য অনেক মামলায় বারবার বলেছেন রাজ্যে পর্যাপ্ত মানুষের টিকাকরণ হয়েছে । পাশাপাশি বিভিন্ন মেলা যদি হতে পারে কেন স্কুল কলেজ খোলা হবে না ? কলেজের অনেক ছাত্রছাত্রীর তো টিকাকরণ হয়ে গিয়েছে । তাহলে এখনও কেন স্কুল বন্ধ কলেজ বন্ধ ? পাশাপাশি করোনা পরিস্থিতিতে যারা স্কুলছুট হয়েছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে । রাজ্য প্রয়োজনে সপ্তাহে দু-তিনদিনের ক্লাসের ব্যবস্থা করতে পারে । এইরকম একাধিক দাবিতে দায়ের হয়েছে মামলা ।

সাংবাদিকদের মুখোমুখি মামলাকারী সায়ন বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, এর আগে গত বছর নভেম্বর মাসে রাজ্যে স্কুল খোলার আগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ৷ তাতে দাবি করা হয়, রাজ্য পরিকল্পনা ছাড়াই স্কুল খুলছে ৷ যদিও সেই সময়ে কলকাতা হাইকোর্ট স্কুল খোলার ব্যাপারে কোনও রকম বিধি-নিষেধ আরোপ করেনি ।

আরও পড়ুন : Coal Scam : অভিষেকের আপ্ত সহায়ককে এখনও জিজ্ঞাসাবাদ নয় কেন, ইডির আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট

কলকাতা, 18 জানুয়ারি : পুনরায় স্কুল কলেজ খোলার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL in Calcutta High Court seeks School College reopening) । মামলাটি করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি । করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ তথা ওমিক্রণ সংক্রমণ শুরু হওয়ায় ডিসেম্বরের শেষ থেকেই পুনরায় স্কুল-কলেজ বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা ।

মামলার বয়ান অনুযায়ী, করোনা অতিমারি শুরুর পর থেকেই রাজ্যে লকডাউনের জন্য দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল । গতবছর করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ায় স্কুল-কলেজ খোলা হয়েছিল । কিন্তু ফের ওমিক্রনের চক্রে স্কুল-কলেজগুলি আবার বন্ধ করা হয়েছে । এর ফলে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে ।

মামলাকারীর বক্তব্য, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে অন্যান্য অনেক মামলায় বারবার বলেছেন রাজ্যে পর্যাপ্ত মানুষের টিকাকরণ হয়েছে । পাশাপাশি বিভিন্ন মেলা যদি হতে পারে কেন স্কুল কলেজ খোলা হবে না ? কলেজের অনেক ছাত্রছাত্রীর তো টিকাকরণ হয়ে গিয়েছে । তাহলে এখনও কেন স্কুল বন্ধ কলেজ বন্ধ ? পাশাপাশি করোনা পরিস্থিতিতে যারা স্কুলছুট হয়েছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে । রাজ্য প্রয়োজনে সপ্তাহে দু-তিনদিনের ক্লাসের ব্যবস্থা করতে পারে । এইরকম একাধিক দাবিতে দায়ের হয়েছে মামলা ।

সাংবাদিকদের মুখোমুখি মামলাকারী সায়ন বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, এর আগে গত বছর নভেম্বর মাসে রাজ্যে স্কুল খোলার আগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ৷ তাতে দাবি করা হয়, রাজ্য পরিকল্পনা ছাড়াই স্কুল খুলছে ৷ যদিও সেই সময়ে কলকাতা হাইকোর্ট স্কুল খোলার ব্যাপারে কোনও রকম বিধি-নিষেধ আরোপ করেনি ।

আরও পড়ুন : Coal Scam : অভিষেকের আপ্ত সহায়ককে এখনও জিজ্ঞাসাবাদ নয় কেন, ইডির আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট

Last Updated : Jan 18, 2022, 10:03 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.