ETV Bharat / city

PIL filed over Govt bus's fitness: রাজ্যের সরকারি বাসগুলির ফিটনেস সার্টিফিকেট নেই ! জনস্বার্থ মামলা দায়ের - সরকারি বাসগুলির ফিটনেস সার্টিফিকেট

রাজ্যের সরকারি বাসগুলির স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র নেই (PIL filed over Govt bus's fitness)! এমনই দাবি করে হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা (Govt bus's fitness certificate)৷

রাজ্যের সরকারি বাসগুলির ফিটনেস সার্টিফিকেট নেই ! জনস্বার্থ মামলা দায়ের
author img

By

Published : May 6, 2022, 4:42 PM IST

কলকাতা, 6 মে: রাজ্যের সরকারি বাসগুলির অবস্থা অত্যন্ত উদ্বেগজনক । তবে সেগুলি সেই অবস্থাতেই রাস্তায় চলছে (Govt bus's fitness certificate)। এতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL filed over Govt bus's fitness)।

মামলাকারীর দাবি, রাজ্যের সরকারি বাসেরই ফিটনেস সার্টিফিকেট নেই (Calcutta High Court news)। সমস্ত বাস চিহ্নিত করা হোক । কত সরকারি বাস এই ভাবে চলছে জানাক রাজ্য । পুলিশ সর্বদা লাইসেন্স পরীক্ষা করে । কিন্তু বাসগুলোর স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র দেখতে চাওয়া হয় না । যাত্রীদের নিরাপত্তা কোথায় ? এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চাইলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে । দ্রুত মামলাটির শুনানি হতে পারে ।

আরও পড়ুন: BJP Worker's Death : কাশীপুরের বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে দেহ সংরক্ষণের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

সম্প্রতি দক্ষিণবঙ্গের একাধিক রুটের সরকারি বাস একের পর দুর্ঘটনার কবলে পড়তে দেখা গিয়েছে । সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে, গাড়িগুলির কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ । ফিটনেস সার্টিফিকেট নেই । লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ । চাকা রিসোল করে চালানো হচ্ছে । বেসরকারি বাসগুলির ক্ষেত্রে সরকার যেখানে অত্যন্ত কড়াকড়ি করছে, সেখানে এসবিএসটিসি, সিএসটিসি, সিটিসি-সহ সরকার নিয়ন্ত্রিত এবং পরিচালিত বাসগুলির যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন বলে মনে হয়েছে মামলাকারীর । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শিগগিরই এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 6 মে: রাজ্যের সরকারি বাসগুলির অবস্থা অত্যন্ত উদ্বেগজনক । তবে সেগুলি সেই অবস্থাতেই রাস্তায় চলছে (Govt bus's fitness certificate)। এতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL filed over Govt bus's fitness)।

মামলাকারীর দাবি, রাজ্যের সরকারি বাসেরই ফিটনেস সার্টিফিকেট নেই (Calcutta High Court news)। সমস্ত বাস চিহ্নিত করা হোক । কত সরকারি বাস এই ভাবে চলছে জানাক রাজ্য । পুলিশ সর্বদা লাইসেন্স পরীক্ষা করে । কিন্তু বাসগুলোর স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র দেখতে চাওয়া হয় না । যাত্রীদের নিরাপত্তা কোথায় ? এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চাইলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে । দ্রুত মামলাটির শুনানি হতে পারে ।

আরও পড়ুন: BJP Worker's Death : কাশীপুরের বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে দেহ সংরক্ষণের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

সম্প্রতি দক্ষিণবঙ্গের একাধিক রুটের সরকারি বাস একের পর দুর্ঘটনার কবলে পড়তে দেখা গিয়েছে । সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে, গাড়িগুলির কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ । ফিটনেস সার্টিফিকেট নেই । লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ । চাকা রিসোল করে চালানো হচ্ছে । বেসরকারি বাসগুলির ক্ষেত্রে সরকার যেখানে অত্যন্ত কড়াকড়ি করছে, সেখানে এসবিএসটিসি, সিএসটিসি, সিটিসি-সহ সরকার নিয়ন্ত্রিত এবং পরিচালিত বাসগুলির যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন বলে মনে হয়েছে মামলাকারীর । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শিগগিরই এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.