ETV Bharat / city

কালীপুজোয় বাজি ব্যবহার বন্ধে জনস্বার্থ মামলা হতে চলেছে হাইকোর্টে - কালীপুজা

সোমবার কলকাতা হাইকোর্টে কালীপুজোয় সমস্ত রকম বাজি ফাটানোর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছেন অজয়কুমার দে । কালীপুজো, জগদ্ধাত্রী ও ছট পুজোতেও মণ্ডপে প্রবেশের উপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছেন তিনি ।

Kolkata High Court
Kolkata High Court
author img

By

Published : Oct 31, 2020, 8:58 PM IST

কলকাতা, 31 অক্টোবর : এবার কালীপুজোয় সমস্ত রকম বাজি ফাটানোর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে সোমবার জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছেন অজয়কুমার দে নামে এক ব্যক্তি । এর আগে অজয়বাবু দুর্গাপুজো মণ্ডপে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছিলেন । পাশাপাশি কালীপুজো, জগদ্ধাত্রী ও ছট পুজোতেও মণ্ডপে প্রবেশের উপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছেন তিনি ।

অজয়কুমার দে-র আইনজীবী সব্যসাচী চট্রোপাধ্যায় জানান, "কালীপুজো বা ছট পুজোয় COVID পরিস্থিতিতে বাজি ফাটানো একেবারেই স্বাস্থ্যকর নয় বলে বার বার জানাচ্ছেন চিকিৎসকরা । এই পরিস্থিতিতে আমরা দাবি জানাচ্ছি, সমস্ত রকম আতসবাজি, শব্দবাজির ব্যবহার বন্ধ রাখতে হবে । কোনওরকম বাজি বেচাকেনা করা যাবে না এবং এই প্যানডেমিক পরিস্থিতিতে সমস্ত রকম বাজি তৈরির উপরও নিষেধাজ্ঞা আরোপ করুক আদালত ।"

সব ধরনের বাজি শ্বাসকষ্ট বৃদ্ধি করে । পরিবেশের অবনতি হয় । এই পরিস্থিতি শুধুমাত্র কোরোনা রোগীদের জন্যই নয় সাধারণ মানুষ ও অন্যান্য রোগীদের জন্যও বাজি নিষিদ্ধ রাখা উচিত । না হলে কালীপুজোর পর কোরোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে বার বার সতর্ক করেছেন চিকিৎসকরা । মামলাকারী অজয়কুমার দে-র মামলার পরিপ্রেক্ষিতে এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশে জানায় এই বছর কোনও পুজো মণ্ডপে দর্শক প্রবেশ করতে পারবে না । এরপর তিনি একই নির্দেশের আর্জি জানিয়েছেন কালীপুজো, জগদ্ধাত্রী ও ছটপুজোর জন্য ।

কলকাতা, 31 অক্টোবর : এবার কালীপুজোয় সমস্ত রকম বাজি ফাটানোর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে সোমবার জনস্বার্থ মামলা দায়ের করতে চলেছেন অজয়কুমার দে নামে এক ব্যক্তি । এর আগে অজয়বাবু দুর্গাপুজো মণ্ডপে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছিলেন । পাশাপাশি কালীপুজো, জগদ্ধাত্রী ও ছট পুজোতেও মণ্ডপে প্রবেশের উপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছেন তিনি ।

অজয়কুমার দে-র আইনজীবী সব্যসাচী চট্রোপাধ্যায় জানান, "কালীপুজো বা ছট পুজোয় COVID পরিস্থিতিতে বাজি ফাটানো একেবারেই স্বাস্থ্যকর নয় বলে বার বার জানাচ্ছেন চিকিৎসকরা । এই পরিস্থিতিতে আমরা দাবি জানাচ্ছি, সমস্ত রকম আতসবাজি, শব্দবাজির ব্যবহার বন্ধ রাখতে হবে । কোনওরকম বাজি বেচাকেনা করা যাবে না এবং এই প্যানডেমিক পরিস্থিতিতে সমস্ত রকম বাজি তৈরির উপরও নিষেধাজ্ঞা আরোপ করুক আদালত ।"

সব ধরনের বাজি শ্বাসকষ্ট বৃদ্ধি করে । পরিবেশের অবনতি হয় । এই পরিস্থিতি শুধুমাত্র কোরোনা রোগীদের জন্যই নয় সাধারণ মানুষ ও অন্যান্য রোগীদের জন্যও বাজি নিষিদ্ধ রাখা উচিত । না হলে কালীপুজোর পর কোরোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে বার বার সতর্ক করেছেন চিকিৎসকরা । মামলাকারী অজয়কুমার দে-র মামলার পরিপ্রেক্ষিতে এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশে জানায় এই বছর কোনও পুজো মণ্ডপে দর্শক প্রবেশ করতে পারবে না । এরপর তিনি একই নির্দেশের আর্জি জানিয়েছেন কালীপুজো, জগদ্ধাত্রী ও ছটপুজোর জন্য ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.