ETV Bharat / city

Prophet Comment Row : পয়গম্বর ইস্যুতে জাতীয় সড়ক অবরোধে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানোর আর্জি

আজ রাতে বা আগামিকাল যে কোনও সময় বিশেষ বেঞ্চ বসিয়ে মামলার শুনানি করে অবিলম্বে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আনা হয় তার নির্দেশ দিক আদালত ৷ এই বলে আর্জি জানানো হল হাইকোর্টে। প্রধান বিচারপতি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে যে কোনও সময় এই মামলার শুনানি করা হতে পারে (PIL Against National Highway Block Over Prophet Comment Row)।

PIL Against National Highway Block Over Prophet Comment Row
PIL Against National Highway Block Over Prophet Comment Row
author img

By

Published : Jun 10, 2022, 5:06 PM IST

Updated : Jun 10, 2022, 10:37 PM IST

কলকাতা, 10 জুন : পয়গম্বর মহম্মদ ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে পথ অবরোধ করে সন্ত্রাসের আবহ সৃষ্টি হয়েছে তাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনে সেনা নামানো হোক সেই সমস্ত জায়গায়। জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতির কাছে মামলা শুনানির আর্জি। আজ রাতে বা আগামিকাল যে কোনও সময় বিশেষ বেঞ্চ বসিয়ে মামলার শুনানি করে অবিলম্বে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আনা হয় তার নির্দেশ দিক আদালত ৷ এই বলে আর্জি জানানো হল হাইকোর্টে। প্রধান বিচারপতি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে যে কোনও সময় এই মামলার শুনানি করা হতে পারে।

আগেই হজরত মহম্মদকে অপমান ইস্যুতে জাতীয় সড়ক অবরোধ করার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ বিষয়টি নিয়ে ইচ্ছাকৃত প্ররোচনা দেওয়া এবং পরিস্থিতিকে উত্তপ্ত করার অভিযোগে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ কারা এই ইস্যুতে প্ররোচনা দিচ্ছেন ? তা খুঁজে বের করতেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে মামলাকারীদের তরফে জানানো হয়েছে (PIL Against National Highway Block Over Prophet Comment Row) ৷ আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে ৷

এ দিন মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানান, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সীমানার সঙ্গে যুক্ত ৷ সেই রাজ্যে গুরুত্বপূর্ণ দু’টি জাতীয় সড়ক টানা 11 ঘণ্টা অবরোধ করে রাখা হয়েছিল ৷ সেখানে টায়ার পোড়ানো এবং ইট ছোড়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মামলাকারী দেবদত্ত মাঝি ৷ রাজ্যের গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধে কারা যুক্ত তাঁদের খুঁজে বের করতে এই জনস্বার্থ মামলা বলে জানিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে এনআইএ তদন্ত দাবি করেছেন দেবদত্ত ৷ প্রধান বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন ৷ আগামী সোমবার সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে ৷

পয়গম্বর ইস্যুতে জাতীয় সড়ক অবরোধে প্ররোচনার অভিযোগ

আরও পড়ুন : ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে জাতীয় সড়ক অবরোধ মালদায়

এ দিনও পয়গম্বর ইস্যুতে পার্কসার্কাস সেভেন ক্রসিংয়ে বিক্ষোভ দেখানো হয় ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মা অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে ৷ যা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদে সামিল হন সংখ্যালঘু সংম্প্রদায়ের লোকজন ৷ পরিস্থিতি সামাল দিতে নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিজেপি ৷ তাঁকে বরখাস্ত করা হয় ৷ পয়গম্বরকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গতকাল থেকে রাজ্যে প্রতিবাদে সরব হয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ৷

কলকাতা, 10 জুন : পয়গম্বর মহম্মদ ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে পথ অবরোধ করে সন্ত্রাসের আবহ সৃষ্টি হয়েছে তাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনে সেনা নামানো হোক সেই সমস্ত জায়গায়। জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতির কাছে মামলা শুনানির আর্জি। আজ রাতে বা আগামিকাল যে কোনও সময় বিশেষ বেঞ্চ বসিয়ে মামলার শুনানি করে অবিলম্বে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আনা হয় তার নির্দেশ দিক আদালত ৷ এই বলে আর্জি জানানো হল হাইকোর্টে। প্রধান বিচারপতি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে যে কোনও সময় এই মামলার শুনানি করা হতে পারে।

আগেই হজরত মহম্মদকে অপমান ইস্যুতে জাতীয় সড়ক অবরোধ করার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ বিষয়টি নিয়ে ইচ্ছাকৃত প্ররোচনা দেওয়া এবং পরিস্থিতিকে উত্তপ্ত করার অভিযোগে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ কারা এই ইস্যুতে প্ররোচনা দিচ্ছেন ? তা খুঁজে বের করতেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে মামলাকারীদের তরফে জানানো হয়েছে (PIL Against National Highway Block Over Prophet Comment Row) ৷ আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে ৷

এ দিন মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানান, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সীমানার সঙ্গে যুক্ত ৷ সেই রাজ্যে গুরুত্বপূর্ণ দু’টি জাতীয় সড়ক টানা 11 ঘণ্টা অবরোধ করে রাখা হয়েছিল ৷ সেখানে টায়ার পোড়ানো এবং ইট ছোড়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মামলাকারী দেবদত্ত মাঝি ৷ রাজ্যের গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধে কারা যুক্ত তাঁদের খুঁজে বের করতে এই জনস্বার্থ মামলা বলে জানিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে এনআইএ তদন্ত দাবি করেছেন দেবদত্ত ৷ প্রধান বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন ৷ আগামী সোমবার সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে ৷

পয়গম্বর ইস্যুতে জাতীয় সড়ক অবরোধে প্ররোচনার অভিযোগ

আরও পড়ুন : ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে জাতীয় সড়ক অবরোধ মালদায়

এ দিনও পয়গম্বর ইস্যুতে পার্কসার্কাস সেভেন ক্রসিংয়ে বিক্ষোভ দেখানো হয় ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মা অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে ৷ যা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদে সামিল হন সংখ্যালঘু সংম্প্রদায়ের লোকজন ৷ পরিস্থিতি সামাল দিতে নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিজেপি ৷ তাঁকে বরখাস্ত করা হয় ৷ পয়গম্বরকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গতকাল থেকে রাজ্যে প্রতিবাদে সরব হয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ৷

Last Updated : Jun 10, 2022, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.