কলকাতা, 9 অক্টোবর: কলকাতা শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধর্মতলা, ভিক্টরিয়া কিংবা হাওড়া ব্রিজ ৷ এ তো এখনকার কলকাতা ৷ কিন্তু, পুরনো দিনের কলকাতা কেমন ছিল ? তা জানার আগ্রহ বহু মানুষের মধ্যেই আছে ৷ আর কয়েকদিনের মধ্যে সেই বাসনা, কিছুটা হলেও মিটতে চলছে ৷ একই সঙ্গে কলকাতার দেড়-দু’শো বছরের পুরনো অজানা ইতিহাস জানার সুযোগ থাকছে সমগ্র বিশ্বের কাছে ৷ পুরনো কলকাতার ছবি তুলে ধরা হবে টাউন হলে (Photo Exhibition of Old Kolkata at Town Hall) ৷ সেখান থেকে জানা যাবে, বর্তমানের হাওড়া ব্রিজের আগের ব্রিজ কেমন ছিল ? কলকাতা হাইকোর্টের পাশের লেকের ছবি, কিংবা দেড়শো বছরের আগে নিমতলা শ্মশানে মহিলাদের উদ্যোগে হওয়া শেষকৃত্যের কাজ ৷ সেই সঙ্গে থাকবে রেড রোডে যুদ্ধবিমান নামার ছবিও ৷
মূলত, সরকারি উদ্যোগে পুরনো নথি ঘেঁটে উদ্ধার করা হয়েছে কলকাতার একাধিক তথ্য, সেকালের ছবি ও নেগেটিভ ৷ রাজ, রাজা কিংবা ব্রিটিশদের ব্যবহৃত অস্ত্র ভাণ্ডার, যেগুলি প্রদর্শিত হবে কলকাতার টাউন হলে ৷ ইতিমধ্যে, কলকাতা পৌরনিগমের সহযোগিতায় পুরাতত্ত্ববিভাগ উদ্ধার হওয়া ছবির প্রদর্শনীর জন্য আবেদন করেছে ৷ এই ছবিগুলির কপি বিক্রি হলে কয়েক কোটি টাকা সরকারি কোষাগারে ঢুকতে পারে ৷ যে কারণে প্রদর্শনীর ছাড়পত্র আপাতত অর্থ দফতরের উপর নির্ভর করছে ৷ তবে, সূত্রের খবর, উৎসব মিটলেই অজানা ইতিহাস ছবি-সহ প্রদর্শিত হবে কলকাতার টাউনহলে ৷
আরও পড়ুন: কলকাতায় বিপন্ন পরিবেশবান্ধব ট্রাম, গণপরিবহণকে ফেরাতে জনস্বার্থ মামলা হাইকোর্টে
কলকাতা-সহ অবিভক্ত বাংলার একাধিক নথি, ইতিহাস, দলিল রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টির অফিস ৷ সেই অফিসের প্রধান বিপ্লব রায় বলেন, ‘‘এমন কিছু ছবি, ইতিহাস উদ্ধার করা হয়েছে যা সবাইকে তাক লাগিয়ে দেবে ৷ গবেষক, ইতিহাস প্রেমীদের খিদে বাড়িয়ে দেবে ৷ উদ্ধার হওয়া ছবির কপি বিক্রি করলে প্রায় পাঁচ কোটি টাকা সরকার আয় করতে পারবে ৷ আমরা তৈরি আছি ৷ অর্থ দফতরের সবুজ সংকেত মিললেই দু’দিনের মধ্যে আমরা টাউনহলে প্রদর্শনীর ব্যবস্থা করব ৷ একই সঙ্গে বহু অস্ত্র প্রদর্শনীর ব্যবস্থাও থাকবে ৷’’