ETV Bharat / city

মাস্ক না পরে বাড়ি থেকে বেরোলেই এবার জরিমানা - কোরোনা

এবার মাস্ক না পরলেই জরিমানা ৷ শোনা হবে না কোনও অজুহাত ৷ কড়া নির্দেশ নবান্নর ৷

Fine for not wearing mask
মাস্ক নিয়ে নির্দেশ নবান্নর
author img

By

Published : Jul 4, 2020, 12:48 AM IST

Updated : Jul 4, 2020, 6:06 AM IST

কলকাতা, 3 জুলাই : এবার মাস্ক নিয়ে আরও কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার । স্বরাষ্ট্র সচিবের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে মাস্ক না পরে বাড়ির বাইরে বেরোলেই জরিমানা করা হবে । পাশাপাশি মাস্ক না পরা ব্যক্তিকে বাড়িতেও ফেরত পাঠিয়ে দেওয়া হবে ।

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে ৷ প্রতিদিন সংক্রমণের পুরোনো রেকর্ড ভেঙে যাচ্ছে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে 669 জন ৷ অন্যদিকে দেশে মোট আক্রান্তের সংখ্যা 6 লাখ 25 হাজার 544-তে পৌঁছেছে ৷ এই অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক করতে একধিক পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন । সঙ্গে চলছে সচেতনতামূলক প্রচার ৷ এরপরও উদাসীন অনেকেই । মাস্ক ছাড়াই রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে । মাস্ক থাকলেও তা যথাযথভাবে ব্যবহার করছেন না অনেকে । এর ফলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা ।

অনেক আগেই মাস্ক পরা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার ৷ বলা হয়েছিল, নাক-মুখ ঢেকে রাস্তায় বেরোতে হবে ৷ সেই মতো নজর রাখছিল পুলিশ । কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি ৷ তাই এবার আরও কড়া পদক্ষেপ করা হল ৷ স্বরাষ্ট্রসচিব নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছেন, মাস্ক না পরে রাস্তায় বেরোলেই জরিমানা করা হবে । কোনও অজুহাত শোনা হবে না ৷ মাস্ক না পরা ব্যক্তিকে বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হবে ৷

কলকাতা, 3 জুলাই : এবার মাস্ক নিয়ে আরও কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার । স্বরাষ্ট্র সচিবের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে মাস্ক না পরে বাড়ির বাইরে বেরোলেই জরিমানা করা হবে । পাশাপাশি মাস্ক না পরা ব্যক্তিকে বাড়িতেও ফেরত পাঠিয়ে দেওয়া হবে ।

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে ৷ প্রতিদিন সংক্রমণের পুরোনো রেকর্ড ভেঙে যাচ্ছে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে 669 জন ৷ অন্যদিকে দেশে মোট আক্রান্তের সংখ্যা 6 লাখ 25 হাজার 544-তে পৌঁছেছে ৷ এই অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক করতে একধিক পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন । সঙ্গে চলছে সচেতনতামূলক প্রচার ৷ এরপরও উদাসীন অনেকেই । মাস্ক ছাড়াই রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে । মাস্ক থাকলেও তা যথাযথভাবে ব্যবহার করছেন না অনেকে । এর ফলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা ।

অনেক আগেই মাস্ক পরা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার ৷ বলা হয়েছিল, নাক-মুখ ঢেকে রাস্তায় বেরোতে হবে ৷ সেই মতো নজর রাখছিল পুলিশ । কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি ৷ তাই এবার আরও কড়া পদক্ষেপ করা হল ৷ স্বরাষ্ট্রসচিব নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছেন, মাস্ক না পরে রাস্তায় বেরোলেই জরিমানা করা হবে । কোনও অজুহাত শোনা হবে না ৷ মাস্ক না পরা ব্যক্তিকে বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হবে ৷

Last Updated : Jul 4, 2020, 6:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.