ETV Bharat / city

East West Metro Railway মেট্রোর কাজে ভেঙেছে আশ্রয়, একজোট হলেন বউবাজারের ঘরছাড়ারা

ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের (East West Metro Railway) কাজ চলাকালীন কলকাতার (Kolkata) বউবাজারে (Bowbazar) অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ কিন্তু, সেইসব বাড়ির বাসিন্দারা অনেকেই আজও তাঁদের ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ ৷ এবার তাই প্রাপ্য আদায় করতে সোসাইটি গড়লেন তাঁরা (Bowbazar Metro Affected Residents Welfare Society) ৷

people suffered by East West Metro Railway work at Bowbazar build a society
East West Metro Railway মেট্রোর কাজে ভেঙেছে আশ্রয়, একজোট হলেন বউবাজারের ঘরছাড়ারা
author img

By

Published : Aug 28, 2022, 7:03 PM IST

কলকাতা, 28 অগস্ট: বেশ কয়েক বছর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের (East West Metro Railway) কাজ চলাকালীন বিপর্যয় ঘটে যায় কলকাতার (Kolkata) বউবাজার (Bowbazar) এলাকায় ৷ মাটির তলায় সুরঙ্গ খোঁড়ার ফলে ধসে যায় কয়েকটি বাড়ি ৷ আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যাও নেহাত কম নয় ৷ সবথেকে বড় কথা, বাড়িগুলির বিপজ্জনক অবস্থার জন্য সেগুলি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন বাসিন্দারা ৷ এখনও তাঁদের অনেকেই নিজেদের ভিটেয় ফিরতে পারেননি ৷ এবার তাই একজোট হচ্ছেন ছাদ হারানো এই মানুষগুলো ৷ নিজের হক আদায় করতে একটি সোসাইটি তৈরি করলেন তাঁরা ৷ যার নামকরণ করা হয়েছে, 'বউবাজার মেট্রো অ্যাফেক্টেড রেসিডেন্টস ওয়েলফেয়ার সোসাইটি' (Bowbazar Metro Affected Residents Welfare Society) ৷

বউবাজারের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানালেন, প্রাণ বাঁচাতে একরাতের মধ্যে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁদের ৷ কিন্তু, একরাতে ঘরে ফেরা সম্ভব নয় ৷ তাঁদের অভিযোগ, ক্ষতিপূরণের টাকা হোক, কিংবা মাথার উপর পাকা ছাদ তৈরি, সবক্ষেত্রেই তাঁরা বঞ্চনা এবং দ্বিচারিতার শিকার হচ্ছেন ৷ এত দিন সবাই নিজের নিজের মতো করে লড়াই চালাচ্ছিলেন ৷ তাতে লাভ কিছু হয়নি ৷ আর সেই কারণেই একজোট হওয়াটা প্রয়োজনীয় হয়ে পড়ে ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই মেট্রো স্টেশনের উদ্বোধন, অসৌজন্যের অভিযোগ তৃণমূলের

সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি করা হয়েছে বিশ্বজিৎ মতিলালকে ৷ তাঁর সঙ্গে সহ-সভাপতি এবং সম্পাদকের দায়িত্ব নিয়েছেন অভিজিৎ মতিলাল ও সঞ্জয় সেন ৷ তাঁরা জানিয়েছেন, আগামী দিনে নিজেদের হক আদায় করতে প্রয়োজনে আইনি পথে সমবেত লড়াই শুরু করা হবে ৷

এই প্রসঙ্গে সঞ্জয় সেন বলেন, "অনেক দিন হয়ে গেল ৷ আমরা আমাদের জন্ম ভিটে ছেড়ে রয়েছি ৷ মেট্রো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সবসময় ভালো আচরণ করছে না ৷ তারা এমন ভাব দেখাচ্ছে, যেন আমরা তাদের কোনও সম্পত্তি নিয়ে নিচ্ছি ৷ অনেকেই তাঁদের ক্ষতিপূরণ ও প্রাপ্য কিছুই পাননি ৷ ফলে আমরা যাঁরা বিপর্যস্ত, তাঁরা একজোট হয়ে সোসাইটি তৈরি করেছি ৷ আমারা যাতে আমাদের প্রাপ্য আদায় করতে পারি, তার জন্যই এই ব্যবস্থা ৷"

কলকাতা, 28 অগস্ট: বেশ কয়েক বছর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের (East West Metro Railway) কাজ চলাকালীন বিপর্যয় ঘটে যায় কলকাতার (Kolkata) বউবাজার (Bowbazar) এলাকায় ৷ মাটির তলায় সুরঙ্গ খোঁড়ার ফলে ধসে যায় কয়েকটি বাড়ি ৷ আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যাও নেহাত কম নয় ৷ সবথেকে বড় কথা, বাড়িগুলির বিপজ্জনক অবস্থার জন্য সেগুলি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন বাসিন্দারা ৷ এখনও তাঁদের অনেকেই নিজেদের ভিটেয় ফিরতে পারেননি ৷ এবার তাই একজোট হচ্ছেন ছাদ হারানো এই মানুষগুলো ৷ নিজের হক আদায় করতে একটি সোসাইটি তৈরি করলেন তাঁরা ৷ যার নামকরণ করা হয়েছে, 'বউবাজার মেট্রো অ্যাফেক্টেড রেসিডেন্টস ওয়েলফেয়ার সোসাইটি' (Bowbazar Metro Affected Residents Welfare Society) ৷

বউবাজারের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানালেন, প্রাণ বাঁচাতে একরাতের মধ্যে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁদের ৷ কিন্তু, একরাতে ঘরে ফেরা সম্ভব নয় ৷ তাঁদের অভিযোগ, ক্ষতিপূরণের টাকা হোক, কিংবা মাথার উপর পাকা ছাদ তৈরি, সবক্ষেত্রেই তাঁরা বঞ্চনা এবং দ্বিচারিতার শিকার হচ্ছেন ৷ এত দিন সবাই নিজের নিজের মতো করে লড়াই চালাচ্ছিলেন ৷ তাতে লাভ কিছু হয়নি ৷ আর সেই কারণেই একজোট হওয়াটা প্রয়োজনীয় হয়ে পড়ে ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই মেট্রো স্টেশনের উদ্বোধন, অসৌজন্যের অভিযোগ তৃণমূলের

সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি করা হয়েছে বিশ্বজিৎ মতিলালকে ৷ তাঁর সঙ্গে সহ-সভাপতি এবং সম্পাদকের দায়িত্ব নিয়েছেন অভিজিৎ মতিলাল ও সঞ্জয় সেন ৷ তাঁরা জানিয়েছেন, আগামী দিনে নিজেদের হক আদায় করতে প্রয়োজনে আইনি পথে সমবেত লড়াই শুরু করা হবে ৷

এই প্রসঙ্গে সঞ্জয় সেন বলেন, "অনেক দিন হয়ে গেল ৷ আমরা আমাদের জন্ম ভিটে ছেড়ে রয়েছি ৷ মেট্রো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সবসময় ভালো আচরণ করছে না ৷ তারা এমন ভাব দেখাচ্ছে, যেন আমরা তাদের কোনও সম্পত্তি নিয়ে নিচ্ছি ৷ অনেকেই তাঁদের ক্ষতিপূরণ ও প্রাপ্য কিছুই পাননি ৷ ফলে আমরা যাঁরা বিপর্যস্ত, তাঁরা একজোট হয়ে সোসাইটি তৈরি করেছি ৷ আমারা যাতে আমাদের প্রাপ্য আদায় করতে পারি, তার জন্যই এই ব্যবস্থা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.