ETV Bharat / city

টিকাকরণ কেন্দ্রে এসেও ফিরতে হল টিকা না পেয়ে - corona

চাহিদার তুলনায় জোগান কম ৷ আর তাই কলকাতা পৌরনিগমের টিকাকরণ কেন্দ্রে টিকা নিতে এসেও টিকা না পেয়ে ফিরে যেতে হল বহু মানুষকে ৷ এদিকে, শহরে এদিনও নতুন করে 1200-রও বেশি কোভিড রোগীর খোঁজ মিলেছে ৷ করোনার এই জোয়ারে আতঙ্ক বাড়ছে আমজনতার মধ্যে ৷

wb_kol_01_kmc_corona_vaccine_7203415_vis
করোনার টিকা নিতে এসেও ফিরতে হল টিকা না পেয়ে
author img

By

Published : Apr 12, 2021, 10:09 PM IST

কলকাতা, 12 এপ্রিল : করোনার টিকা নিতে এসেও প্রতিষেধক না পেয়ে ফিরে গেলেন বহু শহরবাসী ৷ কলকাতা পৌরনিগমের অধীনস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলির 120টি সেন্টার থেকে দেওয়া হচ্ছে করোনার টিকা ৷ সোমবারও টিকাকরণ কেন্দ্রগুলির বাইরে ছিল দীর্ঘ লাইন ৷ কিন্তু দিল্লি থেকে পাঠানো টিকার জোগান কম হওয়ায় টিকা নিতে আসা বহু মানুষই ফিরে যেতে বাধ্য হন ৷

সোমবার টিকার জোগান কম থাকার কথা স্বীকার করে নেন কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী ৷ এদিকে, কলকাতায় ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ এদিনও শহরে নতুন করে 1200-রও বেশি কোভিড রোগীর খোঁজ মিলেছে ৷ করোনার এই জোয়ারে আতঙ্ক বাড়ছে আমজনতার মধ্যে ৷

এদিন কলকাতায় 9 হাজার 650 জনকে কোভিশিল্ড ও কোভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ কলকাতা পৌরনিগমের 80টি কেন্দ্র থেকে কোভিশিল্ড ও 22টি সেন্টার থেকে কোভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ পৌরনিগম সূত্রে খবর, গত 1 এপ্রিল থেকেই টিকাকরণের সংখ্যা বাড়ানো হয়েছে ৷ কিন্তু মানুষের মধ্যে চাহিদা বেশি থাকায় এই জোগানও পর্যাপ্ত নয় বলে জানাচ্ছে পৌর কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেই হুগলির হাসপাতালে শয্যার অভাব

কলকাতা পৌরনিগম সূত্রে জানানো হয়েছে, আগামী পয়লা বৈশাখ ছুটির দিন হলেও টিকাকরণের কাজ চলবে ৷ টিকাকরণ করা হবে সাপ্তাহিক ছুটির দিনগুলিতেও ৷

কলকাতা, 12 এপ্রিল : করোনার টিকা নিতে এসেও প্রতিষেধক না পেয়ে ফিরে গেলেন বহু শহরবাসী ৷ কলকাতা পৌরনিগমের অধীনস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলির 120টি সেন্টার থেকে দেওয়া হচ্ছে করোনার টিকা ৷ সোমবারও টিকাকরণ কেন্দ্রগুলির বাইরে ছিল দীর্ঘ লাইন ৷ কিন্তু দিল্লি থেকে পাঠানো টিকার জোগান কম হওয়ায় টিকা নিতে আসা বহু মানুষই ফিরে যেতে বাধ্য হন ৷

সোমবার টিকার জোগান কম থাকার কথা স্বীকার করে নেন কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী ৷ এদিকে, কলকাতায় ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ এদিনও শহরে নতুন করে 1200-রও বেশি কোভিড রোগীর খোঁজ মিলেছে ৷ করোনার এই জোয়ারে আতঙ্ক বাড়ছে আমজনতার মধ্যে ৷

এদিন কলকাতায় 9 হাজার 650 জনকে কোভিশিল্ড ও কোভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ কলকাতা পৌরনিগমের 80টি কেন্দ্র থেকে কোভিশিল্ড ও 22টি সেন্টার থেকে কোভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ পৌরনিগম সূত্রে খবর, গত 1 এপ্রিল থেকেই টিকাকরণের সংখ্যা বাড়ানো হয়েছে ৷ কিন্তু মানুষের মধ্যে চাহিদা বেশি থাকায় এই জোগানও পর্যাপ্ত নয় বলে জানাচ্ছে পৌর কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেই হুগলির হাসপাতালে শয্যার অভাব

কলকাতা পৌরনিগম সূত্রে জানানো হয়েছে, আগামী পয়লা বৈশাখ ছুটির দিন হলেও টিকাকরণের কাজ চলবে ৷ টিকাকরণ করা হবে সাপ্তাহিক ছুটির দিনগুলিতেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.