ETV Bharat / city

Tram restaurant at Eco park: ট্রামেই রেস্তোরাঁ, ইকো পার্কে জিয়া নস্টাল !

author img

By

Published : Jan 27, 2022, 7:57 PM IST

ইকো পার্কে খুঁজে পাবেন পুরনো কলকাতার নস্টালজিয়া (Calcutta tram company) ৷ ট্রামের বগিতে চলছে রেস্তোরাঁ (Tram restaurant at Eco park) ৷ সেখানে গিয়ে আবেগে ভাসছেন মানুষজন ৷

people-enjoying-tram-restaurant-at-eco-park
ট্রামেই রেস্তোরাঁ, ইকো পার্কে জিয়া নস্টাল !

কলকাতা, 27 জানুয়ারি: ইকো পার্ক অঞ্চলে ক্যালকাটা ট্রামওয়েজের (CTC) 261 নম্বর ট্রামটি হঠাৎ করে দেখলে চমকে যাবেন ৷ ডিসপ্লে বোর্ডটি দেখলে তো আরও অবাক হতে হয় । কারণ সেখানে লেখা- এসপ্ল্যানেড থেকে নিউটাউন । এই রুটে ট্রাম ? সে আবার কবে থেকে ? আসলে ট্রামের (Kolkata Tram) একটি বগিকেই আস্ত রেস্তোরাঁর রূপ দেওয়া হয়েছে ।

261 নম্বর ট্রামটিকে রাখা হয়েছে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের পাশে । গত বছরের শেষের দিকে চালু হয়েছে এই ট্রাম রেস্তোরাঁ (Tram restaurant at Eco park)। নাম 'কলকাতা স্ট্রিট ফুড ৷' কোচের ভেতরে সবকিছুই একই রকম ৷ তবে শুধু ট্রামের (Calcutta tram company) আসনের বদলে রয়েছে খাওয়া-দাওয়া করার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা । আর কী নেই স্ট্রিট ফুডের মেনু কার্ডে ! পাও ভাজি থেকে শুরু করে মোমো, সঙ্গে গলা ভেজানোর জন্য ঠান্ডা পানীয় - সবই মিলবে এই রেস্তোরাঁয় ।

ট্রামেই রেস্তোরাঁ, ইকো পার্কে জিয়া নস্টাল !

আরও পড়ুন: শহিদ দিবসের স্মৃতি নিয়ে বর্ণাঢ্য ট্রাম ঘুরবে শহরের পথে পথে

অতীতকে একেবারে ফেলে না দিয়ে তাকেই সংস্কার করে কী ভাবে চলনসই করে তোলা যায়, তারই বোধহয় একটা সুন্দর নমুনা তুলে ধরেছে হিডকো (HIDCO) । শহরের ঝাঁ চকচকে অত্যাধুনিকতার পাশাপাশি এক টুকরো পুরনো কলকাতাও (Kolkata news) সেখানে স্থান পেয়েছে ৷ এই প্রচেষ্টা মন ছুঁয়েছে শহরবাসীর ৷

ইকো পার্ক অঞ্চলে রয়েছে ঘুরে দেখার বহু জিনিস । তাই সারাদিন ঘোরাঘুরির পরে ক্লান্ত হয়ে ঠান্ডায় দু'দন্ড জিরিয়ে নিতে এখানে আসছেন অনেকেই ৷ ট্রামের নস্টালজিয়াকে সঙ্গী করে চলছে রসনা তৃপ্তি । সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ট্রাম রেস্তোরাঁ।

আরও পড়ুন: শহরে এবার ম্যাজিক্যাল ট্রাম, গঙ্গাবক্ষে জাদুর খেলা ফেরিতেও

কলকাতা, 27 জানুয়ারি: ইকো পার্ক অঞ্চলে ক্যালকাটা ট্রামওয়েজের (CTC) 261 নম্বর ট্রামটি হঠাৎ করে দেখলে চমকে যাবেন ৷ ডিসপ্লে বোর্ডটি দেখলে তো আরও অবাক হতে হয় । কারণ সেখানে লেখা- এসপ্ল্যানেড থেকে নিউটাউন । এই রুটে ট্রাম ? সে আবার কবে থেকে ? আসলে ট্রামের (Kolkata Tram) একটি বগিকেই আস্ত রেস্তোরাঁর রূপ দেওয়া হয়েছে ।

261 নম্বর ট্রামটিকে রাখা হয়েছে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের পাশে । গত বছরের শেষের দিকে চালু হয়েছে এই ট্রাম রেস্তোরাঁ (Tram restaurant at Eco park)। নাম 'কলকাতা স্ট্রিট ফুড ৷' কোচের ভেতরে সবকিছুই একই রকম ৷ তবে শুধু ট্রামের (Calcutta tram company) আসনের বদলে রয়েছে খাওয়া-দাওয়া করার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা । আর কী নেই স্ট্রিট ফুডের মেনু কার্ডে ! পাও ভাজি থেকে শুরু করে মোমো, সঙ্গে গলা ভেজানোর জন্য ঠান্ডা পানীয় - সবই মিলবে এই রেস্তোরাঁয় ।

ট্রামেই রেস্তোরাঁ, ইকো পার্কে জিয়া নস্টাল !

আরও পড়ুন: শহিদ দিবসের স্মৃতি নিয়ে বর্ণাঢ্য ট্রাম ঘুরবে শহরের পথে পথে

অতীতকে একেবারে ফেলে না দিয়ে তাকেই সংস্কার করে কী ভাবে চলনসই করে তোলা যায়, তারই বোধহয় একটা সুন্দর নমুনা তুলে ধরেছে হিডকো (HIDCO) । শহরের ঝাঁ চকচকে অত্যাধুনিকতার পাশাপাশি এক টুকরো পুরনো কলকাতাও (Kolkata news) সেখানে স্থান পেয়েছে ৷ এই প্রচেষ্টা মন ছুঁয়েছে শহরবাসীর ৷

ইকো পার্ক অঞ্চলে রয়েছে ঘুরে দেখার বহু জিনিস । তাই সারাদিন ঘোরাঘুরির পরে ক্লান্ত হয়ে ঠান্ডায় দু'দন্ড জিরিয়ে নিতে এখানে আসছেন অনেকেই ৷ ট্রামের নস্টালজিয়াকে সঙ্গী করে চলছে রসনা তৃপ্তি । সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ট্রাম রেস্তোরাঁ।

আরও পড়ুন: শহরে এবার ম্যাজিক্যাল ট্রাম, গঙ্গাবক্ষে জাদুর খেলা ফেরিতেও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.