ETV Bharat / city

কৃষকরা ন্যায়-বিচার পেলেন, আইন বাতিলের দাবি তুলে বলল বাম-কংগ্রেস - আব্দুল মান্নান

অবদুল মান্নান ও সুজন চক্রবর্তী যৌথ বিবৃতিতে জানিয়েছেন, দেশের সরকার কৃষক বিরোধী । কর্পোরেট সংস্থার হাতে কৃষি ব্যবস্থাকে তুলে দিয়ে দেশের কৃষি অর্থনীতিকে পঙ্গু করে দিতে চায় । আমরা চাই কৃষি আইন বাতিল হোক ৷

Peasants got justice told Abdul Mannan and Sujan Chakraborty
Peasants got justice told Abdul Mannan and Sujan Chakraborty
author img

By

Published : Jan 12, 2021, 4:52 PM IST

কলকাতা, 12 জানুয়ারি : আজই কেন্দ্রের আনা নতুন তিন কৃষি আইনে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েও আইন বাতিল দাবি তুলছে রাজ্যের অন্যতম দুই বিরোধী দল বাম ও কংগ্রেস । আইন বাতিলের পক্ষে সওয়াল করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ।

গত দেড় মাস প্রায় দিল্লির সিঙ্ঘু সীমান্তে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা । হরিয়ানা, পঞ্জাব-সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা রাজধানীর তীব্র শীত উপেক্ষা করে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন । কেন্দ্রের আইন বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভে মৃত্যু হয়েছে আন্দোলনরত বহু কৃষকের । অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির একাধিক বৈঠকে মেলেনি রফাসূত্র ৷ এরপর আজ নয়া তিন কৃষি আইনের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট ৷ আদালতের এই রায়ের পর রাজ্যের বিরোধী দুই বিরোধী দল বাম-কংগ্রেস আদালতের রায়কে স্বাগাত জানাল ৷ তাদের মতে ন্যায়বিচার পেল কৃষকরা ৷ তবে আইন বাতিলের দাবি জানাচ্ছে বাম-কংগ্রেস ৷

আরও পড়ুন: কৃষি আইনে স্থগিতাদেশ

অবদুল মান্নান ও সুজন চক্রবর্তী যৌথ বিবৃতিতে জানিয়েছেন, "দেশের সরকার কৃষক বিরোধী । কর্পোরেট সংস্থার হাতে কৃষি ব্যবস্থাকে তুলে দিয়ে দেশের কৃষি অর্থনীতিকে পঙ্গু করে দিতে চায় । গতকাল শীর্ষ আদালত একটি পর্যবেক্ষণে আইনটিকে খারিজ করার কথাও জানিয়েছিলেন । কিন্তু আজ আদালতের পক্ষে জানানো হল, নয়া তিন কৃষি আইনের স্থগিতাদেশের কথা । আমরা চাই কৃষি আইন বাতিল হোক ৷"

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "পাঁচশোর বেশি কৃষক সংগঠন এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন । আদালতের আদালতের আজকের রায় তাঁদের কিছুটা হলেও স্বস্তি দেবে ।"

কলকাতা, 12 জানুয়ারি : আজই কেন্দ্রের আনা নতুন তিন কৃষি আইনে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েও আইন বাতিল দাবি তুলছে রাজ্যের অন্যতম দুই বিরোধী দল বাম ও কংগ্রেস । আইন বাতিলের পক্ষে সওয়াল করলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ।

গত দেড় মাস প্রায় দিল্লির সিঙ্ঘু সীমান্তে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা । হরিয়ানা, পঞ্জাব-সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা রাজধানীর তীব্র শীত উপেক্ষা করে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন । কেন্দ্রের আইন বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভে মৃত্যু হয়েছে আন্দোলনরত বহু কৃষকের । অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির একাধিক বৈঠকে মেলেনি রফাসূত্র ৷ এরপর আজ নয়া তিন কৃষি আইনের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট ৷ আদালতের এই রায়ের পর রাজ্যের বিরোধী দুই বিরোধী দল বাম-কংগ্রেস আদালতের রায়কে স্বাগাত জানাল ৷ তাদের মতে ন্যায়বিচার পেল কৃষকরা ৷ তবে আইন বাতিলের দাবি জানাচ্ছে বাম-কংগ্রেস ৷

আরও পড়ুন: কৃষি আইনে স্থগিতাদেশ

অবদুল মান্নান ও সুজন চক্রবর্তী যৌথ বিবৃতিতে জানিয়েছেন, "দেশের সরকার কৃষক বিরোধী । কর্পোরেট সংস্থার হাতে কৃষি ব্যবস্থাকে তুলে দিয়ে দেশের কৃষি অর্থনীতিকে পঙ্গু করে দিতে চায় । গতকাল শীর্ষ আদালত একটি পর্যবেক্ষণে আইনটিকে খারিজ করার কথাও জানিয়েছিলেন । কিন্তু আজ আদালতের পক্ষে জানানো হল, নয়া তিন কৃষি আইনের স্থগিতাদেশের কথা । আমরা চাই কৃষি আইন বাতিল হোক ৷"

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "পাঁচশোর বেশি কৃষক সংগঠন এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন । আদালতের আদালতের আজকের রায় তাঁদের কিছুটা হলেও স্বস্তি দেবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.