ETV Bharat / city

Partha Ghosh Dies : বাচিক জগতে নক্ষত্রপতন ! প্রয়াত পার্থ ঘোষ, মুখ্যমন্ত্রীর শোকবার্তা

প্রয়াত প্রখ্যাত বাচিকশিল্পী পার্থ ঘোষ ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 83 বছর (Partha Ghosh passes away) ৷

author img

By

Published : May 7, 2022, 11:08 AM IST

Updated : May 7, 2022, 11:31 AM IST

Partha Ghosh
প্রয়াত পার্থ ঘোষ

কলকাতা, 7 মে : ফের বাচিক জগতে নক্ষত্রপতন ৷ চলে গেলেন প্রখ্যাত বাচিকশিল্পী পার্থ ঘোষ । গত বছরের অগাস্টে তিনি হারিয়েছিলেন স্ত্রী গৌরী ঘোষকে।

বাচিক শিল্পের জগতে পার্থ ঘোষ-গৌরী ঘোষ যেন একটিই নাম । একজনের নাম এলে অবধারিতভাবে আরেকজনের নাম আসবেই । সংসার এবং মঞ্চ, দুই ক্ষেত্রেই তাঁদের জুটি ছিল অতুলনীয় । সেই জুটিই ভেঙেছিল গত বছরের 26 অগাস্টে । প্রয়াত হয়েছিলেন গৌরী ঘোষ ৷ এদিন চলে গেলেন পার্থ ঘোষও ৷

শিল্পীর মৃত্যুকালে বয়স হয়েছিল 83 বছর । সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে দিনকয়েক আগেই হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ বাচিকশিল্পীকে । গলায় অস্ত্রোপচার হয় । তারপর সুস্থই ছিলেন তিনি । এরপর আজ ভোরে হঠাৎই কার্ডিয়াক অ্যারেস্টে হয় তাঁর । নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে । সেখানেই সকাল 7টা 35 মিনিটে প্রয়াত হন পার্থ ঘোষ ।

হাসপাতাল থেকে দমদমের বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ । আজই নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর । বাচিক শিল্পের এই দুই মহারথীর নাম সকলের কাছেই পরিচিত । দীর্ঘকাল যুক্ত ছিলেন আকাশবাণী কলকাতার সঙ্গে । তাঁদের ‘কর্ণকুন্তী সংবাদ’ এখনও শ্রোতাদের কাছে জনপ্রিয় ৷ আগেই ইহলোক ত্যাগ করেছিলেন ‘কুন্তী’, এদিন চলে গেলেন ‘কর্ণ’ও ৷ পার্থ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : প্রয়াত অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা

মুখ্যমন্ত্রী এক শোকবার্তায় বলেন, ‘‘তাঁর অনবদ্য আবৃত্তি মননশীল শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে । দীর্ঘদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রের উপস্থাপক-ঘোষক হিসাবে কাজ করেছেন। পার্থবাবু পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন । পশ্চিমবঙ্গ সরকার 2018 সালে তাঁকে 'বঙ্গভূষণ' সম্মাননা প্রদান করে । তাঁর প্রয়াণে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি হল ।’’

কলকাতা, 7 মে : ফের বাচিক জগতে নক্ষত্রপতন ৷ চলে গেলেন প্রখ্যাত বাচিকশিল্পী পার্থ ঘোষ । গত বছরের অগাস্টে তিনি হারিয়েছিলেন স্ত্রী গৌরী ঘোষকে।

বাচিক শিল্পের জগতে পার্থ ঘোষ-গৌরী ঘোষ যেন একটিই নাম । একজনের নাম এলে অবধারিতভাবে আরেকজনের নাম আসবেই । সংসার এবং মঞ্চ, দুই ক্ষেত্রেই তাঁদের জুটি ছিল অতুলনীয় । সেই জুটিই ভেঙেছিল গত বছরের 26 অগাস্টে । প্রয়াত হয়েছিলেন গৌরী ঘোষ ৷ এদিন চলে গেলেন পার্থ ঘোষও ৷

শিল্পীর মৃত্যুকালে বয়স হয়েছিল 83 বছর । সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে দিনকয়েক আগেই হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ বাচিকশিল্পীকে । গলায় অস্ত্রোপচার হয় । তারপর সুস্থই ছিলেন তিনি । এরপর আজ ভোরে হঠাৎই কার্ডিয়াক অ্যারেস্টে হয় তাঁর । নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে । সেখানেই সকাল 7টা 35 মিনিটে প্রয়াত হন পার্থ ঘোষ ।

হাসপাতাল থেকে দমদমের বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ । আজই নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর । বাচিক শিল্পের এই দুই মহারথীর নাম সকলের কাছেই পরিচিত । দীর্ঘকাল যুক্ত ছিলেন আকাশবাণী কলকাতার সঙ্গে । তাঁদের ‘কর্ণকুন্তী সংবাদ’ এখনও শ্রোতাদের কাছে জনপ্রিয় ৷ আগেই ইহলোক ত্যাগ করেছিলেন ‘কুন্তী’, এদিন চলে গেলেন ‘কর্ণ’ও ৷ পার্থ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : প্রয়াত অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা

মুখ্যমন্ত্রী এক শোকবার্তায় বলেন, ‘‘তাঁর অনবদ্য আবৃত্তি মননশীল শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে । দীর্ঘদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রের উপস্থাপক-ঘোষক হিসাবে কাজ করেছেন। পার্থবাবু পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন । পশ্চিমবঙ্গ সরকার 2018 সালে তাঁকে 'বঙ্গভূষণ' সম্মাননা প্রদান করে । তাঁর প্রয়াণে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি হল ।’’

Last Updated : May 7, 2022, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.