ETV Bharat / city

রাজ্যপালকে চিড়িয়াখানা পরিদর্শনের পরামর্শ পার্থর - Partha Chatterjee

রাজ্যপালের আজকের বিধানসভা পরিদর্শন কর্মসূচি নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বললেন, "ওনার চিড়িয়াখানা দেখা উচিত। সেখানে জনসংযোগের সুযোগ আছে ।"

govornor
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Dec 5, 2019, 10:16 PM IST

Updated : Dec 5, 2019, 11:30 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর : শুধু বিশ্ববিদ্যালয় বা বিধানসভা নয়, রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিড়িয়াখানা পরিদর্শন করার পরামর্শ দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । আজ নাকতলার বাড়িতে তিনি বলেন, "আমি ভেবে পাচ্ছি না কী কী দেখার বাকি আছে । দক্ষিণেশ্বরটা দেখা হয়ে গেছে । কালীঘাট মনে হয় দেখা হয়নি । তবে দেখা উচিত । আমি একটা তালিকা তৈরি করে দিতে চাই । আর ওনার দেখা উচিত চিড়িয়াখানা । সেখানে জনসংযোগের সুযোগ আছে ।"

রাজ্যপাল নিয়মিত শহরের নিত্য নতুন কর্মসূচি রাখছেন । যা নিয়ে চরম অস্বস্তিতে রাজ্যের শাসকশিবির । ফলে বেড়ে চলেছে সংঘাত । আজ সকালে বিধানসভা পরিদর্শন কর্মসূচি রেখে কার্যত আগুনে ঘি ছেটান রাজ্যপাল । আজ এই বিষয়ে শিক্ষামন্ত্রী কটাক্ষের সুরে বলেন, "বিশ্ববিদ্যালয় ঘুরছেন । জেলায় জেলায় ঘুরছেন । আমি প্রথম দিনই বলেছিলাম ভিজ়িটর্সের কাজ যেটা সেটা উনি করছেন । এত ভিজ়িট কোনও রাজ্যপালকে করতে দেখিনি ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন তৃণমূলের মহাসচিব

রোজকার এই কর্মসূচি বাংলার মানুষের স্বার্থে কি না, তা নিয়েও রাজ্যপালকে খোঁচা দেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "যে নিজের উদ্যোগে এত কাজ করতে পারে, বাংলার মানুষকে ভালো রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের উদ্যোগে রাজ্যের বকেয়া আনার কর্মসূচিও রাখতে পারে ।"

কলকাতা, 5 ডিসেম্বর : শুধু বিশ্ববিদ্যালয় বা বিধানসভা নয়, রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিড়িয়াখানা পরিদর্শন করার পরামর্শ দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । আজ নাকতলার বাড়িতে তিনি বলেন, "আমি ভেবে পাচ্ছি না কী কী দেখার বাকি আছে । দক্ষিণেশ্বরটা দেখা হয়ে গেছে । কালীঘাট মনে হয় দেখা হয়নি । তবে দেখা উচিত । আমি একটা তালিকা তৈরি করে দিতে চাই । আর ওনার দেখা উচিত চিড়িয়াখানা । সেখানে জনসংযোগের সুযোগ আছে ।"

রাজ্যপাল নিয়মিত শহরের নিত্য নতুন কর্মসূচি রাখছেন । যা নিয়ে চরম অস্বস্তিতে রাজ্যের শাসকশিবির । ফলে বেড়ে চলেছে সংঘাত । আজ সকালে বিধানসভা পরিদর্শন কর্মসূচি রেখে কার্যত আগুনে ঘি ছেটান রাজ্যপাল । আজ এই বিষয়ে শিক্ষামন্ত্রী কটাক্ষের সুরে বলেন, "বিশ্ববিদ্যালয় ঘুরছেন । জেলায় জেলায় ঘুরছেন । আমি প্রথম দিনই বলেছিলাম ভিজ়িটর্সের কাজ যেটা সেটা উনি করছেন । এত ভিজ়িট কোনও রাজ্যপালকে করতে দেখিনি ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন তৃণমূলের মহাসচিব

রোজকার এই কর্মসূচি বাংলার মানুষের স্বার্থে কি না, তা নিয়েও রাজ্যপালকে খোঁচা দেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "যে নিজের উদ্যোগে এত কাজ করতে পারে, বাংলার মানুষকে ভালো রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের উদ্যোগে রাজ্যের বকেয়া আনার কর্মসূচিও রাখতে পারে ।"

Intro: কলকাতা, ৫ ডিসেম্বর: বিশ্ববিদ্যালয় বা বিধানসভা শুধু নয়, রাজ্যপাল জগদীপ ধনকরকে চিড়িয়াখানা পরিদর্শন করার পরামর্শ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
। আজ নাকতলার বাড়িতে বসে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, "আমি ভেবে পাচ্ছি না কী কী দেখার বাকি আছে। দক্ষিণেশ্বরটা দেখা হয়ে গিয়েছে । কালীঘাট মনে হয় দেখা হয়নি। তবে দেখা উচিত। আমি একটা তালিকা তৈরি করে দিতে চাই। আর উনার দেখা উচিত চিড়িয়াখানা। সেখানে জনসংযোগের সুযোগ আছে।"


Body:রাজ্যপাল নিয়মিত শহরের নিত্য নতুন কর্মসূচি রাখছেন । যা নিয়ে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক শিবির। ফলে বেড়ে চলেছে সংঘাত। আজ সকালে বিধানসভা পরিদর্শন কর্মসূচি রেখে কার্যত আগুনে ঘি ছিটিয়েছেন রাজ্যপাল। আজ এই বিষয়ে শিক্ষামন্ত্রী কটাক্ষের সুরে বলেন, "বিশ্ববিদ্যালয় ঘুরছেন । জেলায় জেলায় ঘুরছেন । আমি প্রথম দিনই বলেছিলাম ভিজিটর্সের কাজ যেটা সেটা উনি করছেন। এত ভিজিট কোনও রাজ্যপালকে করতে দেখিনি। আমি ভেবে পাচ্ছি না কী কী দেখার বাকি আছে। দক্ষিণেশ্বরটা দেখা হয়ে গিয়েছে । কালীঘাট মনে হয় দেখা হয়নি। তবে দেখা উচিত। আমি একটা তালিকা তৈরি করে দিতে চাই। আর উনার দেখা উচিত চিড়িয়াখানা। সেখানে জন সংযোগের সুযোগ আছে।"
বাংলার মানুষের স্বার্থে রাজ্যপাল কর্মসূচি রাখছেন কিনা, তা নিয়েও খোচা দেন পার্থ । তিনি বলেন, "যে নিজের উদ্যোগে এত কাজ করতে পারে, বাংলার মানুষকে ভালো রাখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের উদ্যোগে রাজ্যের বকেয়া আনার কর্মসূচি রাখতে পারে।"


Conclusion:
Last Updated : Dec 5, 2019, 11:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.