ETV Bharat / city

Partha Chatterjee in SSKM: এসএসকেএমে'র আইসিসিইউ'তে ভর্তি পার্থ চট্টোপাধ্যায় - Partha Chatterjee in SSKM

পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার বিষয়টি শনিবার ওঠে ব্যাঙ্কশাল আদালতে ৷ তাঁর আইনজীবীরা এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে বর্ষীয়ান এই তৃণমূল নেতার স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানান ৷ আদালত সেই আবেদন মঞ্জুর করে ৷ তারপরেই তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় (Partha Chatterjee in SSKM) ৷

Partha Chatterjee in SSKM
হুইল চেয়ারে বসে এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Jul 23, 2022, 8:44 PM IST

Updated : Jul 23, 2022, 9:21 PM IST

কলকাতা, 23 জুলাই: শুক্রবার সকাল থেকে টানা প্রায় সাড়ে 27 ঘণ্টার ম্যারাথন জেরায় অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ একথা আগেই জানা গিয়েছিল ৷ শুক্রবার রাতেও তাঁর বাড়িতে যান চিকিৎসকরা ৷ সূত্রের খবর, শনিবার ইডি'র গ্রেফতারির পর তাঁর সেই শারীরিক অসুস্থতা আরও কিছুটা বেড়ে ৷ পার্থর এই অসুস্থতার বিষয়টি এদিন ওঠে ব্যাঙ্কশাল আদালতেও ৷ তাঁর আইনজীবীরা এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে বর্ষীয়ান এই তৃণমূল নেতার স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানান ৷ সেই আবেদন মেনে নেয় আদালত ৷ এরপরই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে (Partha Chatterjee in sskm hospital) ৷ এই মুহূর্তে আইসিসিইউ'এর 18 নম্বর বেডে ভর্তি শিল্পমন্ত্রী ৷

আরও পড়ুন: শান্তিনিকেতনে পার্থর নামে-বেনামে সম্পত্তি, 'হাওয়াবদল' করতে যেতেন মোনালিসা

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের এই আবেদন মেনে নেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক ৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয় ইডি'কে ৷ এরপরেই শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তৃণমূল মহাসচিবকে ৷ যদিও ইডি'র তরফে এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার বিরোধিতা করা হয় ৷ বিচারক এদিন নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সোমবার এমপি-এমএলএ আদালতে পেশ করতে হবে ৷ সেদিন ওই আদালতেই তোলা হবে পার্থ চট্টোপাধ্যায়কে ৷

অন্যদিকে, সোমবার পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত ৷ এদিন আদালতে ইডির বক্তব্য ছিল, সাধারণ মানুষের টাকা অবৈধ ভাবে আত্মসাৎ করা হয়েছে । সেই কারণে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ রয়েছে, তাই অন্তত 14 দিনের জন্য ইডি হেফাজত প্রয়োজন পার্থ চট্টোপাধ্যায়ের ৷ পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে 21 কোটি টাকা পাওয়া গিয়েছে সেই ব্যাপারেও জিজ্ঞাসাবাদ প্রয়োজন । এদিন ইডি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের কথোপকথনের রেকর্ডও জমা দিয়েছে আদালতে । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বহু তথ্য গোপন করার চেষ্টা করছেন বলেও অভিযোগ ইডি'র ৷

দু'দিনের ইডি হেফাজতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী

অন্যদিকে পার্থ চট্রোপাধ্যায়ের আইনজীবীরা জামিনের আবেদন জানিয়েছিলেন আদালতে । কারণ পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে কিছু পাওয়া যায়নি । পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তাঁর শারীরিক অবস্থার কথাও উল্লেখ করেন আদালতে ৷ জানান, তাঁর শারীরিক অবস্থা ভালো নয় । এই পরিস্থিতিতে তাঁর জামিন মঞ্জুর করা হোক । তিনি ইডি'র সঙ্গে সহযোগিতা করবেন । তারপরেই ব্যাঙ্কশাল আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক নীলাম শশী কুজুর নির্দেশ দেন আগামী সোমবার পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ সোমবার বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানির হবে । এদিন বিচারপতি জানান,অবৈধ অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলার শুনানি করার এক্তিয়ার তাঁর নেই । সেই কারণে সোমবার বিশেষ আদালত এই বিষয়ে বিচার করবে । এমপি-এমএলএ দের জন্য গঠিত বিশেষ আদালতে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীও ।

কলকাতা, 23 জুলাই: শুক্রবার সকাল থেকে টানা প্রায় সাড়ে 27 ঘণ্টার ম্যারাথন জেরায় অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ একথা আগেই জানা গিয়েছিল ৷ শুক্রবার রাতেও তাঁর বাড়িতে যান চিকিৎসকরা ৷ সূত্রের খবর, শনিবার ইডি'র গ্রেফতারির পর তাঁর সেই শারীরিক অসুস্থতা আরও কিছুটা বেড়ে ৷ পার্থর এই অসুস্থতার বিষয়টি এদিন ওঠে ব্যাঙ্কশাল আদালতেও ৷ তাঁর আইনজীবীরা এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে বর্ষীয়ান এই তৃণমূল নেতার স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানান ৷ সেই আবেদন মেনে নেয় আদালত ৷ এরপরই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে (Partha Chatterjee in sskm hospital) ৷ এই মুহূর্তে আইসিসিইউ'এর 18 নম্বর বেডে ভর্তি শিল্পমন্ত্রী ৷

আরও পড়ুন: শান্তিনিকেতনে পার্থর নামে-বেনামে সম্পত্তি, 'হাওয়াবদল' করতে যেতেন মোনালিসা

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের এই আবেদন মেনে নেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক ৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয় ইডি'কে ৷ এরপরেই শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তৃণমূল মহাসচিবকে ৷ যদিও ইডি'র তরফে এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার বিরোধিতা করা হয় ৷ বিচারক এদিন নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সোমবার এমপি-এমএলএ আদালতে পেশ করতে হবে ৷ সেদিন ওই আদালতেই তোলা হবে পার্থ চট্টোপাধ্যায়কে ৷

অন্যদিকে, সোমবার পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত ৷ এদিন আদালতে ইডির বক্তব্য ছিল, সাধারণ মানুষের টাকা অবৈধ ভাবে আত্মসাৎ করা হয়েছে । সেই কারণে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ রয়েছে, তাই অন্তত 14 দিনের জন্য ইডি হেফাজত প্রয়োজন পার্থ চট্টোপাধ্যায়ের ৷ পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে 21 কোটি টাকা পাওয়া গিয়েছে সেই ব্যাপারেও জিজ্ঞাসাবাদ প্রয়োজন । এদিন ইডি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের কথোপকথনের রেকর্ডও জমা দিয়েছে আদালতে । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বহু তথ্য গোপন করার চেষ্টা করছেন বলেও অভিযোগ ইডি'র ৷

দু'দিনের ইডি হেফাজতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী

অন্যদিকে পার্থ চট্রোপাধ্যায়ের আইনজীবীরা জামিনের আবেদন জানিয়েছিলেন আদালতে । কারণ পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে কিছু পাওয়া যায়নি । পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তাঁর শারীরিক অবস্থার কথাও উল্লেখ করেন আদালতে ৷ জানান, তাঁর শারীরিক অবস্থা ভালো নয় । এই পরিস্থিতিতে তাঁর জামিন মঞ্জুর করা হোক । তিনি ইডি'র সঙ্গে সহযোগিতা করবেন । তারপরেই ব্যাঙ্কশাল আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক নীলাম শশী কুজুর নির্দেশ দেন আগামী সোমবার পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ সোমবার বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানির হবে । এদিন বিচারপতি জানান,অবৈধ অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলার শুনানি করার এক্তিয়ার তাঁর নেই । সেই কারণে সোমবার বিশেষ আদালত এই বিষয়ে বিচার করবে । এমপি-এমএলএ দের জন্য গঠিত বিশেষ আদালতে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীও ।

Last Updated : Jul 23, 2022, 9:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.