ETV Bharat / city

Partha-Arpita Interrogation: পার্থ-অর্পিতার ফোনে 'বিশেষ নম্বর' থেকে কল, মালিকের খোঁজ চালাচ্ছে ইডি

ইডি'র(Enforcement Directorate)গোয়েন্দাদের অনুমান, এই বিশেষ নম্বর থেকে বারবার অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee) এবং পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) ফোনে কল করার বিশেষ কারণ রয়ছে । গোয়েন্দাদের অনুমান, এই 'বিশেষ নম্বর' থেকেই দুর্নীতি পরিচালিত হত ।

Partha-Arpita Interrogation
Partha-Arpita Interrogation
author img

By

Published : Jul 26, 2022, 8:54 PM IST

Updated : Jul 27, 2022, 7:31 AM IST

কলকাতা, 26 জুলাই: নিয়োগ দুর্নীতিতে এবার ইডি-র তদন্তে উঠে এল একটি বিশেষ ফোন নম্বর । এই ফোন নম্বরের মালিকের খোঁজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । মূলত 'গ্রেটার কন্সপিরেসি' তদন্ত করতে গিয়ে কারা কারা এই বিশেষ নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে জড়িত, তার শিকড়ের সন্ধান করতে চাইছে ইডি এবং সিবিআই । সেখানে এই দুর্নীতির মাথায় কি পার্থ রয়েছেন ? নাকি আরও বড় কোনও মাথা রয়েছে ? তারই খোঁজ চলছে ।

মনে করা হচ্ছে, এই বিশেষ ফোন নম্বর ব্যবহারকারীর খোঁজ মিললেই যাবতীয় প্রশ্নের অনেকটাই উত্তর দেওয়া সম্ভব হবে । এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে ইডি-র গোয়েন্দারা জানতে পেরেছেন, পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee)ফোনে একটি বিশেষ নম্বর থেকে একাধিকবার ফোন আসত । ইডি-র গোয়েন্দাদের অনুমান, এই বিশেষ নম্বর থেকে বারবার অর্পিতা এবং পার্থর ফোন আসার বেশ কিছু বিশেষ কারণ আছে । বিশেষ নম্বর থেকেই পুরো বিষয়টি পরিচালিত হত ।

আরও পড়ুন: কী জানতে চাওয়া হবে পার্থর থেকে ? দিল্লি থেকে পাঠানো প্রশ্নমালায় চলবে জেরা

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে অর্পিতা মুখোপাধ্যায়কে ও পার্থ চট্টোপাধ্যায়কে জেরা শুরু করেছেন ইডি-র আধিকারিকরা । দিল্লির সদর দফতরের তরফে পাঠানো একাধিক প্রশ্নমালা সাজিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷

কলকাতা, 26 জুলাই: নিয়োগ দুর্নীতিতে এবার ইডি-র তদন্তে উঠে এল একটি বিশেষ ফোন নম্বর । এই ফোন নম্বরের মালিকের খোঁজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । মূলত 'গ্রেটার কন্সপিরেসি' তদন্ত করতে গিয়ে কারা কারা এই বিশেষ নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে জড়িত, তার শিকড়ের সন্ধান করতে চাইছে ইডি এবং সিবিআই । সেখানে এই দুর্নীতির মাথায় কি পার্থ রয়েছেন ? নাকি আরও বড় কোনও মাথা রয়েছে ? তারই খোঁজ চলছে ।

মনে করা হচ্ছে, এই বিশেষ ফোন নম্বর ব্যবহারকারীর খোঁজ মিললেই যাবতীয় প্রশ্নের অনেকটাই উত্তর দেওয়া সম্ভব হবে । এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে ইডি-র গোয়েন্দারা জানতে পেরেছেন, পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee)ফোনে একটি বিশেষ নম্বর থেকে একাধিকবার ফোন আসত । ইডি-র গোয়েন্দাদের অনুমান, এই বিশেষ নম্বর থেকে বারবার অর্পিতা এবং পার্থর ফোন আসার বেশ কিছু বিশেষ কারণ আছে । বিশেষ নম্বর থেকেই পুরো বিষয়টি পরিচালিত হত ।

আরও পড়ুন: কী জানতে চাওয়া হবে পার্থর থেকে ? দিল্লি থেকে পাঠানো প্রশ্নমালায় চলবে জেরা

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে অর্পিতা মুখোপাধ্যায়কে ও পার্থ চট্টোপাধ্যায়কে জেরা শুরু করেছেন ইডি-র আধিকারিকরা । দিল্লির সদর দফতরের তরফে পাঠানো একাধিক প্রশ্নমালা সাজিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷

Last Updated : Jul 27, 2022, 7:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.