ETV Bharat / city

Partha-Arpita Interrogation: পার্থ-অর্পিতার ফোনে 'বিশেষ নম্বর' থেকে কল, মালিকের খোঁজ চালাচ্ছে ইডি - অর্পিতা মুখোপাধ্যায়

ইডি'র(Enforcement Directorate)গোয়েন্দাদের অনুমান, এই বিশেষ নম্বর থেকে বারবার অর্পিতা মুখোপাধ্যায়(Arpita Mukherjee) এবং পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) ফোনে কল করার বিশেষ কারণ রয়ছে । গোয়েন্দাদের অনুমান, এই 'বিশেষ নম্বর' থেকেই দুর্নীতি পরিচালিত হত ।

Partha-Arpita Interrogation
Partha-Arpita Interrogation
author img

By

Published : Jul 26, 2022, 8:54 PM IST

Updated : Jul 27, 2022, 7:31 AM IST

কলকাতা, 26 জুলাই: নিয়োগ দুর্নীতিতে এবার ইডি-র তদন্তে উঠে এল একটি বিশেষ ফোন নম্বর । এই ফোন নম্বরের মালিকের খোঁজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । মূলত 'গ্রেটার কন্সপিরেসি' তদন্ত করতে গিয়ে কারা কারা এই বিশেষ নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে জড়িত, তার শিকড়ের সন্ধান করতে চাইছে ইডি এবং সিবিআই । সেখানে এই দুর্নীতির মাথায় কি পার্থ রয়েছেন ? নাকি আরও বড় কোনও মাথা রয়েছে ? তারই খোঁজ চলছে ।

মনে করা হচ্ছে, এই বিশেষ ফোন নম্বর ব্যবহারকারীর খোঁজ মিললেই যাবতীয় প্রশ্নের অনেকটাই উত্তর দেওয়া সম্ভব হবে । এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে ইডি-র গোয়েন্দারা জানতে পেরেছেন, পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee)ফোনে একটি বিশেষ নম্বর থেকে একাধিকবার ফোন আসত । ইডি-র গোয়েন্দাদের অনুমান, এই বিশেষ নম্বর থেকে বারবার অর্পিতা এবং পার্থর ফোন আসার বেশ কিছু বিশেষ কারণ আছে । বিশেষ নম্বর থেকেই পুরো বিষয়টি পরিচালিত হত ।

আরও পড়ুন: কী জানতে চাওয়া হবে পার্থর থেকে ? দিল্লি থেকে পাঠানো প্রশ্নমালায় চলবে জেরা

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে অর্পিতা মুখোপাধ্যায়কে ও পার্থ চট্টোপাধ্যায়কে জেরা শুরু করেছেন ইডি-র আধিকারিকরা । দিল্লির সদর দফতরের তরফে পাঠানো একাধিক প্রশ্নমালা সাজিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷

কলকাতা, 26 জুলাই: নিয়োগ দুর্নীতিতে এবার ইডি-র তদন্তে উঠে এল একটি বিশেষ ফোন নম্বর । এই ফোন নম্বরের মালিকের খোঁজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । মূলত 'গ্রেটার কন্সপিরেসি' তদন্ত করতে গিয়ে কারা কারা এই বিশেষ নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে জড়িত, তার শিকড়ের সন্ধান করতে চাইছে ইডি এবং সিবিআই । সেখানে এই দুর্নীতির মাথায় কি পার্থ রয়েছেন ? নাকি আরও বড় কোনও মাথা রয়েছে ? তারই খোঁজ চলছে ।

মনে করা হচ্ছে, এই বিশেষ ফোন নম্বর ব্যবহারকারীর খোঁজ মিললেই যাবতীয় প্রশ্নের অনেকটাই উত্তর দেওয়া সম্ভব হবে । এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে ইডি-র গোয়েন্দারা জানতে পেরেছেন, পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee)ফোনে একটি বিশেষ নম্বর থেকে একাধিকবার ফোন আসত । ইডি-র গোয়েন্দাদের অনুমান, এই বিশেষ নম্বর থেকে বারবার অর্পিতা এবং পার্থর ফোন আসার বেশ কিছু বিশেষ কারণ আছে । বিশেষ নম্বর থেকেই পুরো বিষয়টি পরিচালিত হত ।

আরও পড়ুন: কী জানতে চাওয়া হবে পার্থর থেকে ? দিল্লি থেকে পাঠানো প্রশ্নমালায় চলবে জেরা

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে অর্পিতা মুখোপাধ্যায়কে ও পার্থ চট্টোপাধ্যায়কে জেরা শুরু করেছেন ইডি-র আধিকারিকরা । দিল্লির সদর দফতরের তরফে পাঠানো একাধিক প্রশ্নমালা সাজিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷

Last Updated : Jul 27, 2022, 7:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.