ETV Bharat / city

ফের সংঘাত, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় রাজ্যপালকে আক্রমণ পার্থর - Budget Speech

রাজ্যপালের বাজেট ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই ফের রাজ্যের সঙ্গে তৈরি হল সংঘাত । ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে আক্রমণ করতে ছাড়লেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

Partha Chatterjee
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Feb 10, 2020, 2:15 AM IST

Updated : Feb 10, 2020, 7:17 AM IST

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : শুক্রবার বিধানসভা দেখেছিল এক অন্য ছবি । রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাতের বদলে তৈরি হয়েছিল সৌজন্যের পরিবেশ । "লক্ষ্মণরেখা" অতিক্রম না করে প্রথা মেনে বাজেট ভাষণ দেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । এরপরই দু'পক্ষের মধ্যে বরফ গলতে শুরু করেছে বলে সবাই যখন মনে করছিল, তখনই ফের তৈরি হল সংঘাতের আবহ । ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল । যার কড়া প্রতিক্রিয়া দেন পার্থ চট্টোপাধ্যায়ও ।

গতকাল মধ্যমগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল । সেখানে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাজ্যের সীমান্তগুলিতে খোলাখুলি বিস্ফোরকের ব্যবসা হলে নির্বাচন কীভাবে শান্তিপূর্ণ হবে ? এবিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি দেওয়া উচিত ৷ এত নোবেলজয়ীর বাংলাকে কী করে সন্ত্রাসের আড্ডা বানানো যায় ৷ CAA, NRC নিয়ে রাজ্যে হিংসা বেড়েছে বলেও মনে করছেন তিনি ৷ বলেন, "সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে ৷ সরকারি সম্পত্তি নষ্ট করলে আখেরে দেশেরই ক্ষতি হয় ৷"

রাজ্যপালের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন পার্থ চট্টোপাধ্যায় । বলেন, "রাজ‍্যপাল তো প্রতিদিন কমেন্ট্রি করছেন । আমরা তো আর কমেন্ট্রেটর নই । প্রতিদিন কিছু না কিছু বলে ভেসে থাকতে চাইছেন । উনি এমনিই রাজভবনে বসে ভালো কাজ করতে পারেন । আপনাদের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই ।"

রাজ্যপালকে আক্রমণ পার্থর

এর আগেও একাধিকবার একাধিক ইশুতে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল । আর বাজেট অধিবেশনের শুরুতেও রাজ্যপালের বিবৃতি নিয়ে সংঘাতের আশঙ্কা তৈরি হয় । কারণ সেখানে "নিজের কথা" বলতে চান বলে জানিয়েছিলেন তিনি । যদিও সেরকম কিছুই হয়নি । প্রথা মেনে বাজেট বিবৃতি দেন । কিন্তু, তার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সংঘাতে জড়ালেন তিনি ।

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : শুক্রবার বিধানসভা দেখেছিল এক অন্য ছবি । রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাতের বদলে তৈরি হয়েছিল সৌজন্যের পরিবেশ । "লক্ষ্মণরেখা" অতিক্রম না করে প্রথা মেনে বাজেট ভাষণ দেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । এরপরই দু'পক্ষের মধ্যে বরফ গলতে শুরু করেছে বলে সবাই যখন মনে করছিল, তখনই ফের তৈরি হল সংঘাতের আবহ । ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল । যার কড়া প্রতিক্রিয়া দেন পার্থ চট্টোপাধ্যায়ও ।

গতকাল মধ্যমগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল । সেখানে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাজ্যের সীমান্তগুলিতে খোলাখুলি বিস্ফোরকের ব্যবসা হলে নির্বাচন কীভাবে শান্তিপূর্ণ হবে ? এবিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি দেওয়া উচিত ৷ এত নোবেলজয়ীর বাংলাকে কী করে সন্ত্রাসের আড্ডা বানানো যায় ৷ CAA, NRC নিয়ে রাজ্যে হিংসা বেড়েছে বলেও মনে করছেন তিনি ৷ বলেন, "সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে ৷ সরকারি সম্পত্তি নষ্ট করলে আখেরে দেশেরই ক্ষতি হয় ৷"

রাজ্যপালের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন পার্থ চট্টোপাধ্যায় । বলেন, "রাজ‍্যপাল তো প্রতিদিন কমেন্ট্রি করছেন । আমরা তো আর কমেন্ট্রেটর নই । প্রতিদিন কিছু না কিছু বলে ভেসে থাকতে চাইছেন । উনি এমনিই রাজভবনে বসে ভালো কাজ করতে পারেন । আপনাদের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই ।"

রাজ্যপালকে আক্রমণ পার্থর

এর আগেও একাধিকবার একাধিক ইশুতে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল । আর বাজেট অধিবেশনের শুরুতেও রাজ্যপালের বিবৃতি নিয়ে সংঘাতের আশঙ্কা তৈরি হয় । কারণ সেখানে "নিজের কথা" বলতে চান বলে জানিয়েছিলেন তিনি । যদিও সেরকম কিছুই হয়নি । প্রথা মেনে বাজেট বিবৃতি দেন । কিন্তু, তার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সংঘাতে জড়ালেন তিনি ।

Intro:কলকাতা, ৯ ফেব্রুয়ারি : বিধানসভায় বাজেট ভাষণ সক্ষতার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ‍্যপাল জগদীপ ধনকরের ওপরে ফের চটলো রাজ‍্যের শাসক শিবির। রবিবার রাজ‍্যপালের বিতর্কিত মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "রাজ‍্যপাল তো প্রতিদিন কমেন্ট্রি করছেন। আমরা তো আর কমিন্ট্রেটর নই। প্রতিদিন কিছু না কিছু বলে ভেসে থাকতে চাইছেন। এর জন‍্য উনি রাজভবনে বসে ভালো কাজ করতে পারেন। আপনাদের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই।"


Body:বিধানসভার বাজেট ভাষণে রাজ‍্যপালের ভূমিকা দেখে অনেকেই ভেবেছিলেন দীর্ঘ সংঘাতের ইতি হল। কিন্তু ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও ফিরল রাজ‍্যপালের সঙ্গে রাজ‍্য সরকারের যুদ্ধ আবাহ । বারাসতের এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ‍্য সরকারের বিরুদ্ধে কামান দেগে জগদীপ ধনকর প্রশ্ন তোলেন, " বাংলায় বারুদের ব‍্যবসা চলছে। এমতাবস্থায় হিংসামুক্ত নির্বাচন সম্ভব হবে কিনা ?" তবে এর পাল্টা দিতে ছাড়েননি রাজ‍্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, " আমি রাজ‍্যপালকে নিয়ে কোনও মন্তব্য করার ব‍্যাপারে নেই । এটা আইন শৃঙ্খলার বিষয়। রাজ‍্যপাল তো কমিন্ট্রি করছেন। আমরা তো কমিন্ট্রেটর নই । প্রতিদিন কিছু না কিছু বলে ভেসে থাকতে চাইছেন।"


Conclusion:
Last Updated : Feb 10, 2020, 7:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.