ETV Bharat / city

জেলের জল খেয়ে অসুস্থ পামেলা গোস্বামী

সংশোধনাগারের জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন পামেলা গোস্বামী ৷ তিনি ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন বলে দাবি কোকেন কাণ্ডে ধৃত বিজেপি যুব মোর্চার এই নেত্রীর ৷ বৃহস্পতিবার আলিপুর আদালতে একথা জানান তিনি ৷

WB_KOL_02_PAMELA GOSWAMI VIS,BT,PIC_WBC10003
জেলের জল খেয়ে অসুস্থ পামেলা গোস্বামী
author img

By

Published : Mar 18, 2021, 9:03 PM IST

কলকাতা, 18 মার্চ : জেলের জল সহ্য হচ্ছে না কোকেন কাণ্ডে ধৃত পামেলা গোস্বামীর ৷ বৃহস্পতিবার নিজেই একথা জানিয়েছেন বিজেপির যুব মোর্চার এই নেত্রী ৷ এদিন আলিপুর আদালতে তাঁকে পেশ করা হয় ৷ আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন তিনি ৷ আবারও দাবি করেন, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাঁকে ৷ বিজেপি নেতা রাকেশ সিং এবং নিউ আলিপুর থানার ওসি তাঁকে ফাঁসিয়েছেন বলে দাবি পামেলার ৷ এমনকী এদিন পামেলা বলেন, কেউ তাঁকে দোষী প্রমাণ করতে পারলে তিনি স্বেচ্ছামৃত্যু বরণ করে নেবেন ৷

পামেলার গোস্বামীর অভিযোগ, মোটা টাকার বিনিময়ে নিউ আলিপুর থানার ওসি তাঁকে ফাঁসাচ্ছেন ৷ তাঁর অসুস্থতার প্রসঙ্গে জানতে চাওয়া হলে পামেলা বলেন, আলিপুর সংশোধনাগারে যে জল তাঁদের খেতে দেওয়া হচ্ছে, সম্ভবত তা খেয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ আক্রান্ত হন ডায়ারিয়ায় ৷ এদিন পামেলাকে 31 মার্চ পর্যন্ত ফের একবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আলিপুর আদালতের বিচারক ৷

WB_KOL_02_PAMELA GOSWAMI VIS,BT,PIC_WBC10003
বৃহস্পতিবার ব্য়াঙ্কশাল আদালতে পেশ করা হয় বিজেপি নেতা রাকেশ সিংকে ৷

এই সংক্রান্ত খবর : মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিংয়ের সহকারী সুইটি

পাশাপাশি, এদিনই ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় এই মামলার অন্যতম অভিযুক্ত রাকেশ সিংকে ৷ তাঁরও দাবি, চক্রান্ত করে পামেলাকে ফাঁসানো হয়েছে ৷ পামেলাকে ফাঁসানোর পর তাঁকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে ৷ রাকেশের দাবি, পুলিশ দলদাসের মতো আচরণ করছে ৷

আদালত চত্বরেই অসুস্থতার কথা জানালেন পামেলা গোস্বামী ৷

এই সংক্রান্ত খবর : রাকেশ সিংয়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন পামেলা গোস্বামী

বিজেপি নেতা রাকেশ সিংয়ের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি যাতে প্রার্থী হতে না পারেন এবং নির্বাচনে দলের জন্য কাজ করতে না পারেন, তার জন্যই পরিকল্পনা করে তাঁকে ফাঁসানো হয়েছে ৷ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছেন বলেও সোজাসুজি অভিযোগ করেছেন রাকেশ ৷ শুধু মাদক মামলায় নয়, নতুন করে আরও দু’টি মামলাতেও অভিযুক্ত করা হয়েছে তাঁকে ৷

কলকাতা, 18 মার্চ : জেলের জল সহ্য হচ্ছে না কোকেন কাণ্ডে ধৃত পামেলা গোস্বামীর ৷ বৃহস্পতিবার নিজেই একথা জানিয়েছেন বিজেপির যুব মোর্চার এই নেত্রী ৷ এদিন আলিপুর আদালতে তাঁকে পেশ করা হয় ৷ আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন তিনি ৷ আবারও দাবি করেন, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাঁকে ৷ বিজেপি নেতা রাকেশ সিং এবং নিউ আলিপুর থানার ওসি তাঁকে ফাঁসিয়েছেন বলে দাবি পামেলার ৷ এমনকী এদিন পামেলা বলেন, কেউ তাঁকে দোষী প্রমাণ করতে পারলে তিনি স্বেচ্ছামৃত্যু বরণ করে নেবেন ৷

পামেলার গোস্বামীর অভিযোগ, মোটা টাকার বিনিময়ে নিউ আলিপুর থানার ওসি তাঁকে ফাঁসাচ্ছেন ৷ তাঁর অসুস্থতার প্রসঙ্গে জানতে চাওয়া হলে পামেলা বলেন, আলিপুর সংশোধনাগারে যে জল তাঁদের খেতে দেওয়া হচ্ছে, সম্ভবত তা খেয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ আক্রান্ত হন ডায়ারিয়ায় ৷ এদিন পামেলাকে 31 মার্চ পর্যন্ত ফের একবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আলিপুর আদালতের বিচারক ৷

WB_KOL_02_PAMELA GOSWAMI VIS,BT,PIC_WBC10003
বৃহস্পতিবার ব্য়াঙ্কশাল আদালতে পেশ করা হয় বিজেপি নেতা রাকেশ সিংকে ৷

এই সংক্রান্ত খবর : মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিংয়ের সহকারী সুইটি

পাশাপাশি, এদিনই ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় এই মামলার অন্যতম অভিযুক্ত রাকেশ সিংকে ৷ তাঁরও দাবি, চক্রান্ত করে পামেলাকে ফাঁসানো হয়েছে ৷ পামেলাকে ফাঁসানোর পর তাঁকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে ৷ রাকেশের দাবি, পুলিশ দলদাসের মতো আচরণ করছে ৷

আদালত চত্বরেই অসুস্থতার কথা জানালেন পামেলা গোস্বামী ৷

এই সংক্রান্ত খবর : রাকেশ সিংয়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন পামেলা গোস্বামী

বিজেপি নেতা রাকেশ সিংয়ের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি যাতে প্রার্থী হতে না পারেন এবং নির্বাচনে দলের জন্য কাজ করতে না পারেন, তার জন্যই পরিকল্পনা করে তাঁকে ফাঁসানো হয়েছে ৷ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছেন বলেও সোজাসুজি অভিযোগ করেছেন রাকেশ ৷ শুধু মাদক মামলায় নয়, নতুন করে আরও দু’টি মামলাতেও অভিযুক্ত করা হয়েছে তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.