ETV Bharat / city

Pallabi Dey Death Update: পল্লবীর অবর্তমানে অন্য মেয়েদের ফ্ল্যাটে আনতেন সাগ্নিক, বিস্ফোরক দাবি পরিচারিকার - পল্লবী দের পরিচারিকা

পল্লবী দে'র অবর্তমানে অন্য মেয়েদের তাঁর ফ্ল্যাটে আনতেন সাগ্নিক চক্রবর্তী (Pallabi Dey Death Update)৷ পুলিশের কাছে এমনই বিস্ফোরক দাবি করলেন পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকা (maid servant of Pallabi Dey)৷

Pallabi Dey's live-in partner came to her flat with other girls, claims maid servant
পল্লবীর অবর্তমানে অন্য মেয়েদের ফ্ল্যাটে আনতেন সাগ্নিক, বিস্ফোরক দাবি পরিচারিকার
author img

By

Published : May 18, 2022, 10:00 AM IST

কলকাতা, 18 মে: টেলি অভিনেত্রী পল্লবী দে'র রহস্যজনক মৃত্যুর (Pallabi Dey Death Update) ঘটনায় এ বার পুলিশের কাছে বিস্ফোরক দাবি করলেন তাঁর পরিচারিকা । পল্লবীর গড়ফার গাঙ্গুলি বাগানের বাড়ির পরিচারিকার (maid servant of Pallabi Dey) দাবি, অনেক সময় যখন কাজের জন্য পল্লবী ফ্ল্যাটের বাইরে থাকতেন, সেই সময় একাধিক মহিলাকে নিয়ে এসে সেই ফ্ল্যাটে থাকতেন অভিনেত্রীর লিভ-ইন পার্টনার সাগ্নিক (Pallabi Deys live in partner)।

ওই মহিলাদের মধ্যে একজনের নাম ঐন্দ্রিলা । ঐন্দ্রিলা ছাড়াও আরও বেশ কয়েকজন মহিলাকে নিয়ে সাগ্নিক মাঝেমধ্যেই পল্লবীর গাঙ্গুলি বাগানের ফ্ল্যাটে এসে সময় কাটাতেন । আর এই নিয়ে তাঁর সঙ্গে পল্লবীর মাঝেমধ্যেই কথা কাটাকাটি হত । পুলিশের কাছে এমনই দাবি করেছেন ওই পরিচারিকা ৷ তিনি বলেছেন, মাঝেমধ্যেই ঝগড়া ঝামেলা এবং হাতাহাতির মতো ঘটনা ঘটত ৷ তার পর পল্লবী ওই পরিচারিকার সঙ্গে নিজের মানসিক অবস্থার কথা ভাগ করে নিতেন । পরিচারিকার এ হেন বিস্ফোরক মন্তব্যে এ বার নতুন জল্পনা শুরু হয়েছে । ইতিমধ্যেই গাঙ্গুলি বাগানে পল্লবীর ফ্ল্যাটের চারপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সাগ্নিকের বেশ কয়েকদিনের গতিবিধির উপর নজর রাখছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন: Mysterious death of Actress Pallavi Dey: পল্লবী ফোন করলেই আমাদের কথা হত, বললেন ঐন্দ্রিলা

পল্লবীর ফ্ল্যাটের টাকা, অভিজাত গাড়ির ইএমআই এবং সাগ্নিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কবে কোন কোন খাতে টাকা লেনদেন হয়েছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা । যদিও পল্লবীর পরিবারের দাবি, বেশিরভাগ সময় পল্লবীর কাছ থেকে টাকা ধার নিয়ে নিজের শখ পূরণ করতেন তাঁর লিভিং পার্টনার সাগ্নিক চক্রবর্তী । তাহলে কি টাকা-পয়সার জন্যই পল্লবীকে ব্যবহার করতেন সাগ্নিক ? তাছাড়াও পরিচারিকার দাবির পর, তাঁদের সম্পর্কের মাঝে তৃতীয় কারও আগমন হয়েছিল কি না, তাঁকে কেন্দ্র করেই দুজনের মধ্যে সম্পর্কে চিড় ধরেছিল কি না, এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা ।

কলকাতা, 18 মে: টেলি অভিনেত্রী পল্লবী দে'র রহস্যজনক মৃত্যুর (Pallabi Dey Death Update) ঘটনায় এ বার পুলিশের কাছে বিস্ফোরক দাবি করলেন তাঁর পরিচারিকা । পল্লবীর গড়ফার গাঙ্গুলি বাগানের বাড়ির পরিচারিকার (maid servant of Pallabi Dey) দাবি, অনেক সময় যখন কাজের জন্য পল্লবী ফ্ল্যাটের বাইরে থাকতেন, সেই সময় একাধিক মহিলাকে নিয়ে এসে সেই ফ্ল্যাটে থাকতেন অভিনেত্রীর লিভ-ইন পার্টনার সাগ্নিক (Pallabi Deys live in partner)।

ওই মহিলাদের মধ্যে একজনের নাম ঐন্দ্রিলা । ঐন্দ্রিলা ছাড়াও আরও বেশ কয়েকজন মহিলাকে নিয়ে সাগ্নিক মাঝেমধ্যেই পল্লবীর গাঙ্গুলি বাগানের ফ্ল্যাটে এসে সময় কাটাতেন । আর এই নিয়ে তাঁর সঙ্গে পল্লবীর মাঝেমধ্যেই কথা কাটাকাটি হত । পুলিশের কাছে এমনই দাবি করেছেন ওই পরিচারিকা ৷ তিনি বলেছেন, মাঝেমধ্যেই ঝগড়া ঝামেলা এবং হাতাহাতির মতো ঘটনা ঘটত ৷ তার পর পল্লবী ওই পরিচারিকার সঙ্গে নিজের মানসিক অবস্থার কথা ভাগ করে নিতেন । পরিচারিকার এ হেন বিস্ফোরক মন্তব্যে এ বার নতুন জল্পনা শুরু হয়েছে । ইতিমধ্যেই গাঙ্গুলি বাগানে পল্লবীর ফ্ল্যাটের চারপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সাগ্নিকের বেশ কয়েকদিনের গতিবিধির উপর নজর রাখছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন: Mysterious death of Actress Pallavi Dey: পল্লবী ফোন করলেই আমাদের কথা হত, বললেন ঐন্দ্রিলা

পল্লবীর ফ্ল্যাটের টাকা, অভিজাত গাড়ির ইএমআই এবং সাগ্নিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কবে কোন কোন খাতে টাকা লেনদেন হয়েছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা । যদিও পল্লবীর পরিবারের দাবি, বেশিরভাগ সময় পল্লবীর কাছ থেকে টাকা ধার নিয়ে নিজের শখ পূরণ করতেন তাঁর লিভিং পার্টনার সাগ্নিক চক্রবর্তী । তাহলে কি টাকা-পয়সার জন্যই পল্লবীকে ব্যবহার করতেন সাগ্নিক ? তাছাড়াও পরিচারিকার দাবির পর, তাঁদের সম্পর্কের মাঝে তৃতীয় কারও আগমন হয়েছিল কি না, তাঁকে কেন্দ্র করেই দুজনের মধ্যে সম্পর্কে চিড় ধরেছিল কি না, এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.