ETV Bharat / city

পরিবহন দপ্তরের উদ্যোগে বইমেলার জন্য প্যাকেজ ট্যুর

এ বছর বইমেলা উপলক্ষে পরিবহন দপ্তরের তরফে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ৷ বিভিন্ন জায়গা থেকে বইমেলা পর্যন্ত প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হচ্ছে ।

Package tour for Kolkata Book Fair
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jan 23, 2020, 4:12 AM IST

কলকাতা, 23 জানুয়ারি : 29 জানুয়ারি থেকে বিধাননগরের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে শুরু হচ্ছে 44 তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2020 ৷ চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ আর এই বইমেলা উপলক্ষে এ বছর পরিবহন দপ্তরের তরফে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ৷ বিভিন্ন জায়গা থেকে বইমেলা পর্যন্ত প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হচ্ছে । বাসে চেপে বইমেলা যাওয়া থেকে শুরু করে, সারাদিন বইমেলা ঘুরে দেখা, খাওয়াদাওয়া এবং বাসেই ফেরা পুরোটাই থাকছে প্যাকেজের মধ্যে ৷

প্রতিবছরের মতো এ বছরও পরিবহন দপ্তর বইপ্রেমীদের সুবিধার জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে । বই মেলার জন্য দেওয়া হচ্ছে প্রায় 400টি বাস । পাশপাশি এই বছর প্রথমবার সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ও ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন যৌথভাবে বাস পরিষেবা দিচ্ছে । বইমেলা উপলক্ষে পরিবহন দপ্তর থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা একটি বুকলেটের আকারে প্রকাশ করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ।

গিল্ডের অবৈতনিক সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, "2018 সাল থেকে বইমেলা বিধাননগরের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয় । এখানে শহরের অন্যান্য জায়গা থেকে যাতে মানুষ আসতে পারেন তাই পরিবহন দপ্তর থেকে বিভিন্ন রুটে বাসের ব্যবস্থা করা হয় । গতবছরের থেকেও এবছর বাসের সংখ্যা আরও বাড়ানো হয়েছে । শুধু শহর ও শহরতলি থেকেই নয় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও সরকারি বাস পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে ৷ যাতে সেখানকার মানুষও বই মেলায় আসতে পারেন ।"

গত বছর বইমেলার জন্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে 350 টি বাস দেওয়া হয়েছিল ৷ এ বছর সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 400 টি । পাশাপাশি SBSTC প্যাকেজ ট্যুরের ব্যবস্থা রেখেছে । জানুয়ারির 29 তারিখ এবং ফেব্রুয়ারির 1,2,5,8, 9 তারিখ এই পরিষেবা দেওয়া হবে । এই প্যাকেজের মধ্যে যাতায়াতের ভাড়াসহ দুপুরের খাবার, টিফিন এবং দু'টি হাফ লিটারের পানীয় জলের বোতল থাকছে ।

প্যাকেজ ট্যুরের জন্য বাসগুলি কোথা থেকে ছাড়বে এবং মাথা পিছু খরচের তালিকা :

  • হলদিয়া, মহিষাদল ও তমলুক থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত । মাথা পিছু খরচ পড়বে 450 টাকা ।
  • ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত । মাথাপিছু খরচ পড়বে ঝারগ্রাম থেকে 500 টাকা এবং মেদিনীপুর থেকে 450 টাকা ।
  • সিউড়ি, বোলপুর, থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত । সিউড়ি থেকে খরচ পড়বে মাথা পিছু 580 টাকা ও বোলপুর থেকে মাথা পিছু 500 টাকা ।
  • আসানসোল, দুর্গাপুর থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৷ আসানসোল থেকে খরচ পড়বে মাথা পিছু 580 টাকা এবং দুর্গাপুর থেকে খরচ পড়বে মাথাপিছু 500 টাকা ।
  • আরামবাগ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৷ খরচ পড়বে মাথাপিছু 400 টাকা ।

প্যাকেজের জন্য অগ্রিম অনলাইনে বুকিং করতে হবে-http://sbstc.co.in এই ওয়েবসাইটে ৷

কলকাতা, 23 জানুয়ারি : 29 জানুয়ারি থেকে বিধাননগরের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে শুরু হচ্ছে 44 তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2020 ৷ চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ আর এই বইমেলা উপলক্ষে এ বছর পরিবহন দপ্তরের তরফে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ৷ বিভিন্ন জায়গা থেকে বইমেলা পর্যন্ত প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হচ্ছে । বাসে চেপে বইমেলা যাওয়া থেকে শুরু করে, সারাদিন বইমেলা ঘুরে দেখা, খাওয়াদাওয়া এবং বাসেই ফেরা পুরোটাই থাকছে প্যাকেজের মধ্যে ৷

প্রতিবছরের মতো এ বছরও পরিবহন দপ্তর বইপ্রেমীদের সুবিধার জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে । বই মেলার জন্য দেওয়া হচ্ছে প্রায় 400টি বাস । পাশপাশি এই বছর প্রথমবার সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ও ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন যৌথভাবে বাস পরিষেবা দিচ্ছে । বইমেলা উপলক্ষে পরিবহন দপ্তর থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা একটি বুকলেটের আকারে প্রকাশ করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ।

গিল্ডের অবৈতনিক সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, "2018 সাল থেকে বইমেলা বিধাননগরের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয় । এখানে শহরের অন্যান্য জায়গা থেকে যাতে মানুষ আসতে পারেন তাই পরিবহন দপ্তর থেকে বিভিন্ন রুটে বাসের ব্যবস্থা করা হয় । গতবছরের থেকেও এবছর বাসের সংখ্যা আরও বাড়ানো হয়েছে । শুধু শহর ও শহরতলি থেকেই নয় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও সরকারি বাস পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে ৷ যাতে সেখানকার মানুষও বই মেলায় আসতে পারেন ।"

গত বছর বইমেলার জন্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে 350 টি বাস দেওয়া হয়েছিল ৷ এ বছর সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 400 টি । পাশাপাশি SBSTC প্যাকেজ ট্যুরের ব্যবস্থা রেখেছে । জানুয়ারির 29 তারিখ এবং ফেব্রুয়ারির 1,2,5,8, 9 তারিখ এই পরিষেবা দেওয়া হবে । এই প্যাকেজের মধ্যে যাতায়াতের ভাড়াসহ দুপুরের খাবার, টিফিন এবং দু'টি হাফ লিটারের পানীয় জলের বোতল থাকছে ।

প্যাকেজ ট্যুরের জন্য বাসগুলি কোথা থেকে ছাড়বে এবং মাথা পিছু খরচের তালিকা :

  • হলদিয়া, মহিষাদল ও তমলুক থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত । মাথা পিছু খরচ পড়বে 450 টাকা ।
  • ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত । মাথাপিছু খরচ পড়বে ঝারগ্রাম থেকে 500 টাকা এবং মেদিনীপুর থেকে 450 টাকা ।
  • সিউড়ি, বোলপুর, থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত । সিউড়ি থেকে খরচ পড়বে মাথা পিছু 580 টাকা ও বোলপুর থেকে মাথা পিছু 500 টাকা ।
  • আসানসোল, দুর্গাপুর থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৷ আসানসোল থেকে খরচ পড়বে মাথা পিছু 580 টাকা এবং দুর্গাপুর থেকে খরচ পড়বে মাথাপিছু 500 টাকা ।
  • আরামবাগ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৷ খরচ পড়বে মাথাপিছু 400 টাকা ।

প্যাকেজের জন্য অগ্রিম অনলাইনে বুকিং করতে হবে-http://sbstc.co.in এই ওয়েবসাইটে ৷

Intro:29 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 44 তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2020। বইয়ের এই উৎসব অনুষ্ঠিত হবে বিধাননগরের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে। তাই প্রতিবছরের মতো এ বছরেও পরিবহন দপ্তর বইপ্রেমীদের সুবিধার জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে। বই মেলার জন্য দেওয়া হচ্ছে প্রায় 400টি বাস। পাশপাশি এই বছর প্রথমবার সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ও ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন যৌথভাবর বইপ্রেমীদের জন্য বাসের পরিষেবা দিচ্ছে। বইমেলায় পরিবহন বিভাগ থেকে কি কি পরিবহন ব্যবস্থা করা হয়েছে তা নিয়ে একটি বুকলেট প্রকাশ করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুভেন্দু অধিকারী।


Body:এছাড়াও এবছরে একটি অভিনব উদ্যোগ নওয়েছে পরিবহন দপ্তর। এবছর একটি প্যাকেজের ব্যবস্থা চালু করা হচ্ছে। এই বিশেষ প্যাকেজের মাধ্যমে সারাদিন বইমেলা ঘুরে দেখা, খাওয়াদাওয়া ও আবার বাসে করে ফেরা।

গিল্ডের হনারারি সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, "2018 সাল থেকে বই মেলা বিধাননগরের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয়। এখানে শহরের অন্যান্য জায়গা থেকে যাতে মানুষ আসতে পারেন তাই পরিবহন দপ্তর থেকে বিভিন্ন রুটে বাসের ব্যবস্থা করা হয়। গতবছরের থেকেও এবছর বাসের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। শুধু শহর ও শহরতলি থেকেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও সরকারি বাসের সুবিধার জন্য সেখানকার বই প্রেমীরাও আসতে পারেন বই মেলায়।"

গত বছর বাসের সংখ্যা ছিল 350 এবছর সেটিকে বাড়িয়ে করা হয়েছে 400।

পাশাপাশি এস বি এস টি সি প্যাকেজ ট্যুরের ব্যবস্থা রেখেছে। 29 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি,5 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি ও 9 ফেব্রুয়ারি এই পরিষেবাটি দেওয়া হবে। এই প্যাকেজটির মধ্যে যাতায়াত ভাড়া দুপুরের খাবার, টিফিন এবং দুটি হাফ লিটারের পানীয় জলের বোতল অন্তর্ভুক্ত থাকছে।

প্যাকেজের বাসগুলি যেসব জায়গা থেকে ছাড়বে ও তার পথ পিছু খরচ:

হলদিয়া, মহিষাদল ও তমলুক থেকে মেলা প্রাঙ্গণ। মাথা পিছু খরচ পড়বে 450 টাকা। দুপুরের খাবার, টিফিন এবং দুটি হাফ লিটারের পানীয় জলের বোতল অন্তর্ভুক্ত থাকছে।

ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুর থেকে মেলাপ্রাঙ্গণ। মাথাপিছু খরচ পড়বে ঝারগ্রাম থেকে 500 টাকা মেদিনীপুর থেকে 450 টাকা। দুপুরের খাবার, টিফিন এবং দুটি হাফ লিটারের পানীয় জলের বোতল অন্তর্ভুক্ত থাকছে।

সিউড়ি বোলপুর থেকে মেলাপ্রাঙ্গণ। সিউড়ি থেকে খরচ পড়বে মাথা পিছু 580 টাকা ও বোলপুর থেকে মাথা পিছু খরচ পড়বে 500 টাকা। দুপুরের খাবার, টিফিন এবং দুটি হাফ লিটারের পানীয় জলের বোতল অন্তর্ভুক্ত থাকছে।

আসানসোল দুর্গাপুর থেকে মেলাপ্রাঙ্গণ আসানসোল থেকে খরচ পড়বে মাথা পিছু 580 টাকা দুর্গাপুর থেকে খরচ পড়বে মাথাপিছু 500 টাকা। দুপুরের খাবার, টিফিন এবং দুটি হাফ লিটারের পানীয় জলের বোতল অন্তর্ভুক্ত থাকছে।

আরামবাগ থেকে মেলাপ্রাঙ্গণ খরচ পড়বে মাথাপিছু 400 টাকা। যাতায়াত খরচ লাঞ্চ টিফিন দেওয়া হবে।


Conclusion:প্যাকেজের জন্য অগ্রিম অনলাইনে বুকিং করতে হবে-http://sbstc.co.in
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.