ETV Bharat / city

শহরে ফের অঙ্গদান, প্রতিস্থাপন করা হচ্ছে হার্ট-লিভার-কিডনি - অঙ্গ দান

ব্রেন ডেথ ঘোষিত যুবকের হার্ট, লিভার এবং দুই কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে ৷ সোমবার দুটি পৃথক গ্রিন করিডর তৈরি করে হার্ট এবং লিভার পৌঁছে দেওয়া হয় দুটি হাসপাতালে ।

Brain Death
অঙ্গ প্রতিস্থাপন
author img

By

Published : Jan 20, 2020, 6:04 PM IST

Updated : Jan 20, 2020, 8:48 PM IST

কলকাতা, 20 জানুয়ারি : এক সপ্তাহের মাথায় কলকাতায় ফের ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে অন্য চার রোগীর শরীরে । ব্রেন ডেথ ঘোষিত সুজয় কর্মকার নামে ওই যুবকের হার্ট প্রতিস্থাপন করা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এক রোগীর শরীরে । উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের এক রোগীর শরীরে তাঁর লিভার প্রতিস্থাপন করা হচ্ছে । দুটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে SSKM হাসপাতালের দুই রোগীর শরীরে ।

রবিবার রাতে SSKM হাসপাতালে ব্রেন ডেথ হয় সুজয় কর্মকারের ৷ মৃত্যুর পর সুজয়ের অঙ্গদানের সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার ৷ কাঁচরাপাড়া কলেজের সেকেন্ড ইয়ারের পড়ুয়া ছিলেন সুজয় কর্মকার । সাত জানুয়ারি বন্ধুর মোটরবাইকে চেপে হরিণঘাটা কলেজে তিনি পরীক্ষা দিতে যাচ্ছিলেন । মোহনপুরের কাছে পথদুর্ঘটনায় তাঁর বন্ধু পাপন ঘোষের মৃত্যু হয় । মারাত্মক জখম হন সুজয় কর্মকার । তাঁকে নিয়ে যাওয়া হয় হরিণঘাটার হাসপাতালে । সেখান থেকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর হাসপাতালে । এরপর সেখান থেকে সুজয় কর্মকারকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালে । শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি । তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা ছাড়া অন্য আর কোনও উপায় ছিল না চিকিৎসকদের কাছে । এরপর সুজয় কর্মকারের অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিজনরা ।

সোমবার দুটি পৃথক গ্রিন করিডর তৈরি করা হয় ৷ সেই করিডর দিয়ে সুজয়ের হার্ট এবং লিভার পৌঁছে দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালে । দুপুর একটা নাগাদ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে যায় হার্ট । সেখানে বাগুইআটির বাসিন্দা অমল হালদার (47)-এর শরীরে হার্টটি প্রতিস্থাপন করা হচ্ছে । পাশাপাশি লিভার পৌঁছে যায় বাইপাসের বেসরকারি ওই হাসপাতালে । সেখানে দক্ষিণ 24 পরগনার বাসিন্দা 53 বছর বয়সি এক ব্যক্তির শরীরে লিভার প্রতিস্থাপন করা হচ্ছে । সুজয়ের দুটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে SSKM হাসপাতালে ।

দিন সাতেক আগে ব্রেন ডেথ ঘোষিত পূর্ব মেদিনীপুরের স্বপন হাজরার (45) দুই কিডনি এবং হার্ট SSKM হাসপাতালে তিন রোগীর শরীরে প্রতিস্থাপন সম্পন্ন হয়েছিল ।

কলকাতা, 20 জানুয়ারি : এক সপ্তাহের মাথায় কলকাতায় ফের ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে অন্য চার রোগীর শরীরে । ব্রেন ডেথ ঘোষিত সুজয় কর্মকার নামে ওই যুবকের হার্ট প্রতিস্থাপন করা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এক রোগীর শরীরে । উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের এক রোগীর শরীরে তাঁর লিভার প্রতিস্থাপন করা হচ্ছে । দুটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে SSKM হাসপাতালের দুই রোগীর শরীরে ।

রবিবার রাতে SSKM হাসপাতালে ব্রেন ডেথ হয় সুজয় কর্মকারের ৷ মৃত্যুর পর সুজয়ের অঙ্গদানের সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার ৷ কাঁচরাপাড়া কলেজের সেকেন্ড ইয়ারের পড়ুয়া ছিলেন সুজয় কর্মকার । সাত জানুয়ারি বন্ধুর মোটরবাইকে চেপে হরিণঘাটা কলেজে তিনি পরীক্ষা দিতে যাচ্ছিলেন । মোহনপুরের কাছে পথদুর্ঘটনায় তাঁর বন্ধু পাপন ঘোষের মৃত্যু হয় । মারাত্মক জখম হন সুজয় কর্মকার । তাঁকে নিয়ে যাওয়া হয় হরিণঘাটার হাসপাতালে । সেখান থেকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর হাসপাতালে । এরপর সেখান থেকে সুজয় কর্মকারকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালে । শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি । তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা ছাড়া অন্য আর কোনও উপায় ছিল না চিকিৎসকদের কাছে । এরপর সুজয় কর্মকারের অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিজনরা ।

সোমবার দুটি পৃথক গ্রিন করিডর তৈরি করা হয় ৷ সেই করিডর দিয়ে সুজয়ের হার্ট এবং লিভার পৌঁছে দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালে । দুপুর একটা নাগাদ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে যায় হার্ট । সেখানে বাগুইআটির বাসিন্দা অমল হালদার (47)-এর শরীরে হার্টটি প্রতিস্থাপন করা হচ্ছে । পাশাপাশি লিভার পৌঁছে যায় বাইপাসের বেসরকারি ওই হাসপাতালে । সেখানে দক্ষিণ 24 পরগনার বাসিন্দা 53 বছর বয়সি এক ব্যক্তির শরীরে লিভার প্রতিস্থাপন করা হচ্ছে । সুজয়ের দুটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে SSKM হাসপাতালে ।

দিন সাতেক আগে ব্রেন ডেথ ঘোষিত পূর্ব মেদিনীপুরের স্বপন হাজরার (45) দুই কিডনি এবং হার্ট SSKM হাসপাতালে তিন রোগীর শরীরে প্রতিস্থাপন সম্পন্ন হয়েছিল ।

Intro:কলকাতা, ২০ জানুয়ারি: এক সপ্তাহের মাথায় কলকাতায় ফের ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে অন্য চার রোগীর শরীরে। ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হার্ট প্রতিস্থাপন করা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তাঁর লিভার প্রতিস্থাপন করা হচ্ছে উল্টোডাঙ্গার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। দুই কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে SSKM হাসপাতালে।
Body:গত রবিবার, ১২ জানুয়ারি রাতে পথ দুর্ঘটনায় জখম পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার ভাজাচাউলি গ্রামের স্বপন হাজরা (৪৫)-র ব্রেন ডেথ ঘোষণা করা হয়েছিল SSKM হাসপাতালে। গত সোমবার তাঁর দুই কিডনি এবং হার্ট SSKM হাসপাতালে তিন রোগীর শরীরে প্রতিস্থাপন সম্পন্ন হয়েছিল। ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার প্রতিস্থাপন করা হয়েছিল মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে এক রোগীর শরীরে। আর, আজ সোমবার SSKM হাসপাতালে ব্রেন ডেথ ঘোষিত সুজয় কর্মকার (২০)-এর দুই কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে এই হাসপাতালের দুই রোগীর শরীরে। তাঁর হার্ট প্রতিস্থাপন করা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীর শরীরে। ব্রেন ডেথ ঘোষিত এই তরুণের লিভার প্রতিস্থাপন করা হচ্ছে উল্টোডাঙ্গা কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি এক হাসপাতালে।

কাঁচরাপাড়া কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন সুজয় কর্মকার। গত সাত জানুয়ারি বন্ধুর মোটর বাইকে চেপে হরিণঘাটা কলেজে তিনি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। মোহনপুরের কাছে পথদুর্ঘটনায় তাঁর বন্ধু পাপন ঘোষের মৃত্যু হয়। মারাত্মক জখম হন সুজয় কর্মকার। তাঁকে নিয়ে যাওয়া হয় হরিণঘাটার হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর হাসপাতালে। এর পর সেখান থেকে সুজয় কর্মকারকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালে। শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা ছাড়া অন্য আর কোনও উপায় ছিল না চিকিৎসকদের কাছে। এর পরে, সুজয় কর্মকারের অঙ্গ দানের সিদ্ধান্ত নেন পরিজনরা।
Conclusion:সোমবার দুটি পৃথক গ্রিন করিডর গড়ে ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হার্ট এবং লিভার পৌঁছে দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালে। দুপুর পৌনে একটা নাগাদ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে যায় হার্ট। সেখানে বাগুইআটির বাসিন্দা অমল হালদার (৪৭)-এর শরীরে সুজয় কর্মকারের হার্ট প্রতিস্থাপন করা হচ্ছে। দুপুর সওয়া একটা নাগাদ লিভার পৌঁছে যায় বেসরকারি ওই হাসপাতালে। সেখানে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ৫৩ বছর বয়সি এক পুরুষ রোগীর শরীরে লিভার প্রতিস্থাপন করা হচ্ছে। দুটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে SSKM হাসপাতালে।
_______


ছবি:
wb_kol_01a_organ_donation_transplant_pic_7203421
ব্রেন ডেথ ঘোষিত রোগীর ছবি

_______





Last Updated : Jan 20, 2020, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.