কলকাতা, 20 ডিসেম্বর : শেষ হয়েছে পৌরভোট । আগামী মঙ্গলবার ভোটের ফলাফল । তবে এর মধ্যে ধরা পড়ল কলকাতা কর্পোরেশনের ভবনের সংস্কারের ব্যস্ততা । কাউন্সিলর ক্লাব থেকে শুরু করে অধিবেশন কক্ষ চলছে পরিষ্কারের কাজ । বিভিন্ন মেয়র পারিষদদের বসার ঘর এমনকি মেয়রের ঘরে চলছে সৌন্দর্যায়নের কাজ । আর কয়েকদিন বাকি নতুন বোর্ড গঠনের । তার আগে পৌরকর্মীদের পৌরসভার সাজিয়ে তোলার প্রস্তুতি তুঙ্গে । তাতেই বিরোধীদের নিন্দার মুখে পড়েছে কর্তৃপক্ষ (KMC Renovation controversy) ৷
লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় নতুন সিসিটিভি ক্যামেরা । কার্পেট থেকে শুরু করে আসবাবপত্রের বদল হচ্ছে । লাগানো হয়েছে আধুনিক মানের আলো । লনজুড়ে লাগানো হচ্ছে বিভিন্ন বাহারি পাতার গাছ, ফুলের গাছ ।
রাজ্য সরকার এই মুহূর্তে খরচে কাটছাঁট করছে ৷ একই ভাবে অর্থ ভান্ডারে টান পড়েছে কলকাতা পৌরনিগমেরও ৷ সেই পরিস্থিতিতে ছোট লালবাড়ির এই আমূল সংস্কারের প্রসঙ্গে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন ৷ বিরোধীরা ইতিমধ্যেই এই নিয়ে সুর চড়িয়েছে ৷
অভিযোগ, অর্থাভাবে পৌরনিগমের একাধিক প্রকল্পের কাজ থমকে রয়েছে ৷ কর্মীদের বেতনও সঠিক সময়ে দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে ৷ একইভাবে প্রায় বছর খানেকের বেশি সময় ধরে বকেয়া থেকেছে ঠিকাদারদের টাকাও ৷ এই পরিস্থিতিতে নতুন করে পৌরভবন সাজানোর পিছনে ব্যয় করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ৷ বিরোধীদের দাবি, যেখানে পৌরসভার ভাঁড়ারের এই বেহাল দশা, সেখানে মেয়রের এই সমস্ত কাজ বিলাসিতা মাত্র ৷
আরও পড়ুন : KMC Election 2021 : কলকাতা পৌরভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে হাইকোর্টে বাম-বিজেপি
পৌরসভা সাজানো প্রসঙ্গে 99 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দেবাশীষ মুখোপাধ্যায় বললেন, "দেশে যেমন মানুষ আধ পেটা খায়, আর প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন, বাসভবন বানানোর পরিকল্পনা করেন ঠিক একইভাবে এ রাজ্যের শাসকদলের নেতারাও সেই পথ অনুসরণ করেন । বেতন দিতে গেলে কাল ঘাম ঝরে কর্তৃপক্ষের । বকেয়া রয়েছে ঠিকাদারদের টাকা । তার মধ্যে নিজেদের ঘর সাজাতে কোন খামতি নেই । এটাই তৃণমূলের কালচার ।"