কলকাতা, ২৭ জানুয়ারি : রাজ্য বিধানসভায় সর্বসম্মতভাবে পাস হল CAA বিরোধী প্রস্তাব । বাম ও কংগ্রেস দুই বিরোধীই প্রস্তাবের পক্ষে থাকায় ভোটাভুটি ছাড়াই কেবলমাত্র ধ্বনি ভোটেই পাশ হয়ে গেল CAA বিরোধী প্রস্তাব । এই প্রস্তাবে কিছু সংশোধন আনার দাবি জানিয়েছিল বিরোধীরা । তবে আজ বিধানসভায় সেই প্রস্তাবগুলো অধ্যক্ষের অনুমতিতে শুধুমাত্র পাঠ করা হয় কিন্তু গৃহীত হয়নি । শাসকদলের অনুরোধে শেষপর্যন্ত প্রস্তাবগুলো বিরোধীরা প্রত্যাহার করেন । অন্যদিকে বাম ও কংগ্রেস ধ্বনি ভোটে প্রস্তাবকে সমর্থন করলেও বিরোধিতা করেন মালদার বৈষ্ণবনগরের BJP বিধায়ক স্বাধীন সরকার ।
এই প্রসঙ্গে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, "আমরা ভোটাভুটি চাইনি । আমরা সংশোধন চেয়েছিলাম । শাসকদল বলছে সর্বদলীয় প্রস্তাব আনা হবে । কিন্তু সেই প্রস্তাবে শাসকদলের মত প্রতিষ্ঠিত হবে । মানে বিষয়টি সর্বদলীয় হবে যদি বিরোধীরা তাদের মতে মত দেয় । বিরোধীদের সামান্যতম কৃতিত্ব দিতে চায় না রাজ্য সরকার । বিরোধীরা অবশ্য কৃতিত্বের ভাগ চায় না । বিরোধীরা চায় মানুষের স্বার্থে প্রস্তাব সংশোধন করা হোক প্রস্তাব । প্রস্তাব সংশোধন করলে নরেন্দ্র মোদি সরকারের উপর চাপ সৃষ্টি হত । কারণ, এই প্রস্তাব যাবে দিল্লিতে ।"
অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "ভাই-দিদিভাই করে আর যেন সর্বনাশ না করা হয় । NRC, CAA-র বিরুদ্ধে আমাদের সার্বিক লড়াই চাই ।' পাশাপাশি 11 জানুয়ারি রাজভবনে মোদি-মমতার একান্তে সাক্ষাৎ নিয়েও কটাক্ষ করে সুজন । তিনি বলেন, ' মুখ্যমন্ত্রী সব বৈঠকই প্রকাশ্যে করেন । কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে প্রকাশ্যে বৈঠকে আগ্রহী দেখান না । গোপন বৈঠকে যাওয়ার জন্য আগ্রহী থাকেন । যার গোপন বৈঠকে যাওয়ার সুযোগ আছে, তাঁর প্রকাশ্যে ফুলের মালা দিয়ে বরণ করার দরকার হয় না ।'
পাশাপাশি মুখ্যমন্ত্রীর NRP-এর সমর্থনে প্রচার নিয়েও প্রশ্ন করেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী যে NPR বাতিল করেছেন, তা প্রকাশ্যে ঘোষণা করা উচিত ।"