ETV Bharat / city

"প্রস্তাব সংশোধন হলে চাপ বাড়ত মোদি সরকারের উপর", দাবি বিরোধীদের - বিধানসভা

কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, "আমরা ভোটাভুটি চাইনি । আমরা সংশোধন চেয়েছিলাম । শাসকদল বলছে সর্বদলীয় প্রস্তাব আনা হবে । কিন্তু  সেই প্রস্তাবে শাসকদলের মত প্রতিষ্ঠিত হবে । মানে বিষয়টি সর্বদলীয় হবে যদি বিরোধীরা তাদের মতে মত দেয় ।"

caa in assembly
CAA বিরোধী প্রস্তাব
author img

By

Published : Jan 27, 2020, 10:27 PM IST

Updated : Jan 27, 2020, 11:03 PM IST

কলকাতা, ২৭ জানুয়ারি : রাজ্য বিধানসভায় সর্বসম্মতভাবে পাস হল CAA বিরোধী প্রস্তাব । বাম ও কংগ্রেস দুই বিরোধীই প্রস্তাবের পক্ষে থাকায় ভোটাভুটি ছাড়াই কেবলমাত্র ধ্বনি ভোটেই পাশ হয়ে গেল CAA বিরোধী প্রস্তাব । এই প্রস্তাবে কিছু সংশোধন আনার দাবি জানিয়েছিল বিরোধীরা । তবে আজ বিধানসভায় সেই প্রস্তাবগুলো অধ্যক্ষের অনুমতিতে শুধুমাত্র পাঠ করা হয় কিন্তু গৃহীত হয়নি । শাসকদলের অনুরোধে শেষপর্যন্ত প্রস্তাবগুলো বিরোধীরা প্রত্যাহার করেন । অন্যদিকে বাম ও কংগ্রেস ধ্বনি ভোটে প্রস্তাবকে সমর্থন করলেও বিরোধিতা করেন মালদার বৈষ্ণবনগরের BJP বিধায়ক স্বাধীন সরকার ।

এই প্রসঙ্গে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, "আমরা ভোটাভুটি চাইনি । আমরা সংশোধন চেয়েছিলাম । শাসকদল বলছে সর্বদলীয় প্রস্তাব আনা হবে । কিন্তু সেই প্রস্তাবে শাসকদলের মত প্রতিষ্ঠিত হবে । মানে বিষয়টি সর্বদলীয় হবে যদি বিরোধীরা তাদের মতে মত দেয় । বিরোধীদের সামান্যতম কৃতিত্ব দিতে চায় না রাজ্য সরকার । বিরোধীরা অবশ্য কৃতিত্বের ভাগ চায় না । বিরোধীরা চায় মানুষের স্বার্থে প্রস্তাব সংশোধন করা হোক প্রস্তাব । প্রস্তাব সংশোধন করলে নরেন্দ্র মোদি সরকারের উপর চাপ সৃষ্টি হত । কারণ, এই প্রস্তাব যাবে দিল্লিতে ।"

অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "ভাই-দিদিভাই করে আর যেন সর্বনাশ না করা হয় । NRC, CAA-র বিরুদ্ধে আমাদের সার্বিক লড়াই চাই ।' পাশাপাশি 11 জানুয়ারি রাজভবনে মোদি-মমতার একান্তে সাক্ষাৎ নিয়েও কটাক্ষ করে সুজন । তিনি বলেন, ' মুখ্যমন্ত্রী সব বৈঠকই প্রকাশ্যে করেন । কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে প্রকাশ্যে বৈঠকে আগ্রহী দেখান না । গোপন বৈঠকে যাওয়ার জন্য আগ্রহী থাকেন । যার গোপন বৈঠকে যাওয়ার সুযোগ আছে, তাঁর প্রকাশ্যে ফুলের মালা দিয়ে বরণ করার দরকার হয় না ।'

পাশাপাশি মুখ্যমন্ত্রীর NRP-এর সমর্থনে প্রচার নিয়েও প্রশ্ন করেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী যে NPR বাতিল করেছেন, তা প্রকাশ্যে ঘোষণা করা উচিত ।"

CAA নিয়ে বিরোধীদের বক্তব্য

কলকাতা, ২৭ জানুয়ারি : রাজ্য বিধানসভায় সর্বসম্মতভাবে পাস হল CAA বিরোধী প্রস্তাব । বাম ও কংগ্রেস দুই বিরোধীই প্রস্তাবের পক্ষে থাকায় ভোটাভুটি ছাড়াই কেবলমাত্র ধ্বনি ভোটেই পাশ হয়ে গেল CAA বিরোধী প্রস্তাব । এই প্রস্তাবে কিছু সংশোধন আনার দাবি জানিয়েছিল বিরোধীরা । তবে আজ বিধানসভায় সেই প্রস্তাবগুলো অধ্যক্ষের অনুমতিতে শুধুমাত্র পাঠ করা হয় কিন্তু গৃহীত হয়নি । শাসকদলের অনুরোধে শেষপর্যন্ত প্রস্তাবগুলো বিরোধীরা প্রত্যাহার করেন । অন্যদিকে বাম ও কংগ্রেস ধ্বনি ভোটে প্রস্তাবকে সমর্থন করলেও বিরোধিতা করেন মালদার বৈষ্ণবনগরের BJP বিধায়ক স্বাধীন সরকার ।

এই প্রসঙ্গে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, "আমরা ভোটাভুটি চাইনি । আমরা সংশোধন চেয়েছিলাম । শাসকদল বলছে সর্বদলীয় প্রস্তাব আনা হবে । কিন্তু সেই প্রস্তাবে শাসকদলের মত প্রতিষ্ঠিত হবে । মানে বিষয়টি সর্বদলীয় হবে যদি বিরোধীরা তাদের মতে মত দেয় । বিরোধীদের সামান্যতম কৃতিত্ব দিতে চায় না রাজ্য সরকার । বিরোধীরা অবশ্য কৃতিত্বের ভাগ চায় না । বিরোধীরা চায় মানুষের স্বার্থে প্রস্তাব সংশোধন করা হোক প্রস্তাব । প্রস্তাব সংশোধন করলে নরেন্দ্র মোদি সরকারের উপর চাপ সৃষ্টি হত । কারণ, এই প্রস্তাব যাবে দিল্লিতে ।"

অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "ভাই-দিদিভাই করে আর যেন সর্বনাশ না করা হয় । NRC, CAA-র বিরুদ্ধে আমাদের সার্বিক লড়াই চাই ।' পাশাপাশি 11 জানুয়ারি রাজভবনে মোদি-মমতার একান্তে সাক্ষাৎ নিয়েও কটাক্ষ করে সুজন । তিনি বলেন, ' মুখ্যমন্ত্রী সব বৈঠকই প্রকাশ্যে করেন । কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে প্রকাশ্যে বৈঠকে আগ্রহী দেখান না । গোপন বৈঠকে যাওয়ার জন্য আগ্রহী থাকেন । যার গোপন বৈঠকে যাওয়ার সুযোগ আছে, তাঁর প্রকাশ্যে ফুলের মালা দিয়ে বরণ করার দরকার হয় না ।'

পাশাপাশি মুখ্যমন্ত্রীর NRP-এর সমর্থনে প্রচার নিয়েও প্রশ্ন করেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী যে NPR বাতিল করেছেন, তা প্রকাশ্যে ঘোষণা করা উচিত ।"

CAA নিয়ে বিরোধীদের বক্তব্য
Intro:সরকারের আনা সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় ধনী ভোটে গৃহীত হলো। বিরোধীরা কয়েকটি প্রস্তাব সংশোধনী আকারে এনেছিলেন। সেগুলি কেবল পাঠ করা হয় অধ্যক্ষের অনুমতি সাপেক্ষে। কিন্তু তা গৃহীত হয়নি। শাসকদলের অনুরোধে শেষপর্যন্ত সেগুলি তারা প্রত্যাহার করে নেয়।


Body:শুধুমাত্র বিজেপির মালদার বৈষ্ণবনগরের বিধায়ক স্বাধীন সরকার এই প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি ভোটাভুটির দাবি করলেও সেটি শেষ পর্যন্ত গ্রহণ করা হয়নি। বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, বিরোধীরা যখন প্রস্তাব আনতে চাইলেন, কেন সেদিন সেই প্রস্তাব আনতে দেওয়া হলো না। মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর সঙ্গে রাজভবনে গোপনে দেখা করলেন‌। 2003 সালের যে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল সেটিও বাতিল করা হোক। স্কুল গুলোতে প্রতিদিন সংবিধানের প্রস্তাবনা পাঠ করানো হোক।
রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, এরাজ্যে বিরোধীদের আন্দোলনের ক্ষেত্রে বারবার সমস্যায় পড়তে হচ্ছে। রানী রাসমণি রোড দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে কি রাজনৈতিক দল। বিরোধীদের মিটিং-মিছিল করার কোন জায়গা নেই। বিরোধীদের এভাবে আন্দোলনে বাধা দিলে আখেরে লাভ হবে বিজেপির।
কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী আজ জানিয়েছেন, বিরোধীদের শাসক পক্ষের সঙ্গে সহমত হওয়ানোর চেষ্টা করছে শাসক দল। সেটাকেই সর্বদলীয় প্রস্তাব মনে করছে শাসক দল।


Conclusion:
Last Updated : Jan 27, 2020, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.