ETV Bharat / city

চাকরি দেওয়ার নামে প্রতারণা, নরেন্দ্রপুরে ধৃত অভিযুক্ত - kolkata

সরকারি দপ্তরে পাইয়ে দেওয়া হবে চাকরি । এই প্রলোভন দেখিয়ে যুবক-যুবতিদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ধৃত প্রতারক । তার নাম সন্দীপ পাল । এই প্রতারণাচক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

kolkata
সরকারি কাজের লোভ দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার 1
author img

By

Published : Jun 11, 2020, 12:29 PM IST

কলকাতা ,11 জুন : মেট্রোরেল-সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ধৄতের নাম সন্দীপ পাল ৷ তার বিরুদ্ধে অভিযোগ, এই রাজ্যের বিভিন্ন জেলার কয়েক হাজার যুবক-যুবতির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে সে ৷ কয়েক লাখ টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ তার বিরুদ্ধে ৷ প্রাথমিক তদন্ত থেকে পুলিশ জানতে পেরেছে কোনও এই ঘটনার সঙ্গে জড়িত একটি চক্রও ৷ সোনারপুর এলাকায় তাদের একটি অফিসও রয়েছে ৷ ধৄতকে আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷

সন্দীপের দ্বারা প্রতারিত হয়েছেন পারমিতা শূর নামে একজন । তিনি বলেন, মেট্রোর একটি প্রকল্পে বেসরকারিভাবে কাজ দেওয়ার নাম করে আমার থেকে প্রায় 27 হাজার টাকা নেওয়া হয় ৷ দেওয়া হয় একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারও ৷ শেষে বলা হয়, আমি হাইটের জন্য কাজ পাইনি ৷" আর একজন প্রতারিত রিম্পা ভট্টাচার্য বলেন ," আমাকে বলা হয়েছিল ইন্টারভিউ নেওয়া হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে সেফটি বোর্ড ডিফেন্সের জন্য ৷ কিন্তু কোনও সিলেকশন হয়নি ৷ তারপর আমায় বলা হয় যে কোভিডের বিভিন্ন কাজের জন্য সরকারি দপ্তরে বেসরকারিভাবে লোক নেওয়া হচ্ছে ৷ কিন্তু তাও হয়নি ৷ আমাকে স্যার মানে সন্দীপবাবু বলেন, বাড়িতে বসে থাকা তোমাদের বন্ধুদেরও এই কর্মসংস্থানের কথা জানাও ৷ আমি মোট 60 জনকে তাদের কাছে নিয়ে যাই ৷ তারপর সবাইকে নানা জায়গায় কাজ দেওয়া হবে বলে কারও কাছ থেকে 200 অথবা 250 টাকা নেওয়া হয় ৷ "যদিও রিম্পা অভিযোগ করে বলেন," এরা কেউই কাজ পাননি ৷"

ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ধৄতকে আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷

কলকাতা ,11 জুন : মেট্রোরেল-সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ধৄতের নাম সন্দীপ পাল ৷ তার বিরুদ্ধে অভিযোগ, এই রাজ্যের বিভিন্ন জেলার কয়েক হাজার যুবক-যুবতির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে সে ৷ কয়েক লাখ টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ তার বিরুদ্ধে ৷ প্রাথমিক তদন্ত থেকে পুলিশ জানতে পেরেছে কোনও এই ঘটনার সঙ্গে জড়িত একটি চক্রও ৷ সোনারপুর এলাকায় তাদের একটি অফিসও রয়েছে ৷ ধৄতকে আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷

সন্দীপের দ্বারা প্রতারিত হয়েছেন পারমিতা শূর নামে একজন । তিনি বলেন, মেট্রোর একটি প্রকল্পে বেসরকারিভাবে কাজ দেওয়ার নাম করে আমার থেকে প্রায় 27 হাজার টাকা নেওয়া হয় ৷ দেওয়া হয় একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারও ৷ শেষে বলা হয়, আমি হাইটের জন্য কাজ পাইনি ৷" আর একজন প্রতারিত রিম্পা ভট্টাচার্য বলেন ," আমাকে বলা হয়েছিল ইন্টারভিউ নেওয়া হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে সেফটি বোর্ড ডিফেন্সের জন্য ৷ কিন্তু কোনও সিলেকশন হয়নি ৷ তারপর আমায় বলা হয় যে কোভিডের বিভিন্ন কাজের জন্য সরকারি দপ্তরে বেসরকারিভাবে লোক নেওয়া হচ্ছে ৷ কিন্তু তাও হয়নি ৷ আমাকে স্যার মানে সন্দীপবাবু বলেন, বাড়িতে বসে থাকা তোমাদের বন্ধুদেরও এই কর্মসংস্থানের কথা জানাও ৷ আমি মোট 60 জনকে তাদের কাছে নিয়ে যাই ৷ তারপর সবাইকে নানা জায়গায় কাজ দেওয়া হবে বলে কারও কাছ থেকে 200 অথবা 250 টাকা নেওয়া হয় ৷ "যদিও রিম্পা অভিযোগ করে বলেন," এরা কেউই কাজ পাননি ৷"

ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ধৄতকে আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.