ETV Bharat / city

Suvendu Adhikari Criticises Firhad Hakim : ফিরহাদকে 'ছাপ্পা মেয়র' বলে কটাক্ষ শুভেন্দুর - ফিরহাদকে 'ছাপ্পা মেয়র' বলে কটাক্ষ শুভেন্দুর

রাজ্যের স্কুল কলেজ বন্ধ থাকা নিয়ে ফের এদিন রাজ্যের সমালোচনা করেন শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari)

Suvendu Adhikari Criticises Firhad Hakim
ফিরহাদকে 'ছাপ্পা মেয়র' বলে কটাক্ষ শুভেন্দুর
author img

By

Published : Jan 28, 2022, 8:46 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে 'ছাপ্পা মেয়র' বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari Criticises Firhad Hakim) । কলকাতা পৌরনিগমের পেনশন বন্ধ ইসুতে এদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, "আমি কলকাতা পৌরনিগমের ছাপ্পা মেয়র, যিনি ছাপ্পা মেরে মেয়র হয়েছেন তাঁকে অনুরোধ করব যত বকেয়া পেনশন ও পিএফ-এর ফাইল আছে তা সোমবার এর মধ্যে রিলিজ করে দিন । আপনাকে মঙ্গলবার এখানে দাঁড়িয়ে ধন্যবাদ জ্ঞাপন করব । আমি চ্যালেঞ্জ করছি ।"

রাজ্যের স্কুল কলেজ বন্ধ থাকা নিয়ে ফের এদিন রাজ্যের সমালোচনা শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর মুখে ৷ এদিন তিনি বলেন,"স্কুল কলেজ খোলার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর রাজ্য সরকার যে আচারণ করছে সেটা অমানবিক । গনতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে । বিকাশ ভবন ও নেতাইতে যেভাবে পুলিশ আমাদের বাধা দিয়েছে তার শেষ দেখে ছাড়ব । যেভাবে একজন বিরোধী দলনেতাকে আটকানো হয়েছে, এই বিষয়ে আমি মানবধিকার কমিশনেও লিখিতভাবে জানিয়েছি । আমি রাজ্যপাল এর দারস্থ হব । কারণ রাজ্যপাল এই রাজ্যের সংবিধানিক প্রধান ।"

ফিরহাদকে 'ছাপ্পা মেয়র' বলে কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন : ‘ভুয়ো নোটিশ’, কর্মীদের পেনশন বন্ধ না হওয়ার আশ্বাস ফিরহাদের

রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে শাসকদল বিধানসভায় প্রস্তাব আনলে বিজেপি তার বিরোধিতা করবে বলেও এদিন জানান শুভেন্দু ৷ তৃণমূল সংবিধান ভেঙে কিছু করলে তাদের পরিণতি জম্মু-কাশ্মীরের মতো হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷

কলকাতা, 28 জানুয়ারি : কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে 'ছাপ্পা মেয়র' বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari Criticises Firhad Hakim) । কলকাতা পৌরনিগমের পেনশন বন্ধ ইসুতে এদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, "আমি কলকাতা পৌরনিগমের ছাপ্পা মেয়র, যিনি ছাপ্পা মেরে মেয়র হয়েছেন তাঁকে অনুরোধ করব যত বকেয়া পেনশন ও পিএফ-এর ফাইল আছে তা সোমবার এর মধ্যে রিলিজ করে দিন । আপনাকে মঙ্গলবার এখানে দাঁড়িয়ে ধন্যবাদ জ্ঞাপন করব । আমি চ্যালেঞ্জ করছি ।"

রাজ্যের স্কুল কলেজ বন্ধ থাকা নিয়ে ফের এদিন রাজ্যের সমালোচনা শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর মুখে ৷ এদিন তিনি বলেন,"স্কুল কলেজ খোলার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর রাজ্য সরকার যে আচারণ করছে সেটা অমানবিক । গনতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে । বিকাশ ভবন ও নেতাইতে যেভাবে পুলিশ আমাদের বাধা দিয়েছে তার শেষ দেখে ছাড়ব । যেভাবে একজন বিরোধী দলনেতাকে আটকানো হয়েছে, এই বিষয়ে আমি মানবধিকার কমিশনেও লিখিতভাবে জানিয়েছি । আমি রাজ্যপাল এর দারস্থ হব । কারণ রাজ্যপাল এই রাজ্যের সংবিধানিক প্রধান ।"

ফিরহাদকে 'ছাপ্পা মেয়র' বলে কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন : ‘ভুয়ো নোটিশ’, কর্মীদের পেনশন বন্ধ না হওয়ার আশ্বাস ফিরহাদের

রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে শাসকদল বিধানসভায় প্রস্তাব আনলে বিজেপি তার বিরোধিতা করবে বলেও এদিন জানান শুভেন্দু ৷ তৃণমূল সংবিধান ভেঙে কিছু করলে তাদের পরিণতি জম্মু-কাশ্মীরের মতো হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.