কলকাতা, 28 জানুয়ারি : কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে 'ছাপ্পা মেয়র' বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari Criticises Firhad Hakim) । কলকাতা পৌরনিগমের পেনশন বন্ধ ইসুতে এদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, "আমি কলকাতা পৌরনিগমের ছাপ্পা মেয়র, যিনি ছাপ্পা মেরে মেয়র হয়েছেন তাঁকে অনুরোধ করব যত বকেয়া পেনশন ও পিএফ-এর ফাইল আছে তা সোমবার এর মধ্যে রিলিজ করে দিন । আপনাকে মঙ্গলবার এখানে দাঁড়িয়ে ধন্যবাদ জ্ঞাপন করব । আমি চ্যালেঞ্জ করছি ।"
রাজ্যের স্কুল কলেজ বন্ধ থাকা নিয়ে ফের এদিন রাজ্যের সমালোচনা শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর মুখে ৷ এদিন তিনি বলেন,"স্কুল কলেজ খোলার দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর রাজ্য সরকার যে আচারণ করছে সেটা অমানবিক । গনতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে । বিকাশ ভবন ও নেতাইতে যেভাবে পুলিশ আমাদের বাধা দিয়েছে তার শেষ দেখে ছাড়ব । যেভাবে একজন বিরোধী দলনেতাকে আটকানো হয়েছে, এই বিষয়ে আমি মানবধিকার কমিশনেও লিখিতভাবে জানিয়েছি । আমি রাজ্যপাল এর দারস্থ হব । কারণ রাজ্যপাল এই রাজ্যের সংবিধানিক প্রধান ।"
আরও পড়ুন : ‘ভুয়ো নোটিশ’, কর্মীদের পেনশন বন্ধ না হওয়ার আশ্বাস ফিরহাদের
রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে শাসকদল বিধানসভায় প্রস্তাব আনলে বিজেপি তার বিরোধিতা করবে বলেও এদিন জানান শুভেন্দু ৷ তৃণমূল সংবিধান ভেঙে কিছু করলে তাদের পরিণতি জম্মু-কাশ্মীরের মতো হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷