কলকাতা, 24 জুলাই : স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজে কোরোনা যোদ্ধাদের সম্মান জানাবে রাজ্য সরকার । শুক্রবার নবান্নে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা । কোরোনা আবহে কীভাবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হবে, তা নিয়ে আলোচনা হয় । সিদ্ধান্ত হয়েছে, এবার কোরোনা যোদ্ধাদের সম্মান জানাবে রাজ্য ।
প্রতি বছর রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ট্যাবলো প্রদর্শন হয়ে থাকে স্বাধীনতা দিবসে ৷ যা নিয়ে উৎসাহী হয় সাধারণ মানুষ । কোরোনা আবহে এই বছর কুচকাওয়াজ এবং ট্যাবলো প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন । সূত্রের খবর, সামাজিক দূরত্ব বিধিকে মান্যতা দিয়ে আড়ম্বরহীনভাবে হবে এবারের স্বাধীনতা দিবস অনুষ্ঠান । ইতিমধ্যে বর্তমান প্রেক্ষাপটে কীভাবে স্বাধীনতা দিবস পালন করা হবে, তা নিয়ে কেন্দ্রের নির্দেশিকা এসেছে রাজ্যের কাছে । এরপরই স্বাধীনতা দিবসের রূপরেখা তৈরিতে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব ।
যেখানে সিদ্ধান্ত হয়, ছোটো করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে রেড রোডে ৷ তবে প্রথা মেনে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন । 15 আগস্ট সকাল 10 টায় রেড রোডে আসবেন মুখ্যমন্ত্রী । মূল অনুষ্ঠানের পরে কোরোনা যোদ্ধাদের সংবর্ধনা জানাবেন তিনি ।