ETV Bharat / city

Theater Road Death: থিয়েটার রোডে বৃৃদ্ধার রহস্যমৃত্যু, তদন্তে হোমিসাইড শাখা - Shakespeare Street Police Station

থিয়েটার রোডে বৃদ্ধার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ৷ 91 বছরের রেণুকা চৌধুরীর দেহ প্রথম দেখতে পান তাঁর ছেলে ৷ তিনি পুলিশে খবর দেন ৷ শেক্সপিয়ার থানা এবং হোমিসাইড শাখার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

old-lady-die-in-a-suspicious-way-in-theater-road-kolkata
থিয়েটার রোডে বৃৃদ্ধার রহস্যমৃত্যু, তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা
author img

By

Published : Nov 2, 2021, 1:41 PM IST

কলকাতা, 2 নভেম্বর : থিয়েটার রোডের একটি বহুতলে বৃদ্ধার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ আজ সকালে 91 বছরের রেণুকা চৌধুরীর দেহ প্রথম দেখেন তাঁর ছেলে অভয় চৌধুরী ৷ তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না ৷ পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার মুখে সামান্য রক্ত পাওয়া গিয়েছে ৷ অভয় চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ ৷ রেণুকা চৌধুরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

এক মাসও পেরোয়নি কাকুলিয়া রোডে কর্পোরেট সংস্থার কর্তা এবং তাঁর গাড়ির চালকের হত্যাকাণ্ডের ঘটনার ৷ যে ঘটনায় গতকালই অন্যতম অভিযুক্ত এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আর তারই মধ্যে কলকাতার বুকে আরও একটি রহস্যমৃত্যু ৷ এবার 91 বছরের এক বৃদ্ধা ৷ শেক্সপিয়ার থানার থিয়েটার রোডের একটি বহুতলের বাসিন্দা রেণুকা চৌধুরীর দেহ তাঁর ফ্ল্যাট থেকেই পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন : Gariahat Double Murder Case : গোয়েন্দাদের প্রশ্নে মুখে কুলুপ জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত ভিকির

পুলিশ সূত্রে খবর, আজ সকালে তাঁর ছেলে প্রথম বৃদ্ধার দেহ দেখতে পান ৷ অভয় চৌধুরী আজ সকালে আবাসনের নিচে ব্যাডমিন্টন খেলছিলেন ৷ ব্যাডমিন্টন খেলে ফ্ল্যাটে ঢুকে মায়ের দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি ৷ তাঁর মুখে রক্ত ছিল বলে পুলিশকে জানিয়েছেন অভয় ৷ তিনিও শেক্সপিয়ার থানায় খবর দিলে, পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ লালবাজার সূত্রে খবর, অভয় চৌধুরীকে শেক্সপিয়ার থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

আরও পড়ুন : Gariahat Double Murder Case : ‘মুম্বইয়ের দিকে ডেকে নেব’, সঞ্জয়কে বলা এই কথাই কাল হল ভিকির

তবে প্রাথমিক তদন্তে মুখের রক্ত ছাড়া আর কোনও আঘাতের চিহ্ন শরীরের পাওয়া যায়নি ৷ শরীরে ভিতরে বা দেহের অন্য কোথাও কোনও আঘাত রয়েছে কি না, জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷ পাশাপাশি, বৃদ্ধার রহস্যমৃত্যুর খবর পেয়ে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা ঘটনাস্থলে যান ৷ তাঁরাও দেহের পর্যবেক্ষণ করে ৷

কলকাতা, 2 নভেম্বর : থিয়েটার রোডের একটি বহুতলে বৃদ্ধার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ আজ সকালে 91 বছরের রেণুকা চৌধুরীর দেহ প্রথম দেখেন তাঁর ছেলে অভয় চৌধুরী ৷ তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না ৷ পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার মুখে সামান্য রক্ত পাওয়া গিয়েছে ৷ অভয় চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ ৷ রেণুকা চৌধুরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

এক মাসও পেরোয়নি কাকুলিয়া রোডে কর্পোরেট সংস্থার কর্তা এবং তাঁর গাড়ির চালকের হত্যাকাণ্ডের ঘটনার ৷ যে ঘটনায় গতকালই অন্যতম অভিযুক্ত এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আর তারই মধ্যে কলকাতার বুকে আরও একটি রহস্যমৃত্যু ৷ এবার 91 বছরের এক বৃদ্ধা ৷ শেক্সপিয়ার থানার থিয়েটার রোডের একটি বহুতলের বাসিন্দা রেণুকা চৌধুরীর দেহ তাঁর ফ্ল্যাট থেকেই পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন : Gariahat Double Murder Case : গোয়েন্দাদের প্রশ্নে মুখে কুলুপ জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত ভিকির

পুলিশ সূত্রে খবর, আজ সকালে তাঁর ছেলে প্রথম বৃদ্ধার দেহ দেখতে পান ৷ অভয় চৌধুরী আজ সকালে আবাসনের নিচে ব্যাডমিন্টন খেলছিলেন ৷ ব্যাডমিন্টন খেলে ফ্ল্যাটে ঢুকে মায়ের দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি ৷ তাঁর মুখে রক্ত ছিল বলে পুলিশকে জানিয়েছেন অভয় ৷ তিনিও শেক্সপিয়ার থানায় খবর দিলে, পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷ লালবাজার সূত্রে খবর, অভয় চৌধুরীকে শেক্সপিয়ার থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

আরও পড়ুন : Gariahat Double Murder Case : ‘মুম্বইয়ের দিকে ডেকে নেব’, সঞ্জয়কে বলা এই কথাই কাল হল ভিকির

তবে প্রাথমিক তদন্তে মুখের রক্ত ছাড়া আর কোনও আঘাতের চিহ্ন শরীরের পাওয়া যায়নি ৷ শরীরে ভিতরে বা দেহের অন্য কোথাও কোনও আঘাত রয়েছে কি না, জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷ পাশাপাশি, বৃদ্ধার রহস্যমৃত্যুর খবর পেয়ে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা ঘটনাস্থলে যান ৷ তাঁরাও দেহের পর্যবেক্ষণ করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.