কলকাতা, 27 জুলাই: ফের কোরোনার থাবা কলকাতা পুলিশের অন্দরমহলে। কোরোনায় আক্রান্ত হলেন টালা থানার OC। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছে।
গত শুক্রবার টালা থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ কোরোনায় আক্রান্ত হন, তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়। সেদিনই অসুস্থ বোধ করেন ওই থানার OC-ও। এরপরই শনিবার তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে।
অফিসার ইনচার্জ ও অতিরিক্ত অফিসার ইনচার্জ- উভয়ই কোরোনা আক্রান্ত হওয়ায় বর্তমানে থানার দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে চিৎপুর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জের হাতে।
কলকাতা আর জি কর হাসপাতাল টালা থানার অন্তর্গত হওয়ায় কাজের প্রয়োজনে প্রায়দিনই পুলিশকর্মীদের হাসপাতালে যেতে হয়। সেখান থেকেই সংক্রমণ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই থানা জীবাণুমুক্ত করা হয়েছে এবং আক্রান্ত দুই পুলিশকর্মীর সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের কোয়ারানটিনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।
এর আগে গার্ডেনরিচ, বউবাজার, প্রগতি ময়দান, ট্যাংরা ও বেলেঘাটা থানার পুলিশ কর্মীরাও কোরোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুও হয়েছে বেশ কয়েকজন পুলিশকর্মীর। কোরোনার বিরুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন রাজ্যের পুলিশকর্মীরা, তাই তাঁদের সংক্রমিত হওয়ার সম্ভাবনাও বেশি ।