কলকাতা, 30 জুন: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কিছু স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল । এছাড়া বাড়ানো হয়েছে লোকাল ট্রেনের সংখ্যা । সেই সঙ্গে 1 জুলাই থেকে কার্যকর হবে পূর্ব রেলের নতুন সময়সূচি ।
পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের লক্ষ্মীকান্তপুর ও ক্যানিং শাখায় 6টি নতুন EMU চালানো হবে । সেগুলি হল লক্ষ্মীকান্তপুর-সোনারপুর (34333), সোনারপুর-ক্যানিং (34362), ক্যানিং-সোনারপুর (34357), সোনারপুর-ডায়মন্ড হারবার (34884), ডায়মন্ড হারবার-শিয়ালদা (34861), শিয়ালদা-সোনারপুর (34438) । পাশাপাশি 5টি লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হয়েছে । বর্ধমান-ব্লগনা-বর্ধমান লোকালটি 1 জুলাই থেকে কাটোয়া পর্যন্ত পরিষেবা দেবে । শিয়ালদা-সোনারপুর (34422) লোকাল লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে । হাসনাবাদ-প্রিন্সেপ ঘাট (30324) লোকাল মাঝেরহাট পর্যন্ত যাবে ও BBD বাগ-শিয়ালদা লোকাল (30451) বারুইপুর পর্যন্ত যাবে ।
আরও পড়ুন : চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিষ্ট কিশোরী, দু'ঘণ্টা রেল অবরোধ নুঙ্গিতে
নতুন একটি হল্ট স্টেশন চালু করা হয়েছে । ব্যান্ডেল-কাটোয়া শাখায় বাঁশবেড়িয়া ও ত্রিবেণীর মধ্যে ইসলামপাড়া হল্ট স্টেশন দেওয়া হয়েছে । হাওড়া-কাটোয়া লোকাল (37923) ও কাটোয়া-হাওড়া লোকাল (37916) এই হল্ট স্টেশনে থামবে । পাশাপাশি হাওড়া ডিভিশনে রামপুরহাট-আজিমগঞ্জ, আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশাল MEMU চালানো হবে । এছাড়া হাওড়া-তারকেশ্বর, তারকেশ্বর-শেওড়াফুলি, আরামবাগ-তারকেশ্বর স্টেশনের মধ্যে 10টি EMU স্পেশাল চালানো হবে । শিয়ালদা ডিভিশনে বারাসাত-হাসনাবাদ, ঘুঁটিয়ারি শরিফ-সোনারপুর, রানাঘাট-বনগাঁ, রানাঘাট-লালগোলা, রানাঘাট-গেদে, শিয়ালদা-বারুইপুর এবং সোনারপুর-চাম্পাহাটি স্টেশনের মধ্যে মোট 12 টি EMU স্পেশাল নিয়মিত চলাচল করবে।
আরও পড়ুন : একগুচ্ছ ট্রেন বাতিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের
কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে পূর্ব রেল । 12307 হাওড়া-যোধপুর এক্সপ্রেস হাওড়া থেকে রাত 11টা 35 মিনিটের বদলে 11টা 40 মিনিটে ছাড়বে । 22309 হাওড়া-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (সাপ্তাহিক) রাত 11টা 05 মিনিটে ছাড়ার পরিবর্তে রাত 11টায় ছাড়বে । 15959 হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস হাওড়া থেকে বিকেল 5টা 35 মিনিটের বদলে সন্ধে 6টা ছাড়বে । 13104 লালগোলা-শিয়ালদা-ভাগীরথী এক্সপ্রেস লালগোলা থেকে সকাল 5টা 35 মিনিটের বদলে 5টা 40 মিনিটে ছাড়বে । 13118 লালগোলা-কলকাতা এক্সপ্রেস লালগোলা থেকে সকাল 6টা 45 মিনিটে ছাড়ার বদলে সকাল 7 টায় ছাড়বে। এছাড়া শিয়ালদা বিভাগের তিনটি প্যাসেঞ্জার, হাওড়া ডিভিশনের পাঁচটি প্যাসেঞ্জার, মালদা ডিভিশনের দুটি ট্রেন এবং আসানসোল ডিভিশনের একটি ট্রেনের সময় পরিবর্তন করা হবে । পরে তা জানিয়ে দেওয়া হবে।