কলকাতা, 18 জুন : কলকাতাসহ রাজ্যে বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও । উদ্বেগ বাড়িয়ে রাজ্যের মোট কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বর্তমানে 2455 টি । এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই সংখ্যাটা বেড়ে হয়েছে 1457 । গত 24 ঘণ্টায় কলকাতায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়েছে 180 টি ।
নবান্নের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের মোট কনটেইনমেন্ট জ়োনের সংখ্যার 60 শতাংশই কলকাতায় । কলকাতার পরে তালিকায় রয়েছে উত্তর 24 পরগনা । এই জেলায় কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা 219 । হাওড়ায় 121 । পশ্চিম মেদিনীপুরে 98 । দক্ষিণ 24 পরগনায় 61 । পূর্ব বর্ধমানে 114 । হুগলিতে 71 । নদিয়ায় 35 । পূর্ব মেদিনীপুরে 4 । উত্তর দিনাজপুরে 8 । মুর্শিদাবাদে 4 । বাঁকুড়ায় 140 । কোচবিহারে 31 । বীরভূমে 9 । জলপাইগুড়িতে 1 । দার্জিলিংয়ে 2 এবং কালিম্পংয়ে 38 টি ।
রাজ্যজুড়ে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়ে মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, "আমফান বিপর্যয়ের পর সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি ৷ ফলে কোরোনা সংক্রমণ বাড়ছে । যার ফলে বাড়ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও । এছাড়া পরিযায়ী শ্রমিকদের রাজ্যে আসার বিষয়টিও রয়েছে ।"