ETV Bharat / city

হাজার ছাড়াল রাজ্যের কনটেনমেন্ট জ়োনের সংখ্যা

মোট কনটেমেন্ট জ়োনের সংখ্যা 1022 টি । সর্বাধিক পূর্ব বর্ধমানে ।

number of containment zones crossed one thousand
কনটেনমেন্ট জ়োনের সংখ্যা
author img

By

Published : Jul 24, 2020, 11:44 PM IST

কলকাতা, 24 জুলাই: কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমল একটি । কিন্তু, রাজ্যে বাড়ল অনেকগুলি । হাজার ছাড়িয়ে গেল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । এই মুহূর্তে রাজ্যে মোট কনটেমেন্ট জ়োনের সংখ্যা 1022 টি । সর্বাধিক পূর্ব বর্ধমানে । এই জেলায় কনটেনমেন্ট জ়োন 169 টি । দ্বিতীয় স্থানে রয়েছে নদিয়া । কনটেনমেন্ট জ়োনে সংখ্যা 122 । 110 টি জোন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা‌ । অন্যদিকে কলকাতায় 32 থেকে কমে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা হল 31।

শুক্রবার প্রশাসনের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, 50 নম্বর বেলেঘাটা চাল পট্টি রোড, 6 নম্বর শরৎ বোস রোড, 46/1 শরৎ বোস রোড, সিকদার পাড়া স্ট্রিট (10 সি, 11,12,17/1), রাজা সন্তোষ রায় রোড (15,15সি/1বি, 17,25), 24 নম্বর ওয়ার্ডের টেগর ক্যাসেল স্ট্রিট, মতিলাল বসাক লেন, 18/1 ডোভার লেন, 11 জাস্টিস চন্দ্র মাধব রোড, পাহাড়পুর রোড, 38 নম্বর রামমোহন মল্লিক গার্ডেন লেন, 85-158 সুইনহো লেন, রাজা গোপীমোহন স্ট্রিট, রাজপুর ডি ব্লক, সম্মিলনী পার্ক, মহারানি ইন্দিরা দেবী রোড, মতিলাল নেহরু রোড, 5 বি জাজেস কোর্ট, 15 সি চেতলা রোড, 75 সি, 77 কৈলাস স্ট্রিট প্রসন্নকুমার ঠাকুর স্ট্রিট, অশোক এনক্লেভ, বর্ধমান রোড, গোবিন্দপুর রোড, 37 নম্বর পণ্ডিতয়া রোড, 10/4এ এলগিন রোড, বসুশ্রী বাগান, সোদপুর স্কুল এলাকা, ডায়মন্ড হারবার 35/1 এবং 37 নম্বর, 17 নম্বর মোহিনী মোহন রোড রয়েছে কনটেনমেন্ট জ়োনের তালিকায়।

অন্যদিকে, সংক্রমিতের সংখ্যা কমায় কনটেনমেন্ট জ়োনের তালিকা থেকে বাদ পড়েছে বেদিয়াপাড়া হাই স্কুল থেকে 46/1 ভূবনমোহন রায় রোড, 51 নম্বর প্রগতি পল্লী থেকে 245 সিএমজি রোড, পি নাইন সি আই টি রোড, এসসিএইচ 4 (এম এস), 32 এবং 67 বি বলরাম দে স্ট্রিট, 28 এ রামকৃষ্ণ সমাধি রোড, 21/1 প্রাণনাথ পণ্ডিত রোড, 8/18 চক্রবেরিয়া রোড সাউথ, 34এল, 37, 39 সুরেন সরকার রোড, লিটন স্ট্রিটের ব্লাড ব্যাঙ্ক থেকে বিদ্যাপতি স্কুল, 156 সি মানিকতলা মেইন রোড, 37এ, 37 বি গড়চা রোড, রাজা রামমোহন সরণি (57,104,96এ, 106/2এ) ।

এদিকে হাওড়া এই মুহূর্তে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 80, দক্ষিণ 24 পরগনায় 79 । উত্তর 24 পরগনায় কনটেনমেন্ট জোনের সংখ্যা 110 । হুগলিতে 27, নদিয়ায় 122, পূর্ব মেদিনীপুরে 24, পশ্চিম মেদিনীপুরে 86, পূর্ব বর্ধমান 169, মালদা 4, জলপাইগুড়িতে 11, দার্জিলিংয়ে 7, কালিম্পংয়ে 13, উত্তর দিনাজপুরে 77, দক্ষিণ দিনাজপুরের 11, মুর্শিদাবাদে 20, বাঁকুড়ায় 46, বীরভূমে 32, কোচবিহারে 3, পুরুলিয়ায় 42, আলিপুরদুয়ারে 28 টি কনটেনমেন্ট জ়োন চিহ্নিত হয়েছে।

জোনের সংখ্যা অনেকটাই বেড়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, আলিপুরদুয়ারে । কিছুটা কমেছে হাওড়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে । একমাত্র ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় কোনও কনটেনমেন্ট জোন নেই ।

কলকাতা, 24 জুলাই: কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমল একটি । কিন্তু, রাজ্যে বাড়ল অনেকগুলি । হাজার ছাড়িয়ে গেল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । এই মুহূর্তে রাজ্যে মোট কনটেমেন্ট জ়োনের সংখ্যা 1022 টি । সর্বাধিক পূর্ব বর্ধমানে । এই জেলায় কনটেনমেন্ট জ়োন 169 টি । দ্বিতীয় স্থানে রয়েছে নদিয়া । কনটেনমেন্ট জ়োনে সংখ্যা 122 । 110 টি জোন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা‌ । অন্যদিকে কলকাতায় 32 থেকে কমে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা হল 31।

শুক্রবার প্রশাসনের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, 50 নম্বর বেলেঘাটা চাল পট্টি রোড, 6 নম্বর শরৎ বোস রোড, 46/1 শরৎ বোস রোড, সিকদার পাড়া স্ট্রিট (10 সি, 11,12,17/1), রাজা সন্তোষ রায় রোড (15,15সি/1বি, 17,25), 24 নম্বর ওয়ার্ডের টেগর ক্যাসেল স্ট্রিট, মতিলাল বসাক লেন, 18/1 ডোভার লেন, 11 জাস্টিস চন্দ্র মাধব রোড, পাহাড়পুর রোড, 38 নম্বর রামমোহন মল্লিক গার্ডেন লেন, 85-158 সুইনহো লেন, রাজা গোপীমোহন স্ট্রিট, রাজপুর ডি ব্লক, সম্মিলনী পার্ক, মহারানি ইন্দিরা দেবী রোড, মতিলাল নেহরু রোড, 5 বি জাজেস কোর্ট, 15 সি চেতলা রোড, 75 সি, 77 কৈলাস স্ট্রিট প্রসন্নকুমার ঠাকুর স্ট্রিট, অশোক এনক্লেভ, বর্ধমান রোড, গোবিন্দপুর রোড, 37 নম্বর পণ্ডিতয়া রোড, 10/4এ এলগিন রোড, বসুশ্রী বাগান, সোদপুর স্কুল এলাকা, ডায়মন্ড হারবার 35/1 এবং 37 নম্বর, 17 নম্বর মোহিনী মোহন রোড রয়েছে কনটেনমেন্ট জ়োনের তালিকায়।

অন্যদিকে, সংক্রমিতের সংখ্যা কমায় কনটেনমেন্ট জ়োনের তালিকা থেকে বাদ পড়েছে বেদিয়াপাড়া হাই স্কুল থেকে 46/1 ভূবনমোহন রায় রোড, 51 নম্বর প্রগতি পল্লী থেকে 245 সিএমজি রোড, পি নাইন সি আই টি রোড, এসসিএইচ 4 (এম এস), 32 এবং 67 বি বলরাম দে স্ট্রিট, 28 এ রামকৃষ্ণ সমাধি রোড, 21/1 প্রাণনাথ পণ্ডিত রোড, 8/18 চক্রবেরিয়া রোড সাউথ, 34এল, 37, 39 সুরেন সরকার রোড, লিটন স্ট্রিটের ব্লাড ব্যাঙ্ক থেকে বিদ্যাপতি স্কুল, 156 সি মানিকতলা মেইন রোড, 37এ, 37 বি গড়চা রোড, রাজা রামমোহন সরণি (57,104,96এ, 106/2এ) ।

এদিকে হাওড়া এই মুহূর্তে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 80, দক্ষিণ 24 পরগনায় 79 । উত্তর 24 পরগনায় কনটেনমেন্ট জোনের সংখ্যা 110 । হুগলিতে 27, নদিয়ায় 122, পূর্ব মেদিনীপুরে 24, পশ্চিম মেদিনীপুরে 86, পূর্ব বর্ধমান 169, মালদা 4, জলপাইগুড়িতে 11, দার্জিলিংয়ে 7, কালিম্পংয়ে 13, উত্তর দিনাজপুরে 77, দক্ষিণ দিনাজপুরের 11, মুর্শিদাবাদে 20, বাঁকুড়ায় 46, বীরভূমে 32, কোচবিহারে 3, পুরুলিয়ায় 42, আলিপুরদুয়ারে 28 টি কনটেনমেন্ট জ়োন চিহ্নিত হয়েছে।

জোনের সংখ্যা অনেকটাই বেড়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, আলিপুরদুয়ারে । কিছুটা কমেছে হাওড়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে । একমাত্র ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় কোনও কনটেনমেন্ট জোন নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.