কলকাতা, 29 জুলাই : মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ক্ষোভ প্রশমিত হয়েছিল অনেকটাই । কিন্তু, আগুনটা ধিকধিক করে জ্বলছিল । অভিযুক্তদের কয়েকজন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন জুনিয়র ডাক্তাররা ৷ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবিতে আগামীকাল লালবাজার অভিযান করার সিদ্ধান্ত নেন ৷ পরিস্থিতি জটিল হয়ে ফের যাতে অচলাবস্থা তৈরি না হয় সেজন্য সক্রিয় হয় পুলিশ ৷ এরপরই NRS-এ জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হল ৷ আরও একজনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর । এরপর জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নেন, আগামীকাল অভিযান স্থগিত রাখা হবে ।
10 জুন নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে । এই ঘটনায় মৃত রোগীর ক্ষুব্ধ পরিজনদের হাতে আক্রান্ত হন জুনিয়র ডাক্তাররা । ইন্টার্ন পরিবহ মুখোপাধ্যায়ের মাথায় গুরুতর আঘাত লাগে । প্রতিবাদে সামিল হন জুনিয়র ডাক্তাররা । সেদিন রাত থেকেই কর্মবিরতি শুরু হয় ৷ তাতে যোগ দেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ৷ পরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধিদল ৷ অভিযুক্তদের গ্রেপ্তারির পাশপাশি চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷ এরপর 2 জুলাই স্বাস্থ্য ভবনে একটি রিভিউ মিটিং হয় ৷
এই সংক্রান্ত আরও খবর : রণক্ষেত্র NRS, বুধবার রাজ্যজুড়ে OPD বয়কটের ডাক ডাক্তারদের
কিন্তু, রাজ্য সরকারের ভূমিকাতে ক্ষোভের পারদ ক্রমশ চড়ছিল জুনিয়র ডাক্তারদের চিকিৎসকদের মধ্যে ৷ তাঁদের বক্তব্য, পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও সবাই জামিনে মুক্ত ৷ সেই পাঁচজনের মধ্যে তিনজন নাকি নিগ্রহের ঘটনার সঙ্গে যুক্ত নয় বলেও অভিযোগ । তাই সুবিচারের দাবিতে আগামীকাল লালবাজার পর্যন্ত মিছিলের সিদ্ধান্ত নেয় জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ ৷ ডেপুটেশন দেওয়ার কথাও ঘোষণা করা হয় ৷
এই সংক্রান্ত আরও খবর : 'বিচার চাইতে' মিছিল করে লালবাজারে যাবেন জুনিয়র ডাক্তাররা
ইতিমধ্যে 27 জুলাই (শনিবার) ভবানী ভবনে পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা ৷ বৈঠক থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তার জানান, পরবর্তী পদক্ষেপ কী হয় তা দেখার জন্য অপেক্ষা করবেন ৷ কারণ, রাজ্য পুলিশের DG মঙ্গলবারের মধ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তাঁদের ৷ যদিও লালবাজার পর্যন্ত মিছিল করার সিদ্ধান্তে অনড় থাকেন জুনিয়র ডাক্তাররা ৷ তবে নতুন করে যে অশান্তির আবহ তৈরি হচ্ছে তা বুঝতে পারছিলেন সংশ্লিষ্ট সবাই । এরপর আজ দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের নাম - শেখ সাবির ও নিজ়ামউদ্দিন ৷
এই সংক্রান্ত আরও খবর : মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিই সার, 20 দিনেই জামিনে মুক্ত পরিবহকে মারধরে অভিযুক্তরা
পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই গা ঢাকা দিয়েছিল ট্যাংরার বাসিন্দা সাবির ও নিজ়ামউদ্দিন ৷ সম্প্রতি এলাকায় ফিরেছে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় মামলা রুজু করা হয়েছে । আজ শিয়ালদা আদালতে তোলা হলে তাদের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য আজ NRS-এ এসে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ।
এই সংক্রান্ত আরও খবর : আলোচনা ফলপ্রসূ, NRS-এ গিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা